Textile M.Sc. নাকি Textile MBA ? কোনটা করা উচিৎ - Textile Lab | Textile Learning Blog
M.Sc. না MBA? কনফিউশন দূর করেছেন সিহাদ চৌধুরী ভাই!

ভাইয়া MBA করব না M.Sc. করব ? এগুলি কি job life কাজে আসবে?
"সত্যিই বলতে কি!

B.Sc. এর মত master's এর study আপনি directly professional life এ link করতে পারবেন না । হোক M.Sc. হোক MBA;

Master's soft skills develop করা হয় আর B.Sc. তে operation বা process শেখানো হয়। আপনি যত উপরে উঠবেন তত soft skill developed করতে হবে। আপনার job responsibility ঠিক করে দিবে আপনার কি করতে হবে আর কি ধরনের softskill দরকার।

এখন প্রশ্ন কোনটা করবো? MBA না M.Sc. ?

It really depends on your circumstances. আমি এখানে global context এ চিন্তা না করে - মোটাদাগে আমার মোটা ব্যাপারটা বলছি । এবং অবশ্যই শুধুমাত্র textile sector/ PAU / BUTex এর কথা বিবেচনা করে বলছি -

Textile M.Sc.

1. chance পাওয়া সামান্য কঠিন- সীমিত আসন ।(পুরো syllabus এর ছোট প্রশ্নগুলি cover করলেই হবে )।

2. M.Sc. ভাল করতে B.Sc. লেবেলর knowledge strong and clear রাখতে হবে ।

3. pass করা আসলেই কঠিন এবং continuous efforts লাগে । ( pass এর ফল খুবই মিষ্টি - একটু খাটলেই PhD এর funding পাওয়া যায়। )

4. M.Sc. করা যে কাউকে textile sector এ সম্মানের চোখে দেখেন।

5. এখন foreign organization গুলি M.Sc. Degree চাওয়া শুরু করছে - কিন্তু M.Sc. করা লোকজন হাতে গোনা।

6.  M.Sc. করা যে কারোরই academic background strong ধরা হয়। ( আপনি priority পাবেন নিশ্চিত ।)

Textile MBA

1.  পড়াশোনা করলে chance পাবেন । ( একবারে পড়াশোনা ছাড়াই হবে ভাবলে ভুল করবেন )

2. MBA তে ভাল করতে আপনার analytical power ভাল থাকতে হবে।

3.  pass করতে আপনাকে regular হতে হবে । ( ব্যাপারটা এত সোজা না - class, assignment আর exam লেগেই থাকবে। )

4.  MBA ডিগ্রি আপনার job sector কে অনেক expand করবে।

5.  আপনি যদি job track change করতে চান তবে MBA আপনাকে অনেক help করবে।

6.  দুই বছর কষ্ট করলেই MBA করে ফেলতে পারেন - সামনে যেহেতু master's লাগবেই; বসে থাকাটা বোকামি।

BUTex এর একটা label লাগানো বুদ্ধিমানের কাজ হবে ( আর সত্যিই যদি career বানাতে চান
তবে IBA (DU); আর টাকা পয়সা ব্যাপার না হলে NSU তে MBA করেন )"


সিহাদ চৌধুরী
PAU 113- BUTex M.Sc. 06th batch

Textile M.Sc. নাকি Textile MBA ? কোনটা করা উচিৎ

M.Sc. না MBA? কনফিউশন দূর করেছেন সিহাদ চৌধুরী ভাই!

ভাইয়া MBA করব না M.Sc. করব ? এগুলি কি job life কাজে আসবে?
"সত্যিই বলতে কি!

B.Sc. এর মত master's এর study আপনি directly professional life এ link করতে পারবেন না । হোক M.Sc. হোক MBA;

Master's soft skills develop করা হয় আর B.Sc. তে operation বা process শেখানো হয়। আপনি যত উপরে উঠবেন তত soft skill developed করতে হবে। আপনার job responsibility ঠিক করে দিবে আপনার কি করতে হবে আর কি ধরনের softskill দরকার।

এখন প্রশ্ন কোনটা করবো? MBA না M.Sc. ?

It really depends on your circumstances. আমি এখানে global context এ চিন্তা না করে - মোটাদাগে আমার মোটা ব্যাপারটা বলছি । এবং অবশ্যই শুধুমাত্র textile sector/ PAU / BUTex এর কথা বিবেচনা করে বলছি -

Textile M.Sc.

1. chance পাওয়া সামান্য কঠিন- সীমিত আসন ।(পুরো syllabus এর ছোট প্রশ্নগুলি cover করলেই হবে )।

2. M.Sc. ভাল করতে B.Sc. লেবেলর knowledge strong and clear রাখতে হবে ।

3. pass করা আসলেই কঠিন এবং continuous efforts লাগে । ( pass এর ফল খুবই মিষ্টি - একটু খাটলেই PhD এর funding পাওয়া যায়। )

4. M.Sc. করা যে কাউকে textile sector এ সম্মানের চোখে দেখেন।

5. এখন foreign organization গুলি M.Sc. Degree চাওয়া শুরু করছে - কিন্তু M.Sc. করা লোকজন হাতে গোনা।

6.  M.Sc. করা যে কারোরই academic background strong ধরা হয়। ( আপনি priority পাবেন নিশ্চিত ।)

Textile MBA

1.  পড়াশোনা করলে chance পাবেন । ( একবারে পড়াশোনা ছাড়াই হবে ভাবলে ভুল করবেন )

2. MBA তে ভাল করতে আপনার analytical power ভাল থাকতে হবে।

3.  pass করতে আপনাকে regular হতে হবে । ( ব্যাপারটা এত সোজা না - class, assignment আর exam লেগেই থাকবে। )

4.  MBA ডিগ্রি আপনার job sector কে অনেক expand করবে।

5.  আপনি যদি job track change করতে চান তবে MBA আপনাকে অনেক help করবে।

6.  দুই বছর কষ্ট করলেই MBA করে ফেলতে পারেন - সামনে যেহেতু master's লাগবেই; বসে থাকাটা বোকামি।

BUTex এর একটা label লাগানো বুদ্ধিমানের কাজ হবে ( আর সত্যিই যদি career বানাতে চান
তবে IBA (DU); আর টাকা পয়সা ব্যাপার না হলে NSU তে MBA করেন )"


সিহাদ চৌধুরী
PAU 113- BUTex M.Sc. 06th batch

কোন মন্তব্য নেই: