টেক্সটাইল টেলেন্ট হান্ট 6th session গ্রান্ড ফাইনালে - Textile Lab | Textile Learning Blog
গতকাল ঢাকার উত্তরা ক্লাবে টেক্সটাইল টেলেন্ট হান্ট ২০১৭-১৮ সেশনের (6th session) গ্রান্ড ফাইনাল উৎযাপিত হয়। 

টেক্সটাইল টেলেন্ট হান্ট মূলত টেক্সটাইল টুডে কর্তৃক আয়োজিত একটি প্রতিযোগীতা যেখানে টেক্সটাইলের কিছু লিভিং লিডার খুঁজে বের করা হয়। 

এই 6th session এ রাশেদুল ইসলাম চ্যম্পিয়ন হয় যিনি একটি হাল্কা এবং সহজে বহনযোগ্য লাইফ জ্যাকেট তৈরী করেন যেটিতে লোকেশন ট্রেকিং এর ব্যবস্থা আছে। 

১ম রানার্সআপ হয়েছে ফাইজা ফাহমি যিনি।আলুর স্টার্চ দিয়ে সুলভ মুল্যে সাইজিং করা আবিষ্কার করেছেন এছাড়াও ২য় রানার্সআপ নিপা খাইর তেরী করেছেন এনার্জি হারভেস্টিং সিস্টেম যা শরীরের নড়াচড়ায় ফাইজো ইলেক্টিক পিভিডিএফ এর মাধ্যমে এনার্জি স্টোর করতে পারে।

এই ফাইনালে চ্যম্পিয়ন, ১ম রানার্সআপ ও ২য় রানার্সআপ কে যথাক্রমে ৭০০০০, ৪০০০০ ও ২৫০০০ টাকা পুরষ্কার দেয়া হয়। 

এছাড়াও টেলেন্ট হান্ট 6th session এর সেরা ১২ জনকে সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন টেক্সটাইল টুডের সিইও তারেক আমিন।





এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএম মাহবুবুল আলম ( এক্সিকিউটিভ ডিরেক,মাস্কো গ্রুপ), আব্দুস সোবহান ( ম্যনেজিং ডিরেক্টর, অউকো টেক্স গ্রুপ), এমডি হাসিব উদ্দিন ( চেয়ারম্যান, এপিএস গ্রুপ), আমানুর রহমান ( ডিরেক্টর, ডাইসিন গ্রুপ), আব্দুল্লাহ হিল রাকিব ( ম্যনেজিং ডিরেক্টর, টিম গ্রুপ) , এ এস এম হাবিবুর রহমান নিক্সন ( চিফ অপারেটিং অফিসার, সুইস কালার) , প্রফেসর সৈয়দ ফকরুল হাসান ( চেয়ারম্যান, সাউথইস্ট ইউনিভার্সিটি টেক্সটাইল ডিপার্টমেন্ট), প্রফেসর এম ডি আবুল কাশেম ( ভাইস চ্যন্সেলর, বুটেক্স), প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান ( ভাইস চ্যন্সেলর, বিউএফটি)।
অনুষ্ঠানের শুরুতে সেরা ৫ প্রতিযোগীরা তাদের প্রেসেন্টেশন উপস্থাপন করেন যেখানে একটি বিচারক প্যনেল ছিলো মার্কিং দেয়ার জন্য।


ফাইনাল রেসাল্ট টি মূলত এই পুরো সিজন জুড়ে যা যা ধাপ পাড় হয়ে এসেছে সেগুলার মার্কিং এবং রিসার্চের উপর ফাইনাল প্রেসেন্টেশনের মার্কিং এর সম্মিলিত নাম্বারে তৈরী। 

এই টেক্সটাইল টেলেন্ট হান্ট নতুন নতুন তরুণ টেক্সটাইল লিডার তৈরী করে দিচ্ছে এবং টেক্সটাইল নিয়ে গবেষণার দ্বার উন্মোচিত করে দিচ্ছে যা সামনের দিন গুলোতে আমাদের টেক্সটাইল সেক্টরে সুফল বয়ে নিয়ে আসবে।






ব্লগারঃ ওয়েজ আহমাদ রিপন 
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বেগমগঞ্জ নোয়াখালী

টেক্সটাইল টেলেন্ট হান্ট 6th session গ্রান্ড ফাইনালে

গতকাল ঢাকার উত্তরা ক্লাবে টেক্সটাইল টেলেন্ট হান্ট ২০১৭-১৮ সেশনের (6th session) গ্রান্ড ফাইনাল উৎযাপিত হয়। 

টেক্সটাইল টেলেন্ট হান্ট মূলত টেক্সটাইল টুডে কর্তৃক আয়োজিত একটি প্রতিযোগীতা যেখানে টেক্সটাইলের কিছু লিভিং লিডার খুঁজে বের করা হয়। 

এই 6th session এ রাশেদুল ইসলাম চ্যম্পিয়ন হয় যিনি একটি হাল্কা এবং সহজে বহনযোগ্য লাইফ জ্যাকেট তৈরী করেন যেটিতে লোকেশন ট্রেকিং এর ব্যবস্থা আছে। 

১ম রানার্সআপ হয়েছে ফাইজা ফাহমি যিনি।আলুর স্টার্চ দিয়ে সুলভ মুল্যে সাইজিং করা আবিষ্কার করেছেন এছাড়াও ২য় রানার্সআপ নিপা খাইর তেরী করেছেন এনার্জি হারভেস্টিং সিস্টেম যা শরীরের নড়াচড়ায় ফাইজো ইলেক্টিক পিভিডিএফ এর মাধ্যমে এনার্জি স্টোর করতে পারে।

এই ফাইনালে চ্যম্পিয়ন, ১ম রানার্সআপ ও ২য় রানার্সআপ কে যথাক্রমে ৭০০০০, ৪০০০০ ও ২৫০০০ টাকা পুরষ্কার দেয়া হয়। 

এছাড়াও টেলেন্ট হান্ট 6th session এর সেরা ১২ জনকে সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন টেক্সটাইল টুডের সিইও তারেক আমিন।





এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএম মাহবুবুল আলম ( এক্সিকিউটিভ ডিরেক,মাস্কো গ্রুপ), আব্দুস সোবহান ( ম্যনেজিং ডিরেক্টর, অউকো টেক্স গ্রুপ), এমডি হাসিব উদ্দিন ( চেয়ারম্যান, এপিএস গ্রুপ), আমানুর রহমান ( ডিরেক্টর, ডাইসিন গ্রুপ), আব্দুল্লাহ হিল রাকিব ( ম্যনেজিং ডিরেক্টর, টিম গ্রুপ) , এ এস এম হাবিবুর রহমান নিক্সন ( চিফ অপারেটিং অফিসার, সুইস কালার) , প্রফেসর সৈয়দ ফকরুল হাসান ( চেয়ারম্যান, সাউথইস্ট ইউনিভার্সিটি টেক্সটাইল ডিপার্টমেন্ট), প্রফেসর এম ডি আবুল কাশেম ( ভাইস চ্যন্সেলর, বুটেক্স), প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান ( ভাইস চ্যন্সেলর, বিউএফটি)।
অনুষ্ঠানের শুরুতে সেরা ৫ প্রতিযোগীরা তাদের প্রেসেন্টেশন উপস্থাপন করেন যেখানে একটি বিচারক প্যনেল ছিলো মার্কিং দেয়ার জন্য।


ফাইনাল রেসাল্ট টি মূলত এই পুরো সিজন জুড়ে যা যা ধাপ পাড় হয়ে এসেছে সেগুলার মার্কিং এবং রিসার্চের উপর ফাইনাল প্রেসেন্টেশনের মার্কিং এর সম্মিলিত নাম্বারে তৈরী। 

এই টেক্সটাইল টেলেন্ট হান্ট নতুন নতুন তরুণ টেক্সটাইল লিডার তৈরী করে দিচ্ছে এবং টেক্সটাইল নিয়ে গবেষণার দ্বার উন্মোচিত করে দিচ্ছে যা সামনের দিন গুলোতে আমাদের টেক্সটাইল সেক্টরে সুফল বয়ে নিয়ে আসবে।






ব্লগারঃ ওয়েজ আহমাদ রিপন 
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বেগমগঞ্জ নোয়াখালী

কোন মন্তব্য নেই: