গজ কাপড় কত করে ?
থান কাপড়ঃ
হালে বাজারে দেশি সুতি কাপড়ের পাশাপাশি নানা রকমের কাপড় পাওয়া যাচ্ছে। সেদিকে ভীষণ ঝোঁক তরুণীদের।
জেনে নেই কতগুলো কাপড়ের দাম
১. উৎসব বা অনুষ্ঠানে তরুণীদের প্রথম পছন্দ কাতান কাপড়। একটু গর্জিয়াস জামা বানাতে কাতানের তুলনা নেই। এই কাতান দুই প্রকার, সুতি ও সিনথেটিক। সুতি কাতান গজ প্রতি ৪০০ থেকে ৫০০ টাকা করে বিক্রি হয়। আর সিনথেটিক কাতান ৩৫০ থেকে দুই হাজার টাকা পর্যন্ত রয়েছে। দামের এত ভিন্নতার কারণ হচ্ছে নকশা ও সুতার বুনন। এটি নিজেকেই বেছে নিতে হবে।
২. প্রিন্টের সুতি গজ কাপড়ের দাম পড়বে প্রতি গজ ৩'শ থেকে ৭'শ টাকা।
৩. জুট কটন কাপড় কেনা যাবে ৪০০ টাকা দরে।
৪. ভারি কাজওয়ালা জর্জেট কাপড়ের দাম ৭০০ থেকে দুই হাজার টাকা গজ।
৫. চিকেন কাপড়ের গজ ৩৫০-৮০০ টাকা পর্যন্ত রয়েছে।
৬. সুতির ওপর অ্যামব্রয়ডারির কাজ করা জামার কাপড় ৬৫০ টাকা গজ।
৭. অরগেন্ডি কাপড়ের ওপর সুতা আর চুমকির নকশা করা কাপড় কেনা যাবে গজপ্রতি ৪০০ থেকে ৬০০ টাকা দরে।
৮. বাটিক ও টাইডাই সবার ভীষণ পছন্দ। সুতির মধ্যে বাটিক ও টাইডাই কাপড় ৯০ থেকে ৪০০ টাকা গজ।
৯. আর সিল্কের টাইডাই কাপড়ের দাম শুরু হয় ২০০ টাকা থেকে। জর্জেটের বাটিকও দেড়শ থেকে ৪০০ টাকার মধ্যে।
১০. ভারত ও চীনের কারুকাজ করা অ্যান্ডি কটন কাপড়ের প্রতি গজের দাম পড়বে ৬'শ টাকা থেকে এক হাজার টাকা,
১১. কাতান ২'শ থেকে ৩'শ টাকা।
১২. চায়নিজ কটন ১৮০-২২০ টাকা।
১৩. নাইলন নেট ৪'শ টাকা।
১৪. চাইনিজ ক্রেপ জর্জেট ২৮০-৪৫০ টাকা।
১৫. হাতের কাজ করা পাকিস্তানি কাপড়ের প্রতি গজের দাম ৮'শ থেকে দু'হাজার টাকা পর্যন্ত।
১৬. সিল্ক কাপড় প্রতি গজের দাম পড়বে ৭০০ থেকে ১২০০ টাকার মধ্যে।
১৭. গজপ্রতি টিস্যু কাপড় পাওয়া যাবে ৬০০ থেকে ১২০০ টাকার মধ্যে।
১৮. ৫০০ থেকে ২০০০ টাকার মধ্যে মিলবে নেট কাপড়।
১৯. জর্জেট ও ভেলভেটের দাম পড়বে গজপ্রতি ৮০০ থেকে ১৫০০ টাকার মধ্যে।
২০. বাজারে নতুন আসা বারিশ কাপড়ের প্রতি গজ পাওয়া যাবে ১২০০ থেকে ১৫০০ টাকার মধ্যে।
২১. অন্যদিকে সব সময়ের জন্য আরামদায়ক সুতি কাপড় মিলবে ৩০০ থেকে ৭০০ টাকায়।
২২. সুতির ওপর প্রিন্টের কাজের প্রতি গজ কাপড়ের দাম পড়বে ৩০০ থেকে ৪০০ টাকার মধ্যে।
২৩. ৫৫০ থেকে ৬৫০ টাকার মধ্যে পাওয়া যাবে হাতের কাজের এক গজ সুতি কাপড়।
২৪. অন্যদিকে ছেলেদের পাঞ্জাবির কাপড়ের ক্ষেত্রে চাহিদা সবচেয়ে বেশি সুতি কাপড়গুলোর। রাজা, বাদশাহ, বাঙ্গালাম, থাই জাপান, গিরিজ, কাতান, অরবিন্দুসহ বিভিন্ন বাহারি নামে পাওয়া যাচ্ছে সুতি কাপড়গুলো।
২৫. ৩০০ থেকে ৪০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে রাজা ও বাদশাহ কাপড়ের প্রতি গজ।
২৬. বাঙ্গালাম ও থাই জাপান কাপড়ে এক গজ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকার মধ্যে।
২৭. একটু বেশি দামের মধ্যে রয়েছে গিরিজ, কাতান ও অরবিন্দু কাপড়গুলো। প্রতি গজ গিরিজ ও কাতান কাপড় পাবেন ১০০০ থেকে ১১০০ টাকার মধ্যে।
২৮. অন্যদিকে প্রতি গজ অরবিন্দ কাপড় বিক্রি হচ্ছে ১৪০০ থেকে ১৬০০ টাকায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন