টেক্সটাইলে জব না করেই Textile MSc, Textile MBA কতটা ঠিক ? - Textile Lab | Textile Learning Blog
"আগে ইংলিশ শিক্ষা, তারপর উচ্চ শিক্ষা। টেক্সটাইলে জব না করেই স্নাতকোত্তর কতটা ঠিক?"এসব নিয়ে বলেছেন,রিজভান হাসান ভাই।

টেক্সটাইল একটা কঠিন জায়গা। ৪ বছর আগে কার কথা শুনে গার্মেন্টস লাইনে পড়তে আসছেন জানিনা, কিন্তু এই ৪ বছরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আপনি চেঞ্জ, আপনার স্টাইল চেঞ্জ, প্রবেবলি রিলেশনশিপ স্ট্যাটাস চেঞ্জ, লাইফের গোল চেঞ্জ, আরো অনেক কিছু।

চার বছরের টানা গ্রাজুয়েশনটা আমার কাছে পুওর সিস্টেম মনে হয়। ৩ বছর হওয়ার পরে ১-২ বছর জব করলে পোলাপান বুঝত কোন সেক্টর ভাল লাগে তার। আর কোন কোন বিষয়গুলোতে বেশি নজর দেয়া উচিত। তারপর ফেরত এসে বাকি ১ বছর মেজর সিলেক্ট করে আবার লেখাপড়া করে কোর্স কম্পলিট হওয়া উচিত ছিল। তাহলে শেষের ১ বছরে ঘাটতি পূরণ করতে পারবে।

একই ভাবে জব না করেই পোস্ট গ্রাজুয়েশনে যখন যাবেন আর সেখানে অর্গানাইজেশনাল ম্যানেজমেন্ট পড়াবে, যখন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট পড়াবে, যখন একাউন্টিং দেখাবে, অথবা টেক্সটাইলের কোন এডভান্স টপিকে কথা বলবে আপনি জানবেনই না কোনটা কী। কারণ আপনার কাছে এদের অস্তিত্ব শধু বইতে।

যারা পুলিশ, তারা কি সবাই ৪ বছর অস্ত্র নিয়ে পড়ে? একই ভাবে, যারা গার্মেন্টস নিয়ে পড়ে তাদেরও সবার এখানেই থাকতে হবে এমন কোন কথা নেই। ১-২ বছর জব করে নিশ্চিত হন আসলেই এটা আপনার লাইন কী না। ৪ বছর আগে ইম্যাচিউর ছিলেন, এবার নিজের জন্য ম্যাচিউর ডিসিশান নিতে হবে।

যদি দেখেন গার্মেন্টস ভাল লাগছে না, তাহলে ঢাকা ভার্সিটির, জাহাঙ্গীরনগর ইউনি বা এ দুটোর আইবিএর এমবিএর জন্য চেষ্টা করেন। পুরো জীবন হতাশায় কাটানোর চেয়ে ১ বছর কষ্ট করা অনেক ভাল।
যদি মনে করেন, গার্মেন্টসের ফাস্ট লাইফ আপনাকে স্যুট করে, তাহলে কোন লাইনে আপনি আছেন/যাচ্ছেন/ফিউচার ভাল মনে করেন - সেই ভিত্তিতে স্পেশালিস্ট হওয়ার জন্য বুটেক্সকে টার্গেট করে mba বা msc এর প্রিপারেশান নিতে পারেন।

অনেকে মনে করতেসেন, জবের আগেই পোস্ট গ্রাজুয়েশান থাকলে খুব দাম পাওয়া যাবে। আমি বলব ভুল ধারণায় আছেন বস। আগে জানেন, কোনটা আপনাকে জানতে হবে। আপনাকে প্রশ্ন করল, L/C মানে কি? আপনি উত্তর দিলেন, স্যার আমি mba করি আমাকে একাউন্টিং এর সংজ্ঞা ধরেন। অথবা বললেন, আমি ত msc করি ডাইং এ। আমাকে রিএকটিভ ডাইসের মলিকিউলার সিম্বল জিজ্ঞাসা করেন। তাহলে রেজাল্ট কেমন আসবে? উলটা শনিবারও ক্লাসে যাবেন শুনে ফ্রেশারকে জব দিবে না।

যা হোক, জব হচ্ছেনা, বা জবের আগেই কিছু একটা শিখে নিজেকে আরও প্রিপেয়ার করতে চান? বস, প্রাইমেশিয়া থেকে বের হয়েছেন এখন আপনি ইংলিশে কয় লাইন বলতে পারেন, এক্সেল ম্যাক্রো, পিভট টেবিল আর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের কি অবস্থা, আমার থেকে আপনি ভাল জানেন। সাইফুরসে নইলে সেন্ট জোনসে ভর্তি হয়ে যান।

এই ইংলিশ শিক্ষা ইন্টারভিউতে, জবে, এডমিশানে, মেয়ে পটাতে, ফেসবুকে স্ট্যাটাস দিতে গেলে, পাত্রীর বাবার সাথে কথা বলতে - সারা জীবন কাজে লাগবে।

আগে ইংলিশ শিক্ষা, তারপর উচ্চ শিক্ষা।

রিজভান হাসান


টেক্সটাইলে জব না করেই Textile MSc, Textile MBA কতটা ঠিক ?

"আগে ইংলিশ শিক্ষা, তারপর উচ্চ শিক্ষা। টেক্সটাইলে জব না করেই স্নাতকোত্তর কতটা ঠিক?"এসব নিয়ে বলেছেন,রিজভান হাসান ভাই।

টেক্সটাইল একটা কঠিন জায়গা। ৪ বছর আগে কার কথা শুনে গার্মেন্টস লাইনে পড়তে আসছেন জানিনা, কিন্তু এই ৪ বছরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আপনি চেঞ্জ, আপনার স্টাইল চেঞ্জ, প্রবেবলি রিলেশনশিপ স্ট্যাটাস চেঞ্জ, লাইফের গোল চেঞ্জ, আরো অনেক কিছু।

চার বছরের টানা গ্রাজুয়েশনটা আমার কাছে পুওর সিস্টেম মনে হয়। ৩ বছর হওয়ার পরে ১-২ বছর জব করলে পোলাপান বুঝত কোন সেক্টর ভাল লাগে তার। আর কোন কোন বিষয়গুলোতে বেশি নজর দেয়া উচিত। তারপর ফেরত এসে বাকি ১ বছর মেজর সিলেক্ট করে আবার লেখাপড়া করে কোর্স কম্পলিট হওয়া উচিত ছিল। তাহলে শেষের ১ বছরে ঘাটতি পূরণ করতে পারবে।

একই ভাবে জব না করেই পোস্ট গ্রাজুয়েশনে যখন যাবেন আর সেখানে অর্গানাইজেশনাল ম্যানেজমেন্ট পড়াবে, যখন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট পড়াবে, যখন একাউন্টিং দেখাবে, অথবা টেক্সটাইলের কোন এডভান্স টপিকে কথা বলবে আপনি জানবেনই না কোনটা কী। কারণ আপনার কাছে এদের অস্তিত্ব শধু বইতে।

যারা পুলিশ, তারা কি সবাই ৪ বছর অস্ত্র নিয়ে পড়ে? একই ভাবে, যারা গার্মেন্টস নিয়ে পড়ে তাদেরও সবার এখানেই থাকতে হবে এমন কোন কথা নেই। ১-২ বছর জব করে নিশ্চিত হন আসলেই এটা আপনার লাইন কী না। ৪ বছর আগে ইম্যাচিউর ছিলেন, এবার নিজের জন্য ম্যাচিউর ডিসিশান নিতে হবে।

যদি দেখেন গার্মেন্টস ভাল লাগছে না, তাহলে ঢাকা ভার্সিটির, জাহাঙ্গীরনগর ইউনি বা এ দুটোর আইবিএর এমবিএর জন্য চেষ্টা করেন। পুরো জীবন হতাশায় কাটানোর চেয়ে ১ বছর কষ্ট করা অনেক ভাল।
যদি মনে করেন, গার্মেন্টসের ফাস্ট লাইফ আপনাকে স্যুট করে, তাহলে কোন লাইনে আপনি আছেন/যাচ্ছেন/ফিউচার ভাল মনে করেন - সেই ভিত্তিতে স্পেশালিস্ট হওয়ার জন্য বুটেক্সকে টার্গেট করে mba বা msc এর প্রিপারেশান নিতে পারেন।

অনেকে মনে করতেসেন, জবের আগেই পোস্ট গ্রাজুয়েশান থাকলে খুব দাম পাওয়া যাবে। আমি বলব ভুল ধারণায় আছেন বস। আগে জানেন, কোনটা আপনাকে জানতে হবে। আপনাকে প্রশ্ন করল, L/C মানে কি? আপনি উত্তর দিলেন, স্যার আমি mba করি আমাকে একাউন্টিং এর সংজ্ঞা ধরেন। অথবা বললেন, আমি ত msc করি ডাইং এ। আমাকে রিএকটিভ ডাইসের মলিকিউলার সিম্বল জিজ্ঞাসা করেন। তাহলে রেজাল্ট কেমন আসবে? উলটা শনিবারও ক্লাসে যাবেন শুনে ফ্রেশারকে জব দিবে না।

যা হোক, জব হচ্ছেনা, বা জবের আগেই কিছু একটা শিখে নিজেকে আরও প্রিপেয়ার করতে চান? বস, প্রাইমেশিয়া থেকে বের হয়েছেন এখন আপনি ইংলিশে কয় লাইন বলতে পারেন, এক্সেল ম্যাক্রো, পিভট টেবিল আর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের কি অবস্থা, আমার থেকে আপনি ভাল জানেন। সাইফুরসে নইলে সেন্ট জোনসে ভর্তি হয়ে যান।

এই ইংলিশ শিক্ষা ইন্টারভিউতে, জবে, এডমিশানে, মেয়ে পটাতে, ফেসবুকে স্ট্যাটাস দিতে গেলে, পাত্রীর বাবার সাথে কথা বলতে - সারা জীবন কাজে লাগবে।

আগে ইংলিশ শিক্ষা, তারপর উচ্চ শিক্ষা।

রিজভান হাসান


কোন মন্তব্য নেই: