MBA in Textile - BUTex এর এডমিশন টেস্টের গাইডলাইন - Textile Lab | Textile Learning Blog
বুটেক্স এমবিএর বিস্তারিত সাজেশন দিয়েছেন আহসান হাবীব ভাই।



বুটেক্স এমবিএর বিস্তারিত সাজেশনঃ 

(আমার সময়ে আমি যেভাবে পড়েছিলাম তাই তুলে ধরতেছি-2016 অনুসারে)

মার্কস ডিস্ট্রিবিউশনঃ
English (20 marks) + Math (30 marks) + All Textile Part (50 marks) = Total 100 marks
(Individually Pass করতে হয়না। সব মিলিয়ে 40 marks পাইলেই Pass)

ইংলিশ + ম্যাথ সাজেশন 

আমাদের সময়ে আমি English আর Math Part এর জন্য Saifurs (IBA) MBA Admission Guide বইটা ফলো করেছিলাম। এই বইটা এখন Saifurs থেকে আর তৈরি করেনা, তবে নীলক্ষেতে এখনো পুরানো বইটা কিনতে পাওয়া যায় 80-90 টাকায়। এই বইটা থেকে ভালো ধারনা পাওয়া যায় যে কোন এমবিএর English আর Math Part এর।।

ইংলিশ সাজেশন 

- আমি উপরে উল্লেখিত বইটার প্রথমে কিছু ভোকাবুলারি গুলো পড়েছিলাম যেগুলো Antonym/ Synonym/ Analogy এ ভালো কাজ দিয়েছিলো।

- আর 34 টার মত Right Forms of Verbs এর নিয়ম আছে বইটাতে যা এক্সামে ওই বিষয়ে কাজে লেগেছিল।(আমি উল্লেখিত বইটার ভোকাবুলারি & Right Forms of Verbs এর পার্টটা এখানে attach করে দিয়েছি)

- কি কি এসেছিলো 2016 সালে আমাদের সময়ে English পার্টে;

• Antonym, Synonym (Benevolent এর Antonym আসছিলো, Condone এর Synonym আসছিলো)।

• দুইটা Translation আসছিলো (একটা বাংলা থেকে ইংরেজি করতে হবে, আরেকটা ইংরেজি থেকে বাংলা করতে হবে। একটা ইংরেজি বাক্য দেয়া ছিলো যার বাংলা Translation এরকম হবে- “একমাত্র শিল্পকারখানার আধুনিকীকরণই বাংলাদেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে পারে)।

• Preposition আসছিলো। (আমি যেগুলো পড়ছিলাম তার ছবি তুলে এখানে attach করে দিয়েছি)।

• Fill in the gap আসছিলো।



ম্যাথ পার্টঃ

- আমি শুধু উপরে উল্লেখিত বইটার Math পার্টটা দেখে গিয়েছিলাম।

- আমাদের সময়ে Calculator ব্যাবহার করার নিয়ম থাকলেও আমাদের রুমে যে স্যার গার্ড দিয়েছিলেন তিনি আমাদের Calculator ব্যাবহার করতে দেননি (যদিও পাশের রুমে যে স্যার গার্ড ছিলেন তিনি আবার তাদের রুমে Calculator ব্যাবহার করতে দিয়েছিলেন)। আমি Math করার সময় টেবিলে রাফ করে করে 50% Math করেছিলাম। সত্যি কথা বলতে কি, Calculator ছাড়া আমার Math পার্টটা আসলেই ভালো হয়েছিলোনা।

• তবে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন- আমাদের সময়ে কিছু ছেলে এই পার্ট এর উত্তরই করেনাই। তারাও চাঞ্ছ পেয়েছিলো (কেননা এখানেতো individual pass করতে হয়না)। পরিক্ষাকেন্দ্রে হাতে সময় কম থাকলে আপনি এই পার্টটা বাদ দিয়ে উত্তর করেও চাঞ্ছ পেতে পারেন। তাই নো চিন্তা।

- তবে গতবারে 2017 সালে নাকি H.Sc Math থেকে প্রশ্ন আসছিলো, তাই আপনারা সে অনুযায়ী প্রিপারেশন নিতে পারেন।



অল টেক্সটাইল পার্ট  সাজেশন 

- আমাদের সময়ে এই পার্টের প্রথম প্রশ্ন ছিলো “একমাত্র ন্যাচারাল ফিলামেন্ট কোনটি?”

- তবে পরের প্রশ্ন গুলো একটু ডিপলি ছিলো। আমরা সবাই Stitch Class এর নামগুলো পড়ে যাই- কিন্তু এক্সামে আসছিলো একটা Stitch Class এর চিত্র আঁক (কোনটা আসছিলো মনে নাই কিন্তু ওইটা সবচেয়ে কঠিন ছিলো)। সে জন্য যাই পড়বেন সেটা একটু ডিপলি দেখবেন তাহলে আটকাবেন না।

- CAD থেকে প্রশ্ন আসছিলো।

- Winding কি সেটা আসেনি, আসছিলো Precision Winding কি? যদিও একটু ডিপলি পড়ার জন্য আগেই বললাম।

- Count থেকে একটা প্রশ্ন আসছিলো। Count Conversion আসছিলো। (হাতে Calculator ছিলোনা, তাই সবটা করার পর উত্তরের ওখানে ডট ডট লিখে দিছিলাম- খাতা দেখতে গিয়ে স্যার কি মনে করছে আল্লাহই জানে)।

- সাইয়িদ স্যারের কালো বইটা পড়েছিলাম, এই বইয়ের মত আরেকটা বই পড়েছিলাম যেটার ছবি attach করে দিয়েছি "Textile and Apparel Merchandising Interview Knowledge by Engineer Moshiur Rahman" । তবে সাইয়িদ স্যারের কালো বইয়ের চেয়েও যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার চার বছরের শিটগুলো + ক্লাসের খাতা। তবে যাদের কাছে চার বছরের শিটগুলো নেই তাদের জন্য সাইয়িদ স্যারের কালো বই+ এরকম সাথে অন্য বই পড়ে নেবেন।

- ফেব্রিক পার্ট আরো ভালো করে পড়ার জন্য বিল্লাল স্যারের লাল বইটা "Understanding Textile for a Merchandisers" পড়বেন, আর গার্মেন্টসনাও  পার্ট ভালো করার জন্য কাশেম স্যারের "Garments Technology" বইটা পড়বেন।

- চারটা ডিপার্টমেন্ট (WPT, FMT, GMT, AMT) + একটা নতুন ডিপার্টমেন্ট (IPE) এর চার বছরের শিটগুলো ভালো করে পড়বেন। এই শিটগুলো + ক্লাসের খাতা গুলোই আপনাকে টেক্সটাইল পার্ট কভার করতে সাহায্য করবে। আর যাদের শিট নেই সেটা তো আগেই বলে দিয়েছি যে বই পড়বেন (এখন যদি বলেন বইও নাই তাহলে কি আর বলা- কারো কাছ থেকে নিয়ে পড়বেন সেই সাথে ইন্টারনেট থেকেও টেক্সটাইলের ছোট প্রশ্ন + উত্তর সংগ্রহ করে পড়তে পারেন।)। তবে সাইয়িদ স্যারের কালো বইটা আর Textile and Apparel Merchandising Interview Knowledge by Engineer Moshiur Rahman বইটা পড়লে আপনার Textile Related Question কভার হবে ইনশাআল্লাহ্‌। অনেকের বই কেনার সময় না থাকলে অনলাইনে rokomari.com সহ এরকম আরো কয়েকটা সাইট আছে যারা অনলাইনে বই বিক্রি করে- একেবারে আপনার বাসায় এসে দিয়ে যাবে (আপনি খালি পড়বেন)।

- TTQC এর Lab Report সহ প্রত্যেকটা ডিপার্টমেন্টাল সাবজেক্ট এর Lab Report গুলো পড়ে নেবেন, ওখানে ছোট ছোট Definition, Classification থাকে।

- Continuous Dyeing এর সুবিধা আসছিলো।
- সারা জীবন ওয়েফট আর ওয়ার্প নিটিং পড়ছি, প্রশ্ন আসছিলো রাসেল নিটিং থেকে।

- Marker Efficiency কি? CAD Engineering কি, তা আসছিলো।

- ডিপ্লোমার ছোট ছোট কিছু সাবজেক্ট ভিত্তিক বই পাওয়া যাই নীলক্ষেতে, ওগুলো বেশ তথ্যবহুল। এগুলোও দেখতে পারেন।



Ahsan Habib
PAU 101 Btach
BUTEX MBA (4th Batch)

MBA in Textile - BUTex এর এডমিশন টেস্টের গাইডলাইন

বুটেক্স এমবিএর বিস্তারিত সাজেশন দিয়েছেন আহসান হাবীব ভাই।



বুটেক্স এমবিএর বিস্তারিত সাজেশনঃ 

(আমার সময়ে আমি যেভাবে পড়েছিলাম তাই তুলে ধরতেছি-2016 অনুসারে)

মার্কস ডিস্ট্রিবিউশনঃ
English (20 marks) + Math (30 marks) + All Textile Part (50 marks) = Total 100 marks
(Individually Pass করতে হয়না। সব মিলিয়ে 40 marks পাইলেই Pass)

ইংলিশ + ম্যাথ সাজেশন 

আমাদের সময়ে আমি English আর Math Part এর জন্য Saifurs (IBA) MBA Admission Guide বইটা ফলো করেছিলাম। এই বইটা এখন Saifurs থেকে আর তৈরি করেনা, তবে নীলক্ষেতে এখনো পুরানো বইটা কিনতে পাওয়া যায় 80-90 টাকায়। এই বইটা থেকে ভালো ধারনা পাওয়া যায় যে কোন এমবিএর English আর Math Part এর।।

ইংলিশ সাজেশন 

- আমি উপরে উল্লেখিত বইটার প্রথমে কিছু ভোকাবুলারি গুলো পড়েছিলাম যেগুলো Antonym/ Synonym/ Analogy এ ভালো কাজ দিয়েছিলো।

- আর 34 টার মত Right Forms of Verbs এর নিয়ম আছে বইটাতে যা এক্সামে ওই বিষয়ে কাজে লেগেছিল।(আমি উল্লেখিত বইটার ভোকাবুলারি & Right Forms of Verbs এর পার্টটা এখানে attach করে দিয়েছি)

- কি কি এসেছিলো 2016 সালে আমাদের সময়ে English পার্টে;

• Antonym, Synonym (Benevolent এর Antonym আসছিলো, Condone এর Synonym আসছিলো)।

• দুইটা Translation আসছিলো (একটা বাংলা থেকে ইংরেজি করতে হবে, আরেকটা ইংরেজি থেকে বাংলা করতে হবে। একটা ইংরেজি বাক্য দেয়া ছিলো যার বাংলা Translation এরকম হবে- “একমাত্র শিল্পকারখানার আধুনিকীকরণই বাংলাদেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে পারে)।

• Preposition আসছিলো। (আমি যেগুলো পড়ছিলাম তার ছবি তুলে এখানে attach করে দিয়েছি)।

• Fill in the gap আসছিলো।



ম্যাথ পার্টঃ

- আমি শুধু উপরে উল্লেখিত বইটার Math পার্টটা দেখে গিয়েছিলাম।

- আমাদের সময়ে Calculator ব্যাবহার করার নিয়ম থাকলেও আমাদের রুমে যে স্যার গার্ড দিয়েছিলেন তিনি আমাদের Calculator ব্যাবহার করতে দেননি (যদিও পাশের রুমে যে স্যার গার্ড ছিলেন তিনি আবার তাদের রুমে Calculator ব্যাবহার করতে দিয়েছিলেন)। আমি Math করার সময় টেবিলে রাফ করে করে 50% Math করেছিলাম। সত্যি কথা বলতে কি, Calculator ছাড়া আমার Math পার্টটা আসলেই ভালো হয়েছিলোনা।

• তবে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন- আমাদের সময়ে কিছু ছেলে এই পার্ট এর উত্তরই করেনাই। তারাও চাঞ্ছ পেয়েছিলো (কেননা এখানেতো individual pass করতে হয়না)। পরিক্ষাকেন্দ্রে হাতে সময় কম থাকলে আপনি এই পার্টটা বাদ দিয়ে উত্তর করেও চাঞ্ছ পেতে পারেন। তাই নো চিন্তা।

- তবে গতবারে 2017 সালে নাকি H.Sc Math থেকে প্রশ্ন আসছিলো, তাই আপনারা সে অনুযায়ী প্রিপারেশন নিতে পারেন।



অল টেক্সটাইল পার্ট  সাজেশন 

- আমাদের সময়ে এই পার্টের প্রথম প্রশ্ন ছিলো “একমাত্র ন্যাচারাল ফিলামেন্ট কোনটি?”

- তবে পরের প্রশ্ন গুলো একটু ডিপলি ছিলো। আমরা সবাই Stitch Class এর নামগুলো পড়ে যাই- কিন্তু এক্সামে আসছিলো একটা Stitch Class এর চিত্র আঁক (কোনটা আসছিলো মনে নাই কিন্তু ওইটা সবচেয়ে কঠিন ছিলো)। সে জন্য যাই পড়বেন সেটা একটু ডিপলি দেখবেন তাহলে আটকাবেন না।

- CAD থেকে প্রশ্ন আসছিলো।

- Winding কি সেটা আসেনি, আসছিলো Precision Winding কি? যদিও একটু ডিপলি পড়ার জন্য আগেই বললাম।

- Count থেকে একটা প্রশ্ন আসছিলো। Count Conversion আসছিলো। (হাতে Calculator ছিলোনা, তাই সবটা করার পর উত্তরের ওখানে ডট ডট লিখে দিছিলাম- খাতা দেখতে গিয়ে স্যার কি মনে করছে আল্লাহই জানে)।

- সাইয়িদ স্যারের কালো বইটা পড়েছিলাম, এই বইয়ের মত আরেকটা বই পড়েছিলাম যেটার ছবি attach করে দিয়েছি "Textile and Apparel Merchandising Interview Knowledge by Engineer Moshiur Rahman" । তবে সাইয়িদ স্যারের কালো বইয়ের চেয়েও যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার চার বছরের শিটগুলো + ক্লাসের খাতা। তবে যাদের কাছে চার বছরের শিটগুলো নেই তাদের জন্য সাইয়িদ স্যারের কালো বই+ এরকম সাথে অন্য বই পড়ে নেবেন।

- ফেব্রিক পার্ট আরো ভালো করে পড়ার জন্য বিল্লাল স্যারের লাল বইটা "Understanding Textile for a Merchandisers" পড়বেন, আর গার্মেন্টসনাও  পার্ট ভালো করার জন্য কাশেম স্যারের "Garments Technology" বইটা পড়বেন।

- চারটা ডিপার্টমেন্ট (WPT, FMT, GMT, AMT) + একটা নতুন ডিপার্টমেন্ট (IPE) এর চার বছরের শিটগুলো ভালো করে পড়বেন। এই শিটগুলো + ক্লাসের খাতা গুলোই আপনাকে টেক্সটাইল পার্ট কভার করতে সাহায্য করবে। আর যাদের শিট নেই সেটা তো আগেই বলে দিয়েছি যে বই পড়বেন (এখন যদি বলেন বইও নাই তাহলে কি আর বলা- কারো কাছ থেকে নিয়ে পড়বেন সেই সাথে ইন্টারনেট থেকেও টেক্সটাইলের ছোট প্রশ্ন + উত্তর সংগ্রহ করে পড়তে পারেন।)। তবে সাইয়িদ স্যারের কালো বইটা আর Textile and Apparel Merchandising Interview Knowledge by Engineer Moshiur Rahman বইটা পড়লে আপনার Textile Related Question কভার হবে ইনশাআল্লাহ্‌। অনেকের বই কেনার সময় না থাকলে অনলাইনে rokomari.com সহ এরকম আরো কয়েকটা সাইট আছে যারা অনলাইনে বই বিক্রি করে- একেবারে আপনার বাসায় এসে দিয়ে যাবে (আপনি খালি পড়বেন)।

- TTQC এর Lab Report সহ প্রত্যেকটা ডিপার্টমেন্টাল সাবজেক্ট এর Lab Report গুলো পড়ে নেবেন, ওখানে ছোট ছোট Definition, Classification থাকে।

- Continuous Dyeing এর সুবিধা আসছিলো।
- সারা জীবন ওয়েফট আর ওয়ার্প নিটিং পড়ছি, প্রশ্ন আসছিলো রাসেল নিটিং থেকে।

- Marker Efficiency কি? CAD Engineering কি, তা আসছিলো।

- ডিপ্লোমার ছোট ছোট কিছু সাবজেক্ট ভিত্তিক বই পাওয়া যাই নীলক্ষেতে, ওগুলো বেশ তথ্যবহুল। এগুলোও দেখতে পারেন।



Ahsan Habib
PAU 101 Btach
BUTEX MBA (4th Batch)

কোন মন্তব্য নেই: