ওভেন ফেব্রিকের মেরিন সেড গুলি ফিনিশ করতে গিয়ে আমাদের অভিজ্ঞতা অনুযায়ী দেখা যায় এটা যখন স্টেনটারে পানি দিয়ে ফিনিশ করা হয় এটা আফটার ওয়াস বা আনলোড সেড ডার্ক হয় । একে সফেনার দিয়ে ফিনিশ করলে এর টোন চেইঞ্জ হয়ে যায় ।
যার কারনে আমরা মেরিন সেড ফিনিশের ক্ষত্রে খালি স্টেনটার বাথে ক্যামিকেল এর পরিবর্তে পানি দিয়ে ফিনিশিং করা হয় । কাপড় ড্রাই হবে , স্টেস হবে কিন্ত সফট ক্যামিকেল না দিয়ে দেয় পানি ।
আমাদের একটা পার্টি ছিলো পুরাই ক্যাচ তার উপর তাদের গার্মেন্টসের কিউসিরা আসছিলো । তাদের কাপড় ছিলো ১১ হাজার মিটার ।
সেড টা আফটার ওয়াস লাইট ছিলো । আমাদের ধারনা অনুযায়ী ওয়াটার ফিনিশ হলে, হিট পেলে সেড ঠিক হয়ে যাবে ।
পার্টির কথা ভাই ক্যামিকেল দিতে হবে বাড়াই দিতে হবে কম দেয়া যাবেনা। তাদের পাকনামি ভালো লাগছিলো না। পরে তাদের কথা অনুযায়ী ক্যাটায়নিক সফেনার দেয়া হলে সেড ফ্যাকাশে দেখা যাচ্ছিলো রেড আপ হয়ে যাচ্ছিলো । এবার তাদের কথা রেড কমান !! রেড কমানোর জন্য দেয়া হলো ইউরিয়া । হয়ে গেলো রেড সর্ট তাই মেরিন টোন নেভির মতো দেখাচ্ছিলো ।
এর পর আমরা অপারেটর কে ইশারা দেই আমাদের মতো করে চালানোর জন্য । অপারেটর ক্যামিকেল ফেলে দিয়ে পানি দিয়ে চালানো শুরু করল । এবার সুন্দর মতো সেড বের হচ্ছিলো ।
তারা স্যাম্পল কেটে নিয়ে দেখে সেড সুন্দর আসছে এবার । তারা আমাদের একজন সিনিয়র কে বলে ভাই এবার কি ক্যামিকেল দিলেন সেড সুন্দর আসলো ।
আমাদের সিনিয়র ভাই বলেন যে আমাদের একটা স্পেশাল ক্যামিকেল আছে সেড সুন্দর করার জন্য FCPS Royel..!! আমাদের সিনিয়র বলছেন ভাই তারা জিজ্ঞেস করে কি দিসেন আবার সেড সুন্দর হইসে এবার । আমি কইসি আমাদের একটা সুন্দর ক্যামিকেল আছে নাম FCPS Royel !!! আমরা বলছি এটা আমার কি ? আরে মুখে আইসে বলে দিসি, তারা কয় এটা দিয়েই চালান । আমরা বললাম মেডিকেল টেক্সটাইল এক করে ফেললেন আপনি । ভাই বলেন যে যদি কই পানি দিসি তাইলে মোড়ামুড়ি করবে , একটা কথা বলে দিলাম যাতে মন ঠান্ডা থাকে । আমাদের কাজ হইলে হলো ।
যারা ফিনিশ করেন তারা বলতে পারবেন সেডের সেনসিটিটিভিটি । ডাইজ আর সেডের চরিত্র অনুযায়ী তারা করতে অভ্যস্ত । তাদের উপর প্রেশার দেয়া উচিৎ নয় কি দিলে সেড ভালো হবে । আপনার সেড ভালো চাইলে কিছু সেডের ক্ষত্রে কোয়ালিটি কম্প্রোমাইজ করতে হবে । কাজ করতে চাইলে কাজের স্বাধীনতা দিতে হবে ।
ফেক্টরির বড় পার্টি গুলি কাজ করাতে আমাদের উপর তাদের খামখেয়ালী চাপিয়ে দেয়ার ট্রাই করেন । আর ম্যানেজমেন্ট সে গুলি মাঝে মাঝে প্রশ্রয় দেয় । তখন এই সমস্যা গুলি হয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন