বুটেক্স ভর্তি পরীক্ষার গাইডলাইন ২০১৯-২০২০ | BUTex Admission Test 2019-2020 - Textile Lab | Textile Learning Blog
বুটেক্স ভর্তি পরীক্ষা

সেশন: ২০১৯-২০২০
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির মিটিং এর মাধ্যমে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে:

আবেদনের যোগ্যতা: 

উচ্চমাধ্যমিক পরীক্ষায় যারা ২০১৯ সালে কৃতকার্য হয়েছে তাদের মধ্যে যাদের পদার্থ, রসায়ন, ম্যাথ এবং ইংলিশে টোটাল ২০ পয়েন্টের ভিতরে ১৮ পয়েনট থাকবে এবং কোনো সাবজেক্ট ৪.০০ এর নিচে থাকবে না সেসব ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় নুন্যতম ৪.৫ থাকতে হবে ৫:০০ এর ভিতরে।

পরীক্ষার সম্ভাব্য তারিখ: 

নভেম্বরের ১ অথবা ৮ অথবা ১৫ তারিখ।


সিলেকশন:

সর্বোচ্চ ১০,০০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে।। আবেদনকারী ১০,০০০ এর অধিক হলে উচ্চমাধ্যমিক পরীক্ষা এর রেজাল্টের ভিত্তিতে অগ্রাধিকার সূচক ভাবে প্রথম ১০,০০০ জনকে সুযোগ দেওয়া হবে।

প্রথমে ২০০ টাকা দিয়ে আবেদন করবে এরপর যদি তারা প্রথম ১০০০০ এর ভিতরে থাকে তাহলে আরো ৮০০ টাকা দিয়ে এডমিট কার্ড নিতে হবে।।

পরীক্ষার বিষয় ও নাম্বার:

লিখিত পদ্ধতিতে পরীক্ষা হবে।
পদার্থ -৬০
রসায়ন-৬০
ম্যাথ-৬০
ইংলিশ-২০

মাধ্যমিক গুন ৮ এবং উচ্চমাধ্যমিক গুন ১২ এভাবে ১০০ নাম্বার।

সর্বমোট ৩০০ নাম্বার। ভর্তি পরীক্ষায় ৪০% এর নিচে মার্ক পেলে  ফলাফল প্রকাশিত হবে না। সর্বমোট ৩০০০ জনের নাম ভর্তি পরীক্ষায় প্রকাশ করা হবে।

বি: দ্র:
১.এবার কোনো A এবং B ইউনিট নামে আলাদা ইউনিট থাকবে না।
২. ইংরেজি ভার্সন এ এক্সাম দিতে চাইলে অ্যাডমিট নেবার সময় পরীক্ষার মাধ্যম ইংরেজি ভার্সন উল্লেখ করতে হবে।

৩. ১০ টি বিভাগে সর্বমোট ৬০০ টি আসন আছে।
আরো বিস্তারিত ভর্তি পরীক্ষার সার্কুলার দিলে জানানো হবে

বুটেক্স ভর্তি পরীক্ষার গাইডলাইন ২০১৯-২০২০ | BUTex Admission Test 2019-2020

বুটেক্স ভর্তি পরীক্ষা

সেশন: ২০১৯-২০২০
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির মিটিং এর মাধ্যমে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে:

আবেদনের যোগ্যতা: 

উচ্চমাধ্যমিক পরীক্ষায় যারা ২০১৯ সালে কৃতকার্য হয়েছে তাদের মধ্যে যাদের পদার্থ, রসায়ন, ম্যাথ এবং ইংলিশে টোটাল ২০ পয়েন্টের ভিতরে ১৮ পয়েনট থাকবে এবং কোনো সাবজেক্ট ৪.০০ এর নিচে থাকবে না সেসব ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় নুন্যতম ৪.৫ থাকতে হবে ৫:০০ এর ভিতরে।

পরীক্ষার সম্ভাব্য তারিখ: 

নভেম্বরের ১ অথবা ৮ অথবা ১৫ তারিখ।


সিলেকশন:

সর্বোচ্চ ১০,০০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে।। আবেদনকারী ১০,০০০ এর অধিক হলে উচ্চমাধ্যমিক পরীক্ষা এর রেজাল্টের ভিত্তিতে অগ্রাধিকার সূচক ভাবে প্রথম ১০,০০০ জনকে সুযোগ দেওয়া হবে।

প্রথমে ২০০ টাকা দিয়ে আবেদন করবে এরপর যদি তারা প্রথম ১০০০০ এর ভিতরে থাকে তাহলে আরো ৮০০ টাকা দিয়ে এডমিট কার্ড নিতে হবে।।

পরীক্ষার বিষয় ও নাম্বার:

লিখিত পদ্ধতিতে পরীক্ষা হবে।
পদার্থ -৬০
রসায়ন-৬০
ম্যাথ-৬০
ইংলিশ-২০

মাধ্যমিক গুন ৮ এবং উচ্চমাধ্যমিক গুন ১২ এভাবে ১০০ নাম্বার।

সর্বমোট ৩০০ নাম্বার। ভর্তি পরীক্ষায় ৪০% এর নিচে মার্ক পেলে  ফলাফল প্রকাশিত হবে না। সর্বমোট ৩০০০ জনের নাম ভর্তি পরীক্ষায় প্রকাশ করা হবে।

বি: দ্র:
১.এবার কোনো A এবং B ইউনিট নামে আলাদা ইউনিট থাকবে না।
২. ইংরেজি ভার্সন এ এক্সাম দিতে চাইলে অ্যাডমিট নেবার সময় পরীক্ষার মাধ্যম ইংরেজি ভার্সন উল্লেখ করতে হবে।

৩. ১০ টি বিভাগে সর্বমোট ৬০০ টি আসন আছে।
আরো বিস্তারিত ভর্তি পরীক্ষার সার্কুলার দিলে জানানো হবে

২টি মন্তব্য:

নামহীন বলেছেন...

Any how my butex chanceneed

Unknown বলেছেন...

Can I apply
after completing SSC???