মেশিন সোর্সিংয়ে টেক্সটাইল মালিকদের কিছু ভুল সিদ্ধান্ত
কিছু কিছু টেক্সটাইল কোম্পানি একটা সময় পর খুব সমস্যায় ভোগে তাদের মেশিন সোর্সিং এর সময় কিছু সিলেকশন জনিত ভুলের কারনে । মেশিন যারা পার্চেসের সাথে জড়িত তাদের প্লানিংয়ের ভুলের কারনে এই সমস্যা হয় ।
একবার মেশিন কিনার পর এর পেছনে আর ম্যানেজমেন্ট সহজে ইনভেস্ট করতে চান না।
সাধারণত মেশিন কেনার পর আপনার মেশিনের সাথে কিছু এক্সপেয়ার পার্টস নিয়ে আসা উচিৎ । কারন মেশিন কেনার সময় পর্যাপ্ত টাকা হায়ে থাকে। মেশিনের সাথে সেই পার্টস গুলি কেনা হলে সেটা অনেক কম প্রাইসে পাওয়া যায় । মেশিন যারা মার্কেটিং করেন তাদের এক্সপার্টরা জানেন ৪-৫ বছরের ভেতরে কি পার্টস গুলি কমন নস্ট হয় সেগুলি তারা দিয়ে দেয় এবং সাথে ইমার্জিন্সিতে ইউজ করার জন্য ১-২ ইনভার্টার মেশিনের সাথে নিয়ে রাখতে হয় ৷
যেহেতু বাংলাদেশের টেক্সটাইল মালিক গন এর বেশিরভাগ টেক্সটাইল প্রডাকশন ব্যাক গ্রাউন্ড এর না এবং তারা অভিজ্ঞ ইঞ্জিনিয়ার না তারা বেশিরভাগ সময় নির্ভর করেন হেড অফিসের যারা সোর্সিকরেন তাদের উপর । আর যারা অন অভিজ্ঞ তারাও মেশিন কিনতে পারেন কিন্ত সেই মেশিনের কোন না কোন ত্রুটি আর ঘাটতি থেকে যায় ৷
আমাদের দেশের আরেক সমস্যা আমরা ফ্লোরের সাইজ দেখে মেশিন কিনি যার ফলে কোন না কোন ডিভাইস কম থাকে মেশিনে ।
যেমন আমাদের ফ্লোরের জন্য তাইওয়ানের একটা স্টেনটার মেশিন কেনা হয় কেনার পর দেখা যায় এর জন্য ওয়েফট স্ট্রেইটেনার কেনা হয়নি এবং এর সাথে JBox নেই সামনের ব্যাচিং প্যাডার (ব্যাচার ওভেন ফেব্রিকের ফিনিশিং এ লাগে ) নেই । ইরেকশনের সময় প্রশ্ন করাতে সাপ্লায়ার বললেন বুকিংয়ে এটা ছিলো না । মেশিন কিনতে প্রডাকশন এর কাওকে ইনভলভ করা হয়নি । ৪ কোটির মেশিন কেনা গেছে ২ লক্ষের ব্যাচার কেনা যায়নি ! যেহেতু যারা সোর্সিং করেন তাদের দাপট বেশি থাকে তাদের বিরুদ্ধে বলা যায়না । তাই প্রডাকশন এর লোকজন এই সমস্যা নিয়েই মেশিন চালাচ্ছে ।
একটা ব্লিচ মার্সারাইজ মেশিন মালিককে বোঝানো হলো কম্বাইন্ড করার জন্য । শুরু শুরু তে অর্ডার কমছিলো যার ফলে সমস্যা হয়নি । যখন অর্ডার বেড়েছিলো তখন সমস্যা শুরু হয় । এক অপশন অফ রেখে অন্য টা চালাতে হয় ৷
আপনাদের যা করনীয়ঃ
মেশিন সোর্সিং করার আগে একবার ভালো এডভাইজার নিয়োগ করা যারা ভালো প্রজেক্ট গুলি ডেভেলপমেন্ট করেছে । তবে নিজের কাছের লোকদের দায়িত্ব না দেয়াই ভালো । ভুল হলে ফিউচারে মেশিন গুলি আপনার গলার কাটা হবে । যে কিনবে সে ১০% কমিশন নিয়ে নিজের বিল্ডিং করবে । মেশিন কেনার প্রজেক্ট এ ফোরম্যান এবং ম্যানেজার দের এড করা উচিৎ এরা মেশিনের রুট নিয়ে কাজ করে । তাই এরা ফিচার এবং সুবিধা অসুবিধা কি কি হলে ফিউচারে অসুবিধা হবেনা এটা এদের চেয়ে ভালো অন্য কেও বলতে পারবে না । ফ্লোর ডিজাইন ও এমন টিমের সমন্নয় এ করা উচিৎ ।
বিশেষ করে ৪-৫ বছর চলার মতো এক্সপেয়ার পার্টাস জেনুইন গুলি মেশিনের সাথে নিয়ে আসা উচিৎ । এগুলি পরে শিপিং করতে অনেক বেশি চার্জ লাগে । ফোরম্যান রা জানে কোন ব্রেন্ড্রের কি পার্টস বেশি নস্ট হয় । এটার জন্য মালিক পক্ষের পুর্ন সমর্থন লাগবে ২ মিলিয়ন দিয়ে মেশিন কিনতে পারলে ১০ হাজার ডালারের এক্সপেয়ার পার্টস মেশিন স্মুথলি চালাতে ব্যাবহার করাই যায় । মেশিন কেনার সময় এর সফটওয়্যার এর সিডি বাধ্যতামূলক নিয়ে রাখা উচিৎ ।
মেশিনের প্রবলেম হলে ইন্সটেন্ট ঠিক করে ফেলা উচিৎ নয়তোবা এটা মিলিয়ন ডলারের মেশিনকে রিক্সে ফেলবে ।
ওভেন প্রজেক্ট হলে আপনি কোন ফেক্টরির প্রজেক্ট মেশিন সিস্টেম কে আপনি রেফারেন্স হিসেবে নিতে পারেনঃ
মিথিলা গ্রুপ, ইউনিফিল, মন্নু টেক্সটাইল, হামিম,যাবের এন্ড যুবায়ের, হামিদ ফেব্রিকস
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন