পেশাগত অভিজ্ঞতা - চায়না Vs বাংলাদেশের গার্মেন্টস প্রডাকশন - Textile Lab | Textile Learning Blog
পেশাগত অভিজ্ঞতা —

আমার এক চায়নিজ বায়ার নতুন বাংলাদেশে এসেছে, তার সাথে কিছু অর্ডার নিয়ে আলোচনা চলছে ।
সে বলছে, আমার দেশে একজন worker কে ১০০০ ডলার বেতন দিতে হয় তাই তোমরা দেশে এসেছি । তোমার দেশে বেতন কত ?বল্লাম গড়ে ১৫০ ডলার ।



উওর দিল বাহ্ তাহলে তোমাকে অনেক অর্ডার দিব, করতে পারবে ? বল্লাম কেন নয় , যত পার order দাও করে দেব।

একটা Trouser দিয়ে বল্ল CM (কাটিং/ মেকিং) কত ? 

ভাল quantities দেখে বল্লাম ২ ডলার । 

অবাক হয়ে বল্ল কেন ?

আমার দেশে CM ৪ ডলার আর তোমার দেশের বেতন আমাদের দেশের থেকে ৮৫% কম  তাহলে এত CM কেন? তোমার CM হবে $৪ -৮৫%= $০.৬০/পিস !!!!

বল্লাম আমাদের কিছু হিডেন কস্ট আছে তাই। জানতে চাইল হিডেন কস্ট গুলি কি ? আমি বলতে গিয়ে চেপে গেলাম, চুপ করে রইলাম । সে কাঁধে হাত দিয়ে বল্ল, আমরা চাইনিজ, বাজার নিয়ে গবেষনা করেই এসেছি। তোমরা এভাবে এ্যপারেল সেক্টর আর বেশী দিন চালাতে পারবে না । 

কারন - 

1. ব্যাংক ইন্টারেস্ট ১৪%, আমাদের ৪%, তোমার আগে ব্যাংক পয়সা বানাবে।

2. ওয়েস্টেজ ৫%, আমাদের ১% আর দামী item এ pc to pc no wastage

3. ইফিসিয়েস্সি ৪০% নিচে, আমাদের ৭৫% 

4. যে pant line এ আমাদের ৩০ জন কাজ করে সেখানে তোমাদের লাগে ৫০ জন

5. ট্রান্সপোর্ট কস্ট অনেক বেশী

6. কাস্টমস , VAT , Yearly Audit, ITC , ERC,UD সব জাগায় আন্ডার টেবিল মানি আর খরচও অনেক বেশী

7. ইউটিলিটি কস্ট বেশী

8. ইম্পোর্ট আর এক্সপোর্ট্র delay

9. Port congestion । ১২ দিনে জাহাজ আসে আর ১২ দিনে release হয় !

10. আমরা province অনুযায়ী ১০% থেকে ১৪% export invoice  এর উপর incentive পাই তোমরা কত পাও ? বল্লাম এই বছর ১% পাইব বলে আশায় আছি !

এই সব hidden cost আর extra খরচ তুমি CM এ add করলেই , আমি কেন দেব? আসলেই আমার কোন উত্তর নাই ।

বল্ল, এত ঝামেলা নিয়ে তোমরা কিভাবে ব্যবসা করছ সেটাই অবাক করার মত। ৩০ বছর এ্যপারেল ব্যবসা করে এখনো   ঢাকা - চিটাগাং ১২ ঘন্টা লাগে ।

এ্যপারেল ব্যবসা থেকে যত টাকা এ পর্যন্ত Tax আর VAT  দিয়েছ তা দিয়ে ঢাকা -চিটাগাং বিমানের রান ওয়ে করা সম্ভব ছিল।

আর ৩০ বছর ব্যবসা করে এখনো basic item সার্ট, টি সার্ট আর পেন্টই বানাচ্ছো আর আমরা ৩০ বছরে হাজার রকম আইটেম বানাই তাও আবার ভুমিহীন কৃষকের মত সরকারী জমিতে ফ্যক্টরি করে কারন আমাদের নিজের কোন জমি নেই ।

দুই কাপ গরম কফিতে ব্যবসার কফিনে পেরেক ঠুকে চলে গেল আর আমি চেয়ে রইলাম নতুন কোন buyer এর খোঁজে ...

(Collected)
[ যার লেখা নক করবেন কার্টেসির জন্য ]

পেশাগত অভিজ্ঞতা - চায়না Vs বাংলাদেশের গার্মেন্টস প্রডাকশন

পেশাগত অভিজ্ঞতা —

আমার এক চায়নিজ বায়ার নতুন বাংলাদেশে এসেছে, তার সাথে কিছু অর্ডার নিয়ে আলোচনা চলছে ।
সে বলছে, আমার দেশে একজন worker কে ১০০০ ডলার বেতন দিতে হয় তাই তোমরা দেশে এসেছি । তোমার দেশে বেতন কত ?বল্লাম গড়ে ১৫০ ডলার ।



উওর দিল বাহ্ তাহলে তোমাকে অনেক অর্ডার দিব, করতে পারবে ? বল্লাম কেন নয় , যত পার order দাও করে দেব।

একটা Trouser দিয়ে বল্ল CM (কাটিং/ মেকিং) কত ? 

ভাল quantities দেখে বল্লাম ২ ডলার । 

অবাক হয়ে বল্ল কেন ?

আমার দেশে CM ৪ ডলার আর তোমার দেশের বেতন আমাদের দেশের থেকে ৮৫% কম  তাহলে এত CM কেন? তোমার CM হবে $৪ -৮৫%= $০.৬০/পিস !!!!

বল্লাম আমাদের কিছু হিডেন কস্ট আছে তাই। জানতে চাইল হিডেন কস্ট গুলি কি ? আমি বলতে গিয়ে চেপে গেলাম, চুপ করে রইলাম । সে কাঁধে হাত দিয়ে বল্ল, আমরা চাইনিজ, বাজার নিয়ে গবেষনা করেই এসেছি। তোমরা এভাবে এ্যপারেল সেক্টর আর বেশী দিন চালাতে পারবে না । 

কারন - 

1. ব্যাংক ইন্টারেস্ট ১৪%, আমাদের ৪%, তোমার আগে ব্যাংক পয়সা বানাবে।

2. ওয়েস্টেজ ৫%, আমাদের ১% আর দামী item এ pc to pc no wastage

3. ইফিসিয়েস্সি ৪০% নিচে, আমাদের ৭৫% 

4. যে pant line এ আমাদের ৩০ জন কাজ করে সেখানে তোমাদের লাগে ৫০ জন

5. ট্রান্সপোর্ট কস্ট অনেক বেশী

6. কাস্টমস , VAT , Yearly Audit, ITC , ERC,UD সব জাগায় আন্ডার টেবিল মানি আর খরচও অনেক বেশী

7. ইউটিলিটি কস্ট বেশী

8. ইম্পোর্ট আর এক্সপোর্ট্র delay

9. Port congestion । ১২ দিনে জাহাজ আসে আর ১২ দিনে release হয় !

10. আমরা province অনুযায়ী ১০% থেকে ১৪% export invoice  এর উপর incentive পাই তোমরা কত পাও ? বল্লাম এই বছর ১% পাইব বলে আশায় আছি !

এই সব hidden cost আর extra খরচ তুমি CM এ add করলেই , আমি কেন দেব? আসলেই আমার কোন উত্তর নাই ।

বল্ল, এত ঝামেলা নিয়ে তোমরা কিভাবে ব্যবসা করছ সেটাই অবাক করার মত। ৩০ বছর এ্যপারেল ব্যবসা করে এখনো   ঢাকা - চিটাগাং ১২ ঘন্টা লাগে ।

এ্যপারেল ব্যবসা থেকে যত টাকা এ পর্যন্ত Tax আর VAT  দিয়েছ তা দিয়ে ঢাকা -চিটাগাং বিমানের রান ওয়ে করা সম্ভব ছিল।

আর ৩০ বছর ব্যবসা করে এখনো basic item সার্ট, টি সার্ট আর পেন্টই বানাচ্ছো আর আমরা ৩০ বছরে হাজার রকম আইটেম বানাই তাও আবার ভুমিহীন কৃষকের মত সরকারী জমিতে ফ্যক্টরি করে কারন আমাদের নিজের কোন জমি নেই ।

দুই কাপ গরম কফিতে ব্যবসার কফিনে পেরেক ঠুকে চলে গেল আর আমি চেয়ে রইলাম নতুন কোন buyer এর খোঁজে ...

(Collected)
[ যার লেখা নক করবেন কার্টেসির জন্য ]

কোন মন্তব্য নেই: