ক্যাপ এর ফেব্রিকের ডাইং ফিনিশিং | Fabrics Dyeing - Textile Lab | Textile Learning Blog
ক্যাপ এর ফেব্রিকের ডাইং ফিনিশিংঃ


ক্যাপের ফেব্রিক ডাইং এর ফ্যাশনেবল গার্মেন্টসের ফেব্রিক এর ডাইং সেইম কিন্ত এর ফিনিশিং এর কিছু ক্রাইটেরিয়া ভিন্ন । এই ফেব্রিকস এর অর্ডার কোয়ানটিটি খুব কম হয় ।


1. ফেব্রিক রিয়েক্টিভ ডাইজ দিয়ে ডাইং করা লাগবে। এটা কন্টিনিউয়াস মেথডে বা এক্সোস্ট উভয় ম্রথডে ডাইং করা যায় । এক্সোস্টের ফাস্টনেস ভালো হয়।

2. সেডের ক্ষত্রে পিগমেন্ট টপিং করা নাই ভালো । পিগমেন্ট সানলাইটে ফেইড হয়ে যাবে। ফেব্রিক হার্ড হয়ে যায়।

3. ডাইড সিলেক্ট করতে হবে ভালো ব্রেন্ডের মিডিয়াম স্ট্রেন্থের যাতে কালার ফাস্টনেস ভালো হয় । কারন ক্যাপে মাল্টি কালারের ফেব্রিক ইউজ করা হয়, এতে যাতে কালার ব্লিড না করে । ভালো ব্রেন্ড Huntsman, Dyestar, Sun

৪. ফেব্রিক কে সিলিকন সফেনার দিয়ে ফিনিশ করে দেয়া উচিৎ । সিলিকন সফেনার দিয়ে ফিনিশ করলে এটার মাঝে হাইড্রোফোবিক নেচার হবে পানি কম ধরবে আর কালার ব্লিড করবে না । সিলিকন দিলে সুইয়িবিলিটি ভালো হয় যখন এম্ব্রয়ডারি করা হয় তখন ইয়ার্ন ব্রেক করে না বা ফেটে যায় না ।





5. ফেব্রিক ফিনিশ করার সময় ফিক্সিং এজেন্ট দিয়ে ফিনিশ করা যেতে পারে। এতে রাবিং, ক্রক ফাস্টনেস ভালো হবে।

6. ফেব্রিক অবশ্যই সানফোরাইজ করে দিতে হবে ।

7. কালার স্পট, হালকা ক্রিজ , লিস্টিং, সহ কিছু কমন ফল্টে তেমন সমস্যা নেই কারন আর আইটেম এর কাট পিস খুব ছোট তাই কাটিং হলে অনেক ফল্ট এমনি বুঝা যাবে না ।

8. ডাইং ফিনিশিং হলে ডাইরেক্ট ডেলিভারি না করে ১/২ গজ করে কেটে স্যাম্পল পাঠাতে হবে সেড এবং ফাস্টনেস এপ্রুভ করার জন্য । এই ধরনের আইটেমে বায়ার সেড নিয়ে সমস্যা করে ।

9. এই আইটেমের সুবিশাল হলো এর গার্মেন্টস ওয়াস হয়না ।








ক্যাপ এর ফেব্রিকের ডাইং ফিনিশিং | Fabrics Dyeing

ক্যাপ এর ফেব্রিকের ডাইং ফিনিশিংঃ


ক্যাপের ফেব্রিক ডাইং এর ফ্যাশনেবল গার্মেন্টসের ফেব্রিক এর ডাইং সেইম কিন্ত এর ফিনিশিং এর কিছু ক্রাইটেরিয়া ভিন্ন । এই ফেব্রিকস এর অর্ডার কোয়ানটিটি খুব কম হয় ।


1. ফেব্রিক রিয়েক্টিভ ডাইজ দিয়ে ডাইং করা লাগবে। এটা কন্টিনিউয়াস মেথডে বা এক্সোস্ট উভয় ম্রথডে ডাইং করা যায় । এক্সোস্টের ফাস্টনেস ভালো হয়।

2. সেডের ক্ষত্রে পিগমেন্ট টপিং করা নাই ভালো । পিগমেন্ট সানলাইটে ফেইড হয়ে যাবে। ফেব্রিক হার্ড হয়ে যায়।

3. ডাইড সিলেক্ট করতে হবে ভালো ব্রেন্ডের মিডিয়াম স্ট্রেন্থের যাতে কালার ফাস্টনেস ভালো হয় । কারন ক্যাপে মাল্টি কালারের ফেব্রিক ইউজ করা হয়, এতে যাতে কালার ব্লিড না করে । ভালো ব্রেন্ড Huntsman, Dyestar, Sun

৪. ফেব্রিক কে সিলিকন সফেনার দিয়ে ফিনিশ করে দেয়া উচিৎ । সিলিকন সফেনার দিয়ে ফিনিশ করলে এটার মাঝে হাইড্রোফোবিক নেচার হবে পানি কম ধরবে আর কালার ব্লিড করবে না । সিলিকন দিলে সুইয়িবিলিটি ভালো হয় যখন এম্ব্রয়ডারি করা হয় তখন ইয়ার্ন ব্রেক করে না বা ফেটে যায় না ।





5. ফেব্রিক ফিনিশ করার সময় ফিক্সিং এজেন্ট দিয়ে ফিনিশ করা যেতে পারে। এতে রাবিং, ক্রক ফাস্টনেস ভালো হবে।

6. ফেব্রিক অবশ্যই সানফোরাইজ করে দিতে হবে ।

7. কালার স্পট, হালকা ক্রিজ , লিস্টিং, সহ কিছু কমন ফল্টে তেমন সমস্যা নেই কারন আর আইটেম এর কাট পিস খুব ছোট তাই কাটিং হলে অনেক ফল্ট এমনি বুঝা যাবে না ।

8. ডাইং ফিনিশিং হলে ডাইরেক্ট ডেলিভারি না করে ১/২ গজ করে কেটে স্যাম্পল পাঠাতে হবে সেড এবং ফাস্টনেস এপ্রুভ করার জন্য । এই ধরনের আইটেমে বায়ার সেড নিয়ে সমস্যা করে ।

9. এই আইটেমের সুবিশাল হলো এর গার্মেন্টস ওয়াস হয়না ।








কোন মন্তব্য নেই: