ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল কে তাদের অফিসায়ালি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং IEB এর এক্রেডিয়েশন প্রাপ্তিতে । বাংলাদেশ ইউনিভার্সিটিঅফ টেক্সটাইল- বুটেক্সের পর দ্বিতীয়ইন্সটিটিউট ডেফোডিলের টেক্সটাইল ডিপার্টমেন্ট IEB এক্রেডিয়েট ডিপার্টমেন্ট । প্রাইভেট ইউনিভার্সিটি গুলির টেক্সটাইল ডিপার্টমেন্টের ভেতর তারা সর্বপ্রথম IEB এক্রেডিয়েশন পেলো । ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ডে প্রোগ্রাম কে এক্রেডিয়েশন দেয়া হয়। ইভেনিং প্রোগ্রাম এই এক্রেডিয়েশনের অন্তরভুক্ত হবে না।
গভমেন্ট ইন্সটিটিউট এর ভেতরে বাংলদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল এর টেক্সটাইল IEB স্বিকৃতী প্রাপ্ত । এরি সাথে সময়ের সাথে তালি মিলিয়ে নিজের কোয়ালিটি এশিউর করে ডেফোডিল ইন্টান্যাশনাল ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল যায়গা করে নিলো ।
IEB এর এক্রেডিয়েটেড সাবজেক্ট এবং মেম্বার লিস্ট
http://bit.ly/2M8সশক্সম
http://bit.ly/2M8সশক্সম
IEB - The Institute of Engineers, Bangladesh ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) is the National Professional Organization of Engineers in the People's Republic of Bangladesh. It is registered under the Societies Registration Act (1860)
Motto : উন্নত জগৎ গঠন করুন Build Better World
Formation : 1948
Type : Professional Organization
Headquarters : Ramna, Dhaka
Location : Bangladesh
Member : 41,545
Website : www.iebbd.or
IEB শুরু হয়েছে মুলত ইঞ্জিনিয়ারদের এবং ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশন এর কোয়ালিটি এনশিউর, ডেভলপ এবং প্রেক্টিস এর জন্য।
IEB টেক্সটাইল ডিভিশনঃ
২১ নভেম্বর ২০১১, দিনটি এ দেশের বস্র প্রকৌশলীদের জন্য স্মরণীয়। এ দিন Institution of Engineers, Bangladesh (IEB) তে প্রথমবারের মত "টেক্সটাইলকৌশল বিভাগীয় কমিটি" ঘোষণা করা হয়। পূর্বে বস্র প্রকৌশলীরা IEB তে "যন্ত্রকৌশল বিভাগ" এর অধীনে সদস্যপদ লাভ করত। তাই, বস্র প্রকৌশলীরা এখন IEB তে নিজস্ব বিভাগেই পরিচিত।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) বাংলাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ জাতীয় পেশাজীবী সংগঠন। বর্তমানে আইইবি’র রয়েছে দেশে ১৭টি কেন্দ্র ৩৪টি উপকেন্দ্র এবং বিদেশে ৮টি শাখা।
১. সিভিল ইঞ্জিনিয়ার্স।
২. ইলেক্ট্রিক্যাল।
৩. মেকানিক্যাল।
৪. এগ্রিকালচার।
৫. কেমিক্যাল।
৬. কম্পিউটার।
৭. টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং।
ডিভিশনের সমন্বয়ে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হয়। সংগঠনের শুরু থেকেই আইইবি প্রকৌশল ও বিজ্ঞানের জ্ঞান এবং অনুশীলন প্রচার করছে। আইইবির প্রধান লক্ষ্য হলো পেশাদার শ্রেষ্ঠত্ব নিশ্চিত করা এবং দেশের প্রকৌশলীদের ক্রমাগত পেশাদারি উন্নয়ন সাধন করা। এটি দেশের ও বিদেশের অন্যান্য পেশাজীবী সংগঠনের ঘনিষ্ঠতা স্থাপন এবং সহযোগিতার কাজ করে যাচ্ছে। তবে সংগঠনের এ কর্যক্রমে আরও গতি আনতে নিরন্তর কাজ করে যাচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন