ফটোশপ সফটওয়্যার মাধ্যমে কোন Mesh এ কত ডট/হাফটোন দেওয়া লাগবে তার একটা হিসাব নিম্নে দেওয়া হল।
প্রথমত আমাদের Mesh সম্পর্কে ধারণা থাকা দরকার। Mesh Count দুইভাবে হয়ে থাকে LPI (line per inch) ও 68T= (threads per inch )
1) Mesh কাউন্ট মূলত দুই প্রকারের হয় CM এবং INCH, যেমন 16T 30T 45T 68T 77T এইগুলি সব CM কাউন্ট এবং 110 155 165 INCH কাউন্ট করা হয়।
2) ফটোশপ ডট/ হাফটোন দেওয়ার বেস্ট ফর্মুলা:-
Mesh Count / 4= Dot Size
যেমন :-
A) 165 Mesh Dot Size কত হবে?
165/4 = 41.25 তাহলে আমরা 42 LPI দিতে পারি।
B) 77T Mesh Dot Size কত হবে?
প্রথম আমরা বলেছি T হল Inch হিসাব। এর জন্য একে সেন্টিমিটার কনভার্ট করতে হবে। 77X2.54 = 195.6
এবার ফর্মুলাতে ফেলি। 195.58/4 = 48.895 তাহলে আমরা 49 LPI দিতে পারি।
3) ডটের হিসাব তো বুঝলাম এখন অঙ্গেল কত দিব?
আমার মতে 22.5 ও 45 এই দুটো অ্যাঙ্গেলই ভালো ডট দেওয়ার ক্ষেত্রে। 22.5 এই অ্যাঙ্গেলটা ইউজ করলে Repeat এ Mark আশার সম্ভাবনা আছে।
আর পরিশেষে বলব ডটের ভালো রেজাল্ট পেতে হলে অবশ্যই Screen/ Mesh টেনশন ভালো থাকতে হবে। যেমন :- 15 / 20 Newton.
এটা আমার কাজের অভিজ্ঞতা থেকে শেয়ার করলাম। আমার থেকে ভালো আরো অনেকে জানতে পারে, যারা জানেন তারা শেয়ার করুন, তাহলে আমাদের জানার পরিধি আরও বাড়বে। ধন্যবাদ সকলকে।
1 টি মন্তব্য:
মেষ কাউন্টার ডিজাইন সম্পর্কে আরো বিস্তারিত জানতে চা
একটি মন্তব্য পোস্ট করুন