প্রিন্ট পেস্টের জন্য প্রয়োজনীয় বাইন্ডার মাপার সুত্র | AOP - Textile Lab | Textile Learning Blog
Y= 8+2X

উপরের সমীকরনটি বাইন্ডার ব্যবহারের নিয়ম নির্দেশ করে। এখানে,
Y= বাইন্ডার %
X= শেড % ( X>0)

বিভিন্ন রিসার্চ থেকে পাওয়া তথ্য অনুযায়ী বাইন্ডার সর্বোচ্চ ২৫% ব্যবহার করা উচিত। এর বেশী ব্যবহার করে ওয়েট রাবিং ও অন্যান্য টেস্ট প্যারামিটার খুব একটা বেশী ইম্প্রুভ হয় না। বাইন্ডারের কার্যক্ষমতা বাড়ানোর জন্য ০.৫ থেকে ২% ফিক্সিং এজেন্ট ব্যবহার করা উচিত।





প্রিন্ট পেস্টের জন্য প্রয়োজনীয় বাইন্ডার মাপার সুত্র | AOP

Y= 8+2X

উপরের সমীকরনটি বাইন্ডার ব্যবহারের নিয়ম নির্দেশ করে। এখানে,
Y= বাইন্ডার %
X= শেড % ( X>0)

বিভিন্ন রিসার্চ থেকে পাওয়া তথ্য অনুযায়ী বাইন্ডার সর্বোচ্চ ২৫% ব্যবহার করা উচিত। এর বেশী ব্যবহার করে ওয়েট রাবিং ও অন্যান্য টেস্ট প্যারামিটার খুব একটা বেশী ইম্প্রুভ হয় না। বাইন্ডারের কার্যক্ষমতা বাড়ানোর জন্য ০.৫ থেকে ২% ফিক্সিং এজেন্ট ব্যবহার করা উচিত।





কোন মন্তব্য নেই: