প্রিন্ট ফেব্রিক থেকে নিকেল Nickel দুর করার উপায় - Textile Lab | Textile Learning Blog
প্রিন্ট ফেব্রিক থেকে নিকেল Nickel দুর করার জন্য কি ধরনের Wash করতে হয়? এবং কি কি Chemical use করতে হয়?



১. Heavy Sequestering agent+Ditergent সহকারে 90 থেকে 100 ডিগ্রী তাপমাত্রায় ওয়াশ করলে ভালো রেজাল্ট পাওয়া যায়, তবে এই পদ্ধতি কিছুটা লটারির মত । রিক্স থেকে যায় হতেও পারে নাও হতে পারে । তবে এর মাত্রা কমবে । নিকেল মেটাল আর সিকুইস্টারিং এজেন্ট মেটাল দুর করতে সাহায্য করে ।

২. এক্সোস্ট ডাইং মেশিনে শুধু ডিটারজেন দিয়ে 60 70-80 °C তাপমাত্রায় 30 মিনিট যথেষ্ট । একটু এসিটিক এসিড দিলে ভাল হয় ।

৩. এটা যেহেতু স্ক্রিন থেকে আসে তাই স্ক্রিন ওয়াসের সময় কোন প্রকার সিকুইস্টারিং এজেন্ট কিংবা ডিটারজেন্ট দিয়ে ওয়াস করা যাবেনা । রেগুলার ওয়াটার দিয়ে ওয়াস করতে হবে ।

৪. কন্টিনিউয়াস ওয়াস মেশিনে লিকুইড ডিটারজেন্ট দিয়ে 70 temperature দিতে হবে . 100% পজেটিভ ফল পাবেন .( 3-4 চেম্বারে এ সেটিং দিতে হবে বাকি ৪ চেম্বারে ঠান্ডা পানি দিয়ে ওয়াস করতে হবে ) ।


প্রিন্ট স্ক্রিন যা নিকেল এর তৈরী

কোন সমাধানই বাস্তবিকভাবে ফলপ্রসূ হয় নাই। আমার অভিজ্ঞতা অনুযায়ী। আর স্টর্ক নিকেল ফ্রি রোটারী স্ক্রীন তৈরি করার উদ্যোগ নিয়েছে। যা আগামী বছর বাজারে আসতে পারে । তবে বায়ারের নিকেল ফ্রি ক্রাইটেরিয়া থাকলে একটু এলার্ট থাকতে হবে ।



নিকেল কি আসুন তার সম্পর্কে জেনে নেইঃ


একটি মৌলিক পদার্থ যার পারমাণবিক সংখ্যা ২৮


নিকেল (ইংরেজি: Nickel) একটি মৌলিক পদার্থ যার প্রতীক Ni এবং পারমাণবিক সংখ্যা 28 । এর পারমাণবিক ভর 58.6934 (সাধারণ কাজে 59 ব্যবহার করা হয়)। এটি পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে, দশম গ্রুপে অবস্থিত। এটি একটি ডি-ব্লক মৌল হওয়ায় এটি অবস্থান্তর ধাতু হিসাবে পরিগণিত হয়। তাই এটি যে সকল যৌগ গঠন করে তা সাধারণত রঙিন হয়। এটি বিভিন্ন জৈব বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করে। পৃথিবীর কেন্দ্রে লোহা এবং নিকলের বিশাল ভাণ্ডার রয়েছে। নিকেল স্টেইনলেস স্টিল ও অন্যান্য ক্ষরোধকারী সংকর ধাতু তৈরি করার জন্য ব্যবহার করা হয়।

নিকেল ধাতু

সারা বিশ্বের উৎপাদিত নিকেলের প্রায় ৯% এখনও ক্ষয়-প্রতিরোধী নিকেল আবরণযুক্ত ধাতু তৈরিতে ব্যবহৃত হয়। নিকেলের আবরণযুক্ত বস্তু কখনো কখনো মানুষের এলার্জি সমস্যা তৈরি করে। মুদ্রা তৈরিতে প্রচুর পরিমাণে নিকেল ব্যবহার করা হতো। কিন্তু বর্তমানে এর ক্রমবর্ধমান দামের কারণে কমদামী ধাতু দিয়ে মুদ্রা তৈরি করা হচ্ছে।


নিকেল টেস্ট কিট

প্রিন্ট ফেব্রিক থেকে নিকেল Nickel দুর করার উপায়

প্রিন্ট ফেব্রিক থেকে নিকেল Nickel দুর করার জন্য কি ধরনের Wash করতে হয়? এবং কি কি Chemical use করতে হয়?



১. Heavy Sequestering agent+Ditergent সহকারে 90 থেকে 100 ডিগ্রী তাপমাত্রায় ওয়াশ করলে ভালো রেজাল্ট পাওয়া যায়, তবে এই পদ্ধতি কিছুটা লটারির মত । রিক্স থেকে যায় হতেও পারে নাও হতে পারে । তবে এর মাত্রা কমবে । নিকেল মেটাল আর সিকুইস্টারিং এজেন্ট মেটাল দুর করতে সাহায্য করে ।

২. এক্সোস্ট ডাইং মেশিনে শুধু ডিটারজেন দিয়ে 60 70-80 °C তাপমাত্রায় 30 মিনিট যথেষ্ট । একটু এসিটিক এসিড দিলে ভাল হয় ।

৩. এটা যেহেতু স্ক্রিন থেকে আসে তাই স্ক্রিন ওয়াসের সময় কোন প্রকার সিকুইস্টারিং এজেন্ট কিংবা ডিটারজেন্ট দিয়ে ওয়াস করা যাবেনা । রেগুলার ওয়াটার দিয়ে ওয়াস করতে হবে ।

৪. কন্টিনিউয়াস ওয়াস মেশিনে লিকুইড ডিটারজেন্ট দিয়ে 70 temperature দিতে হবে . 100% পজেটিভ ফল পাবেন .( 3-4 চেম্বারে এ সেটিং দিতে হবে বাকি ৪ চেম্বারে ঠান্ডা পানি দিয়ে ওয়াস করতে হবে ) ।


প্রিন্ট স্ক্রিন যা নিকেল এর তৈরী

কোন সমাধানই বাস্তবিকভাবে ফলপ্রসূ হয় নাই। আমার অভিজ্ঞতা অনুযায়ী। আর স্টর্ক নিকেল ফ্রি রোটারী স্ক্রীন তৈরি করার উদ্যোগ নিয়েছে। যা আগামী বছর বাজারে আসতে পারে । তবে বায়ারের নিকেল ফ্রি ক্রাইটেরিয়া থাকলে একটু এলার্ট থাকতে হবে ।



নিকেল কি আসুন তার সম্পর্কে জেনে নেইঃ


একটি মৌলিক পদার্থ যার পারমাণবিক সংখ্যা ২৮


নিকেল (ইংরেজি: Nickel) একটি মৌলিক পদার্থ যার প্রতীক Ni এবং পারমাণবিক সংখ্যা 28 । এর পারমাণবিক ভর 58.6934 (সাধারণ কাজে 59 ব্যবহার করা হয়)। এটি পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে, দশম গ্রুপে অবস্থিত। এটি একটি ডি-ব্লক মৌল হওয়ায় এটি অবস্থান্তর ধাতু হিসাবে পরিগণিত হয়। তাই এটি যে সকল যৌগ গঠন করে তা সাধারণত রঙিন হয়। এটি বিভিন্ন জৈব বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করে। পৃথিবীর কেন্দ্রে লোহা এবং নিকলের বিশাল ভাণ্ডার রয়েছে। নিকেল স্টেইনলেস স্টিল ও অন্যান্য ক্ষরোধকারী সংকর ধাতু তৈরি করার জন্য ব্যবহার করা হয়।

নিকেল ধাতু

সারা বিশ্বের উৎপাদিত নিকেলের প্রায় ৯% এখনও ক্ষয়-প্রতিরোধী নিকেল আবরণযুক্ত ধাতু তৈরিতে ব্যবহৃত হয়। নিকেলের আবরণযুক্ত বস্তু কখনো কখনো মানুষের এলার্জি সমস্যা তৈরি করে। মুদ্রা তৈরিতে প্রচুর পরিমাণে নিকেল ব্যবহার করা হতো। কিন্তু বর্তমানে এর ক্রমবর্ধমান দামের কারণে কমদামী ধাতু দিয়ে মুদ্রা তৈরি করা হচ্ছে।


নিকেল টেস্ট কিট

কোন মন্তব্য নেই: