টেক্সটাইল মিলের সাব-কন্ট্রাক্ট পার্টির পেমেন্ট ঝামেলা এবং এর সলিউশন - Textile Lab | Textile Learning Blog
সাব-কন্ট্রাক্ট পার্টির পেমেন্ট ঝামেলা

রিসেন্ট আমরা কিছু সমস্যা ফেইস করি সেটা হচ্ছে আমাদের সাব-কন্ট্রাক্ট কাজের রেইট পেমেন্ট বকেয়া সহ নানা বিধ সমস্যা ।

প্রথমত সমস্যার মুল কারন সমন্নয় এর অভাব আপনি যখন বায়ারের সোয়াচ পাবেন তখন উচিৎ একজন জিএম এর প্রডাকশন থেকে এর একচুয়াল কস্ট নেয়া উনি রেইট ফিক্সড করে  ওয়ার্ড অর্ডারে লিখে দেয়া এটা সিসি কপি চলে যাবে স্টোর একাউন্টস এবং ডাইং প্রডাকশন এর কাছে এর পর আর রেইট কমানো হবেনা ।  আমাদের যেটা সমস্যা হয়েছিল রেইট ছিলো মুখে মুখে এটা লিখিত আকারে ছিলো না ।  ডাইং এর কাছে যা বলা হতো তা স্টোরে দিয়ে আরো কমে যেতো তারা কম টাকায় ডেলিভারি নিতেন ।  মানে হচ্ছে রেইট ফিক্সড করেও তা ওভার রাইট হতো । 
পার্টি মালামাল ডেলিভারির সময় প্রায় ৩০-৪০% ডিউ রাখতেন তাদের ফ্লোরে থাকা মালের এগেইনেস্টে ।  সাধারণত যখন একটা পার্টি কন্টিনিউয়াস কাজ করাবে তারা ফেব্রিক আনা নেয়ার ভেতর থাকবে ।  যা ডিউ হচ্ছে সেটা জমে থাকবে তাদের একাউন্টে ।  আর একাউন্ট কখনো এসে ফ্লোরে মাল আটকাবেনা ।  যারা ডেলিভারিতে আছেন তারা অথোরাইজেশন সাইন দেখে তারা মাল ডেলিভারি দিবেন ৷  তারা শুধু বিল করে দেন এর বাইরে আর কিছুনা ।  

ক্যাশ কিছু  আসে মাল ডেলিভারি যায় এভাবেই একাউন্ট এ একটা সময় পর আপনি ৫-১০ লক্ষ ডিউ পড়ে যায় ।  আর যারা প্রডাকশন ফ্লোর বা ফেক্টরি আছে তারা চায়না কোন পার্টিকে হেরাজ করতে ।  

এর ডিউ কালেকশন এর মুল দায়িত্ব বর্তায় ডাইং হেড এবং মার্কেটিং এর উপর ।  সবাই প্রেশার দিয়ে টাকা গুলি তুলতে পারেনা ।  বেশি চাপ দিলে বায়ার চলে যায় মার্কেটে বদনাম হয় এর জন্য । 

কিছু জিএম এর কৌশল তারা সকাল বেলা ডাইং, স্টোর, ইন্সপেকশন, একাউন্ট এর স্টেইটমেন্ট নিয়ে বসেন ।  রিপোর্ট তার টেবিলে থাকে আর তিনি পার্টি গুলি ডেলিভারির সময় চেক করেন আর তাদের রিকুয়েষ্ট করে টাকা আদায় করার ট্রাই করেন ।  এতে তার ডেইলি আইডিয়া হতো এবং নিয়মিত পার্টির কাছ থেকে টাকা কালেকশন হতো । 

ছোট ছোট পার্টি গুলি হলে নিয়মিত কাজ না দিলে তাদের টাকা ১০০% নিয়ে রাখা উচিৎ । 

সাধারণত নতুন গ্রে ফেব্রিক দিলে, কিংবা প্রসেস অবস্থায় ফেব্রিক থাকলে, ফিনিশিং করা ফেব্রিক জমা থাকলে তার ভ্যালু বিবেচনা  করে , মালামাল ডেলিভারি নেয়ার সুযোগ দিতে পারেন ।

মাঝে মাঝে পার্টি কিছু পেমেন্ট জিএমদের হাতে করে আর অথোরাইজেশন সাইন নিয়ে মাল ডেলিভারি নিয়ে যায় এর মানি রিসিটের খোজ থাকেনা পরে জিএম পরিবর্তন হলে দেখা যায় তারা পেমেন্ট করেন নি । এর সমাধান হচ্ছে কোন পার্টি কাজ করালে তাকে মাসের শেষে একটা একাউন্ট স্টেইটমেন্ট দেয়া যাতে সে নিজে বুঝতে পারে তার কতো দেনা পাওয়া আছে ফেক্টরির কাছে । অনেক ফেক্টরিতে এমন অপ্রীতিকর ঘটনা ঘটেছে ।  পার্টি মাল নিয়ে যায় আর টাকার খোজ থাকেনা ।

টেক্সটাইল মিলের সাব-কন্ট্রাক্ট পার্টির পেমেন্ট ঝামেলা এবং এর সলিউশন

সাব-কন্ট্রাক্ট পার্টির পেমেন্ট ঝামেলা

রিসেন্ট আমরা কিছু সমস্যা ফেইস করি সেটা হচ্ছে আমাদের সাব-কন্ট্রাক্ট কাজের রেইট পেমেন্ট বকেয়া সহ নানা বিধ সমস্যা ।

প্রথমত সমস্যার মুল কারন সমন্নয় এর অভাব আপনি যখন বায়ারের সোয়াচ পাবেন তখন উচিৎ একজন জিএম এর প্রডাকশন থেকে এর একচুয়াল কস্ট নেয়া উনি রেইট ফিক্সড করে  ওয়ার্ড অর্ডারে লিখে দেয়া এটা সিসি কপি চলে যাবে স্টোর একাউন্টস এবং ডাইং প্রডাকশন এর কাছে এর পর আর রেইট কমানো হবেনা ।  আমাদের যেটা সমস্যা হয়েছিল রেইট ছিলো মুখে মুখে এটা লিখিত আকারে ছিলো না ।  ডাইং এর কাছে যা বলা হতো তা স্টোরে দিয়ে আরো কমে যেতো তারা কম টাকায় ডেলিভারি নিতেন ।  মানে হচ্ছে রেইট ফিক্সড করেও তা ওভার রাইট হতো । 
পার্টি মালামাল ডেলিভারির সময় প্রায় ৩০-৪০% ডিউ রাখতেন তাদের ফ্লোরে থাকা মালের এগেইনেস্টে ।  সাধারণত যখন একটা পার্টি কন্টিনিউয়াস কাজ করাবে তারা ফেব্রিক আনা নেয়ার ভেতর থাকবে ।  যা ডিউ হচ্ছে সেটা জমে থাকবে তাদের একাউন্টে ।  আর একাউন্ট কখনো এসে ফ্লোরে মাল আটকাবেনা ।  যারা ডেলিভারিতে আছেন তারা অথোরাইজেশন সাইন দেখে তারা মাল ডেলিভারি দিবেন ৷  তারা শুধু বিল করে দেন এর বাইরে আর কিছুনা ।  

ক্যাশ কিছু  আসে মাল ডেলিভারি যায় এভাবেই একাউন্ট এ একটা সময় পর আপনি ৫-১০ লক্ষ ডিউ পড়ে যায় ।  আর যারা প্রডাকশন ফ্লোর বা ফেক্টরি আছে তারা চায়না কোন পার্টিকে হেরাজ করতে ।  

এর ডিউ কালেকশন এর মুল দায়িত্ব বর্তায় ডাইং হেড এবং মার্কেটিং এর উপর ।  সবাই প্রেশার দিয়ে টাকা গুলি তুলতে পারেনা ।  বেশি চাপ দিলে বায়ার চলে যায় মার্কেটে বদনাম হয় এর জন্য । 

কিছু জিএম এর কৌশল তারা সকাল বেলা ডাইং, স্টোর, ইন্সপেকশন, একাউন্ট এর স্টেইটমেন্ট নিয়ে বসেন ।  রিপোর্ট তার টেবিলে থাকে আর তিনি পার্টি গুলি ডেলিভারির সময় চেক করেন আর তাদের রিকুয়েষ্ট করে টাকা আদায় করার ট্রাই করেন ।  এতে তার ডেইলি আইডিয়া হতো এবং নিয়মিত পার্টির কাছ থেকে টাকা কালেকশন হতো । 

ছোট ছোট পার্টি গুলি হলে নিয়মিত কাজ না দিলে তাদের টাকা ১০০% নিয়ে রাখা উচিৎ । 

সাধারণত নতুন গ্রে ফেব্রিক দিলে, কিংবা প্রসেস অবস্থায় ফেব্রিক থাকলে, ফিনিশিং করা ফেব্রিক জমা থাকলে তার ভ্যালু বিবেচনা  করে , মালামাল ডেলিভারি নেয়ার সুযোগ দিতে পারেন ।

মাঝে মাঝে পার্টি কিছু পেমেন্ট জিএমদের হাতে করে আর অথোরাইজেশন সাইন নিয়ে মাল ডেলিভারি নিয়ে যায় এর মানি রিসিটের খোজ থাকেনা পরে জিএম পরিবর্তন হলে দেখা যায় তারা পেমেন্ট করেন নি । এর সমাধান হচ্ছে কোন পার্টি কাজ করালে তাকে মাসের শেষে একটা একাউন্ট স্টেইটমেন্ট দেয়া যাতে সে নিজে বুঝতে পারে তার কতো দেনা পাওয়া আছে ফেক্টরির কাছে । অনেক ফেক্টরিতে এমন অপ্রীতিকর ঘটনা ঘটেছে ।  পার্টি মাল নিয়ে যায় আর টাকার খোজ থাকেনা ।

কোন মন্তব্য নেই: