ফেব্রিকের ফল্টস নিয়ে বায়ারের চেলেঞ্জ জেতার অভিজ্ঞতা - Textile Lab | Textile Learning Blog
ফেব্রিক ফল্টস - কাস্টোমার এর চেলেঞ্জ





আমাদের একজন সাপ্লায়ার ছিলেন তাদের ২ কালারের ৪০ হাজার মিটার অর্ডার ছিলো । প্রথম দিকে ফেব্রিক গুলি তাদের ভালোই ছিলো পরের দিকে ১০ হাজার৷ ফেব্রিক ডাইং এর পর ১-২ হাজার ফেব্রিকের মাঝে মিলাঞ্জ ইফেক্ট চলে আসে ।

এখন সাপ্লায়ার আমাদের দোষ দেয়া শুরু করে । আমাদের সিনিয়র স্যাররা ও তাদের তালে আমাদের উপর কাপড় চাপিয়ে দেয় ।


আমরা যখন ফেব্রিক ইনভেস্টিগেট করতে যাই তখন দেখি ফেব্রিকের তাদের সমস্যা ।

আমি আমাদের ইন্সপেকশন অপারেটর এর সাথে রোল কাটিং গুলি আলাদা করি । তাকে জিজ্ঞেস করা হয় রোলের শুরু শেষ এর দিকে কেমন দেখলা । ওর ভাষ্য মতে রোলের আগা গোড়ায় সেইম । ফল্ট হলে নির্দিষ্ট যায়গায় হতো অল্প স্পেসে হতো । আমার কাছে সুতার সমস্যা মনে হচ্ছিলো কারন সুতা গুলি মিলাঞ্জ ইফেক্ট এর মতো লাগছিল । আমি সুতা খুলে টুইস্ট ওপেন করাতে কিছুতে কালার ছিলো কিছু ফাইবারে ডাইজ পিক করেনি । আর ওয়েফট এর সুতায় সম্পুর্ন কালার ধরেছিলো ৷ আমরা তাদের বলে দেই পলিয়েস্টার ফাইবার । এবং এটাই সঠিক ছিলও ।

তাদের চাপ দেয়াতে তারা স্বিকার করে এটা লোকাল মার্কেট থেকে কিনা গ্রে ফেব্রিক তাই তারা ধরতে পারেনি আর ডাইং হয়ে গিয়েছে এটা ফেরেত দেয়া সম্ভব না ।

আমরা পলিস্টার পার্ট স্টেনটারে ডাইং করে দেই । আমাদের স্টেনটার রেসিপি ছিলো রেড ইয়োলো ডিস্পার্স ডাইজ দিয়ে লো টেম্পারেচার প্যাডিং । এবং সেই ফেব্রিক স্টেনটারে ১৯০ ডিগ্রীতে কিউরিং করা । কিউরিং করার পর ফেব্রিক ওয়াস করার পর পলিস্টার পার্ট এর সাদাটে ভাব টা অনেকটা কেটে গিয়েছিলো।


মুলত আমাদের লক্ষ ছিলো থার্মোসলের ম্যাকানিজম কাজে লাগানো । ডিসপার্স ডাইজের সাবলিমিশন প্রোপার্টি আছে । হাইটেম্পারেচরে বাষ্প হয়ে এটা পলিস্টারে লেগে যায় ।



ফেব্রিকের ফল্টস নিয়ে বায়ারের চেলেঞ্জ জেতার অভিজ্ঞতা

ফেব্রিক ফল্টস - কাস্টোমার এর চেলেঞ্জ





আমাদের একজন সাপ্লায়ার ছিলেন তাদের ২ কালারের ৪০ হাজার মিটার অর্ডার ছিলো । প্রথম দিকে ফেব্রিক গুলি তাদের ভালোই ছিলো পরের দিকে ১০ হাজার৷ ফেব্রিক ডাইং এর পর ১-২ হাজার ফেব্রিকের মাঝে মিলাঞ্জ ইফেক্ট চলে আসে ।

এখন সাপ্লায়ার আমাদের দোষ দেয়া শুরু করে । আমাদের সিনিয়র স্যাররা ও তাদের তালে আমাদের উপর কাপড় চাপিয়ে দেয় ।


আমরা যখন ফেব্রিক ইনভেস্টিগেট করতে যাই তখন দেখি ফেব্রিকের তাদের সমস্যা ।

আমি আমাদের ইন্সপেকশন অপারেটর এর সাথে রোল কাটিং গুলি আলাদা করি । তাকে জিজ্ঞেস করা হয় রোলের শুরু শেষ এর দিকে কেমন দেখলা । ওর ভাষ্য মতে রোলের আগা গোড়ায় সেইম । ফল্ট হলে নির্দিষ্ট যায়গায় হতো অল্প স্পেসে হতো । আমার কাছে সুতার সমস্যা মনে হচ্ছিলো কারন সুতা গুলি মিলাঞ্জ ইফেক্ট এর মতো লাগছিল । আমি সুতা খুলে টুইস্ট ওপেন করাতে কিছুতে কালার ছিলো কিছু ফাইবারে ডাইজ পিক করেনি । আর ওয়েফট এর সুতায় সম্পুর্ন কালার ধরেছিলো ৷ আমরা তাদের বলে দেই পলিয়েস্টার ফাইবার । এবং এটাই সঠিক ছিলও ।

তাদের চাপ দেয়াতে তারা স্বিকার করে এটা লোকাল মার্কেট থেকে কিনা গ্রে ফেব্রিক তাই তারা ধরতে পারেনি আর ডাইং হয়ে গিয়েছে এটা ফেরেত দেয়া সম্ভব না ।

আমরা পলিস্টার পার্ট স্টেনটারে ডাইং করে দেই । আমাদের স্টেনটার রেসিপি ছিলো রেড ইয়োলো ডিস্পার্স ডাইজ দিয়ে লো টেম্পারেচার প্যাডিং । এবং সেই ফেব্রিক স্টেনটারে ১৯০ ডিগ্রীতে কিউরিং করা । কিউরিং করার পর ফেব্রিক ওয়াস করার পর পলিস্টার পার্ট এর সাদাটে ভাব টা অনেকটা কেটে গিয়েছিলো।


মুলত আমাদের লক্ষ ছিলো থার্মোসলের ম্যাকানিজম কাজে লাগানো । ডিসপার্স ডাইজের সাবলিমিশন প্রোপার্টি আছে । হাইটেম্পারেচরে বাষ্প হয়ে এটা পলিস্টারে লেগে যায় ।



কোন মন্তব্য নেই: