এক সময় বাংলাদেশের Textile sector এ হাতেগুনা কয়েকটি Factory তেAll over printing (AOP) এর কাজ হতো। তখন তেমন Export এর জন্যfabric print হতো না। আমাদের Local market এর জন্যPrint হতো। ৮০ দশক হতে আমাদের দেশেGarments Industry ধাপে ধাপে Establish হবার সাথে সাথেPrinting project বাড়তে থাকে।Rollar printing বিলুপ্ত হবার পরTechnology change হয়েFlatbed machine এFabric print শুরু হয়।Flatbed এর সাথে সাথেRotary screen printing Machine দিয়েও Fabric print হতে শুরু করে। যদিওFabric print এর ক্ষেত্রে Rotary screen print ও Flatbed screen print এর মধ্যে বেশ কিছুLimitation আছে।
Textile printing বলতে আমরা Design ও Color এর সমন্বয়ে Fabric print কে বুঝি। শিল্পীর আঁকা একটাDesign কে বিভিন্ন Chemical এবং Dyes এর মিশ্রণে Color দিয়ে ফুটিয়ে তোলা এবং বিভিন্ন Machineries এবং Technology Apply করে Fixation করাই Printing। Textile printing যে Method এ করা হোক না কেনো প্রথমেDesign Develop করতে হয়। এই জন্যDesign কেPrinting এরHeart বলা হয়।Textile printing design create করার জন্য একজনDesigner বাArtist কে ধারাবাহিক ভাবে কিছুProcess সমন্ধে ভালোConcept থাকতে হবে। একজনDesigner তারArtistic idea এবং নান্দনিক সৌন্দর্যের আলোকে একটিPrinting design এরSketch ফুটিয়ে তোলে।Design এর যে কোনো অংশ সংযোজন, বর্জন ও পরিবর্তন করেSketch কে আরও নন্দনদৃষ্টি বাড়তে পারে। আবারExport design এর ক্ষেত্রে Buyer দের দেওয়া Fabric sample বা Artwork (Softcopy) Develop করে Screen preparation করতে হয়।
আমাদের দেশেTextile printing design শিখানোর জন্য নির্দিষ্ট ভাবে কোনোAcademy বাInstitute নেই। আমাদের দেশেরFine Art department বাTextile Engineering department ও Textile
printing design হাতে কলমে শিখানোর কোনো Syllabus বা Equipment নেই। শুধু মাত্র Basic ধারনা দেওয়া হয়। যার ফলে আমরা অন্যান্য দেশের তুলনায় Textile printing নিয়ে অনেক পিছিয়ে আছি। আমাদের দেশের Local design অনেকখানি পার্শ্ববর্তী দেশ ভারতের উপর নির্ভশীল।
আমাদের দেশের Textile printing design এর মান উন্নতির জন্য প্রাতিষ্ঠানিক Designer বা শিল্পী তৈরি করতে হবে।Design নিয়েResearch করতে হবে।Design কে সৃজনশীল শিল্প ভাবতে হবে। তবেইPrinting design এর মান উন্নত হবে।Textile printing design তৈরি করার জন্য একজনDesigner এর যে সব বিষয়ে স্বচ্ছ ধারনা থাকা দরকার তা হলো-
১. কোনো ডিজাইন Fabric এPrint করা সম্ভব এবং সম্ভব না সেই বিষয়ে ধারণা থাকা দরকার।
২. Rotary screen এবংFlat bed screen এরMeasurement এবংMeasurement এরCalculation জানা দরকার।
৩. ডিজাইন এর Repeat চিনতে হবে এবং একটিRepeat এ কয়টিcolor আছে তা সঠিক ভাবে চিনতে হবে।
৪. ডিজাইন, Fabric এprint হবার পরcolor এর Viscosity-Squezee preaser, Mesh selection perfect না হলে Print এ কি Problem হতে পারে সে বিষয়ে স্বচ্ছ ধারণা থাকতে হবে।
৫. Chest print এবংAll over print এর মধ্যে পার্থক্য জানতে হবে।
৬. Computer operate (Graphic software) এ দক্ষতা থাকতে হবে।
৭. Creative মানসিকতা থাকতে হবে।
৮. ডিজাইন তৈরিরprocess জানতে হবে।
৯. Screen preparation এর ধারণা থাকতে হবে।
১০. কোন Method এ কয়টিColor print করা যায় সে বিষয়ে ধারণা থাকতে হবে।
১১. কোন Method এdeaign print হবে।
১২. কোন শ্রেণীর লোকের জন্যDesign তৈরি করতে হবে।
১৩. কোন ঋতুর জন্য ডিজাইন করতে হবে।
১৪. কোন বয়সিদের জন্য ডিজাইন তৈরি হবে।
১৫. কোন ধরনেরDesign এর চাহিদা বেশি।
১৬. কোনFabric এdesign হবে ।
১৭. কি ব্যবহার এর জন্যDesign তৈরি করতে হবে।
১৮. কোন ধরনেরDesign fabric এর জন্য উপযোগী।
১৯. কোন দেশের জন্য কি ধরনেরDesign বেশি ব্যবহার হয়।
২০. কোন সম্প্রদায়ের জন্য কি ধরনেরDesign করতে হবে।
২১. Local design এবংExport design এর পার্থক্য।
২২. Color matching এর উপর স্বচ্ছ ধারণা।
২৩. Design তৈরির জন্য শৈল্পিক চিন্তা ওTechnology এর ব্যবহার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন