সাবলিমিশন প্রিন্টিং প্রসেস | Sublimation Aop Print. - Textile Lab | Textile Learning Blog
টপিক: Sublimation Aop Print.



প্রথমে জানতে হবে Sublimation print আসলে কি?


Sublimation Print এমন একধরনের print যেখানে ডিজাইন প্রথমে স্পেশাল একধরনের পেপারে print করা হয়, এরপর Print করা পেপারে Fabric রেখে সেটা Heat press মেশিনে Heat press করলে ডিজাইন টি Fabric এ Transfer হয়ে যাবে।

এইধরনের Print এ CMYK কালার ব্যবহার করা হয়, Sublimation Print এ যে পেপার ব্যবহার করা হয় তার Width হয় 64" এবং Hight 150, 200, 500, এমনকি 1000 মিটার পর্যন্ত হয়ে থাকে।
 এই পেপারগুলো 30/35/45/65/95 GSM এর হয়ে থাকে। 

এই পেপারগুলো Print করার জন্যে উন্নতমানের বিশেষ Printer মেশিন (Mutoh Valuejet, JHF etc, সাথে বিশেষ ধরনের Rip Software) ব্যবহার করা হয়।




Then, প্রিন্ট করা পেপারগুলো Heatpress মেশিনে সেট করে Fabric এ Transfer/Print করা হয়।
 Print করার সময় 200degree centigrate Temperature এব়ং Belt Speed 1.6 এ রাখতে হয়।

 Heatpress করতে যে মেশিন (Monti Antonio) ব্যবহার করা হয় এটাও উন্নতমানের ব্যয়বহুল মেশিন। 


Sublimation Print এ সবসময় মনে রাখতে হবে যে:- 

1.এখানে যে Fabric ই ব্যবহার করেন না কেন- সেখানে  সর্বনিম্ন 65% Polyester Fabric থাকতে হবে।  
Polyester যত বেশি Print কোয়ালিটি তত ভালো।

2. পেপারে ডিজাইন Print করার সময় ডিজাইন অবশ্যই Mirror করে নিতে হবে।

3. পেপার Print করার সময় লক্ষ রাখতে হবে পেপারে যেন কোন প্রকার দাগ বা Extra কালার না আসে।।

N.B:
 1. Sublimation দিয়ে Placement Print এরও কাজ করা হয়।

2. Sequence এর উপরেও Sublimation ডিজাইন Print করা হয়।।

বর্তমান প্রেক্ষাপটে Buyer এর পছন্দের তালিকায়  Sublimation Print একটা অন্যতম জায়গা করে আছে।।


ধন্যবাদ সবাইকে।

সাবলিমিশন প্রিন্টিং প্রসেস | Sublimation Aop Print.

টপিক: Sublimation Aop Print.



প্রথমে জানতে হবে Sublimation print আসলে কি?


Sublimation Print এমন একধরনের print যেখানে ডিজাইন প্রথমে স্পেশাল একধরনের পেপারে print করা হয়, এরপর Print করা পেপারে Fabric রেখে সেটা Heat press মেশিনে Heat press করলে ডিজাইন টি Fabric এ Transfer হয়ে যাবে।

এইধরনের Print এ CMYK কালার ব্যবহার করা হয়, Sublimation Print এ যে পেপার ব্যবহার করা হয় তার Width হয় 64" এবং Hight 150, 200, 500, এমনকি 1000 মিটার পর্যন্ত হয়ে থাকে।
 এই পেপারগুলো 30/35/45/65/95 GSM এর হয়ে থাকে। 

এই পেপারগুলো Print করার জন্যে উন্নতমানের বিশেষ Printer মেশিন (Mutoh Valuejet, JHF etc, সাথে বিশেষ ধরনের Rip Software) ব্যবহার করা হয়।




Then, প্রিন্ট করা পেপারগুলো Heatpress মেশিনে সেট করে Fabric এ Transfer/Print করা হয়।
 Print করার সময় 200degree centigrate Temperature এব়ং Belt Speed 1.6 এ রাখতে হয়।

 Heatpress করতে যে মেশিন (Monti Antonio) ব্যবহার করা হয় এটাও উন্নতমানের ব্যয়বহুল মেশিন। 


Sublimation Print এ সবসময় মনে রাখতে হবে যে:- 

1.এখানে যে Fabric ই ব্যবহার করেন না কেন- সেখানে  সর্বনিম্ন 65% Polyester Fabric থাকতে হবে।  
Polyester যত বেশি Print কোয়ালিটি তত ভালো।

2. পেপারে ডিজাইন Print করার সময় ডিজাইন অবশ্যই Mirror করে নিতে হবে।

3. পেপার Print করার সময় লক্ষ রাখতে হবে পেপারে যেন কোন প্রকার দাগ বা Extra কালার না আসে।।

N.B:
 1. Sublimation দিয়ে Placement Print এরও কাজ করা হয়।

2. Sequence এর উপরেও Sublimation ডিজাইন Print করা হয়।।

বর্তমান প্রেক্ষাপটে Buyer এর পছন্দের তালিকায়  Sublimation Print একটা অন্যতম জায়গা করে আছে।।


ধন্যবাদ সবাইকে।

কোন মন্তব্য নেই: