সেড অনুযায়ী ডাইং এর প্রোগ্রামঃ
আমাদের ডাইং ডিপার্টমেন্টে যখন ওয়ার্ক অর্ডার বা বুকিং সিট আসে আমাদের প্রতিটি স্টাইল ইয়ার্ন ডাইড না হলে নুনতম ৩-৪ টি কালার থাকে। ফেব্রিক ইন হাউস হবার পর আমাদের ডাইং প্লান থাকে হোয়াইট টু ডিপ কালার ।
একটা অর্ডারে হোয়াইট কালার থাকতে পারে নাও পারে । কিন্ত ওভেন ফেব্রিকের সুবিধা হলো হোয়াইট থাকলে তাকে তার কোয়ানটিটি অনুযায়ী ব্লিচ অবস্থায় আলাদা করে ফেলা হয় । সাথে ৩-৫% এডিশনাল ফেব্রিক দিতে হয় ওয়েস্টেজের জন্য ৷ আমাদের প্লান মাফিক কাল না করলে সব কাপড় মার্সারাইজ হয়ে যেতো । কস্ট সেইভের জন্য হোয়াইট ফেব্রিক মার্সারাইজ করা হয়না । এটা ডাইং ফিনিশিং হয়ে গেলে রোলিংয়ে চলে যাবে ৷ রোল করার পর কোয়ান্টিটি ফিলাপ হয়েছে কিনা তা দেখতে হবে । ৩-৫% এক্সটা দেয়ায় ৯৮% ক্ষত্রে ফুল কোয়ানটিটি ফিলাপ হয়ে যায় ।
তার পর আমাদের ধররে হবে লাইট কালার থেকে আমরা ল্যাবডিপ সোয়াচ গুলি দেখে সাধারণত এই আইডিয়াটা নেই ।
আপনি একদিনে খুব বেশি চাপ না থাকলে এক স্টাইলের সব কালার ডাইং করার মত বোকামি কেও করতে চায় না । মেক্সিমাম ১-২ টা কালার করা যায় ।
আমাদের মেইন টার্গেট হয় আমি প্রসেস লস % ধরে ডাইং করবো যাতে কোয়ানটিটি আমাদের ফিলাপ হয়। অনেক সময় কাপড় ওয়েস্টেজ হয়না ফ্রেশ বের হয় । তখন ফ্রেশ ডাইং করা ফেব্রিক ১-২% ওভার হয়ে যায় । বায়ার ওভার চায়না তারা চায় সব কালারের কোয়ানটিটি অনুযায়ী ডেলিভারি নিতে ৷
প্রতিটি ফেব্রিক ইন্সপেকশন হলে ইন্সপেকশন হলে তার রিপোর্ট নেয়া লাগে । অফ সেড গুলি সাধারণত আবার কারেকশন করে দেয়া যায় । এর কন্য নতুন ফেব্রিক নস্ট হয়না নতুন করে ।
কিছু ফেব্রিক ডাইং করার পর মেশিনে নস্ট হয় সর্ট হয়ে যায় আর কিছু রিজেক্ট হয় । আর রিজেক্ট গুলি রিকোভার করা যায় না তখন তা ফিলাপ করতে আমাদের মোট কাপড় থেকে সর্ট ডাইং করতে হয় । এভাবে ২-৩ কোয়ানটিটি মিলানোর পর দেখা যায় ৪ নাম্বারটির জন্য কাপড় সর্ট । এটা যা থাকে ডাইং করে ফেলি আমরা । ৪ নাম্বারে ডিপ কালার হয় ব্লাক, মেরিন টাইপের সেড গুলি । তো যখন সর্ট কোয়ানটিটেটি মিলাতে হয় তখন আমরা আগের কালার গুলির এক্সেস, রিজেক্ট, অফ সেড সব স্ট্রিপ করি । স্ট্রিপ করা ফেব্রিক কে আমার ৪র্থ কালারের সাথে ল্যাব ম্যাচ করে ডাইং করে এর কোয়ানটিটি ফিলাপ করতে হয় ৷
কখনো ডিপ টু লাইট কালারে কনভার্ট করা হয়না । ডিপ কালার স্ট্রিপ করে তা দিয়ে লাইট কালার পসিবল না । তাই লাইট আগে করলে তা দিয়ে ইজিলি ডিপে যাওয়া যাবে । স্ট্রিপ করলে ফেব্রিকে ব্লুয়িশ আর একটা রেডিশ টোন থাকে । ধাপ্পা, পাট্টা, ক্রিজ থাকে সেগুলি দিয়ে লাইট কালার করা সম্ভব না কিংবা কিছু মিডিয়াম কালার করা যায় । ডিপ কালার হলে ফল্ট গুলি ঢেকে যায় ।
1 টি মন্তব্য:
Very good solution
একটি মন্তব্য পোস্ট করুন