প্রিন্টিংয়ের হোয়াইট পেস্টে বেরিয়ামের মাএা বেশি হলে কমানোর উপায় কি? - Textile Lab | Textile Learning Blog
হোয়াইট পেস্ট এ বেরিয়াম এর মাএা বেশি হলে কমানোর উপায় কি?




H&M মেথড এ ৩০/৫০ হলেও Ovease এর মেথড এ ৩০০ প্লাস হয়,,তাদের রিকোয়েরমেন্ট ২৫০ এর নিচে,,, সাপ্লায়ার বলে হোয়াইট পেস্ট এ বেরিয়াম থাকবে, তাহলে করনীয় কি ? কিভাবে রিকভার করা যায়, অাশাকরি সবাই জানাবেন,

উত্তরঃ

প্রবলেমটা আমার কাছে একেবারে নতুন। বেরিয়াম ক্লোরাইড সাদা পাউডার তাই হয়তো টাইটানিয়াম ডাই অক্সাইডের সাথে মিশানো হয়। তবে আমার মনে হয় বেরিয়াম ছাড়াও সাদা পেস্ট হয়। আপনি অন্য সাপ্লায়ারের পেস্ট ট্রাই করতে পারেন। আমরা যেগুলি ব্যবহার করতাম সেগুলিতে কিন্তু এই সমস্যা হয় নাই। অনেকবার হেভি মেটাল টেস্ট করা হয়েছে কিন্তু বেরিয়াম পায় নাই।

আপনারা ব্রেন্ডেড আসুটেক্স হোয়াইট ERN & ERW ব্যবহার করতে পারেন । এর কোয়ালিটি ট্রাস্টেড ।


বেরিয়াম ক্লোরাইড টাইটেনিয়াম ডাই অক্সাইডের চেয়ে সস্তা । এই কারনে কস্ট সেইভিং এর জন্য টাইটেনিয়াম ডাই অক্সাইডের সাথে বেরিয়াম ক্লোরাইড ইউজ করা হয় । এই কারনে হোয়াইট পেস্ট কিনার আগে তার MSDS ম্যাটেরিয়াল সেইফটি ডাটা সিট দেখে কিনতে হবে তাতে উল্লেখ থাকে এটা কি দিয়ে তৈরী । ভালো কোয়ালিটির পেস্ট এই সমস্যা দুর করতে পারে ।



প্রিন্টিংয়ের হোয়াইট পেস্টে বেরিয়ামের মাএা বেশি হলে কমানোর উপায় কি?

হোয়াইট পেস্ট এ বেরিয়াম এর মাএা বেশি হলে কমানোর উপায় কি?




H&M মেথড এ ৩০/৫০ হলেও Ovease এর মেথড এ ৩০০ প্লাস হয়,,তাদের রিকোয়েরমেন্ট ২৫০ এর নিচে,,, সাপ্লায়ার বলে হোয়াইট পেস্ট এ বেরিয়াম থাকবে, তাহলে করনীয় কি ? কিভাবে রিকভার করা যায়, অাশাকরি সবাই জানাবেন,

উত্তরঃ

প্রবলেমটা আমার কাছে একেবারে নতুন। বেরিয়াম ক্লোরাইড সাদা পাউডার তাই হয়তো টাইটানিয়াম ডাই অক্সাইডের সাথে মিশানো হয়। তবে আমার মনে হয় বেরিয়াম ছাড়াও সাদা পেস্ট হয়। আপনি অন্য সাপ্লায়ারের পেস্ট ট্রাই করতে পারেন। আমরা যেগুলি ব্যবহার করতাম সেগুলিতে কিন্তু এই সমস্যা হয় নাই। অনেকবার হেভি মেটাল টেস্ট করা হয়েছে কিন্তু বেরিয়াম পায় নাই।

আপনারা ব্রেন্ডেড আসুটেক্স হোয়াইট ERN & ERW ব্যবহার করতে পারেন । এর কোয়ালিটি ট্রাস্টেড ।


বেরিয়াম ক্লোরাইড টাইটেনিয়াম ডাই অক্সাইডের চেয়ে সস্তা । এই কারনে কস্ট সেইভিং এর জন্য টাইটেনিয়াম ডাই অক্সাইডের সাথে বেরিয়াম ক্লোরাইড ইউজ করা হয় । এই কারনে হোয়াইট পেস্ট কিনার আগে তার MSDS ম্যাটেরিয়াল সেইফটি ডাটা সিট দেখে কিনতে হবে তাতে উল্লেখ থাকে এটা কি দিয়ে তৈরী । ভালো কোয়ালিটির পেস্ট এই সমস্যা দুর করতে পারে ।



কোন মন্তব্য নেই: