শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ঝিনাইদহ - Textile Lab | Textile Learning Blog
ক্যাম্পাস পরিচিতি :

শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ,ঝিনাইদহ।

ধরন :   সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ। 

বাংলাদেশের টেক্সটাইল শিক্ষায় নতুন মাত্রা যোগ করতে প্রতিষ্ঠা করা হয়েছে শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। নতুন সব মেশিনাদি স্বয়ংসম্পূর্ণ ল্যাবরেটরি,ইঞ্জিনিয়ারিং পরিবেশ হবে প্রতিষ্ঠানটির অন্যতম বৈশিষ্ট্য। এছাড়াও চলতি বছরের মধ্যেই দেশের অন্যতম ল্যাবে স্বয়ংসম্পূর্ণ টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠান হবে কলেজটি।

২০১৬-১৭ শিক্ষাবর্ষে ১২০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা আরম্ভ করে এই ইঞ্জিনিয়ারিং কলেজটি। বাংলাদেশের মোট ৯ টি ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে এটি একটি।

ঝিনাইদহ জেলার আড়ুয়াকান্দিতে ঢাকা ঝিনাইদহ হাইওয়ের গা ঘেষে অবস্হিত এই ক্যাম্পাসটি। ক্যাম্পাসটির সবুজে ঢাকা আকাশ ছোয়া ভবনগুলো যে কারোর মন আকৃষ্ট করবে।





মোট ১২ টি সুবিশাল ভবন রয়েছে এখানে : 

১।একাডেমিক কাম- প্রশাসনিক ভবন।

২।প্রশাসনিক ভবন।

৩।অফিসার্স কোয়ার্টার।

৪।অফিসার্স অডিটরি।

৫।স্টাস কোয়ার্টার।

৬।অধ্যক্ষের বাস ভবন।

৭।ছেলেদের হল ।

৮।মেয়েদের হল।

৯।পাওয়ার প্লান্ট।

১০।সুবিশাল ল্যাব ভবন ২ টি।

১১।অডিটোরিয়াম। 

১২।লাইব্রেরী।

Faculty Of Textile Engineering এর অধীনে মোট ৪ টি ডিপার্টমেন্টে পাঠদান করানো হয়। 



ডিপার্টমেন্টগুলো হলো:

1.Department Of Yarn Manufacturing Engineering (YME).-30 seat

2.Department Of Fabric Engineering (FE).-30 seat

3.Department Of Wet Process Engineering (WPE).-30 seat
4.Department Of Apparel Engineering (AE).-30 seat


ভর্তি পরীক্ষা :
দেশের ৫ টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের পরীক্ষা বুটেক্স একসাথে নিয়ে থাকে।

আবেদন যোগ্যতা : (২০১৭-১৮ অনুযায়ী)

HSC (Phy+Che+Math+ English)=15

১৫ এর নিচে কেউ আবেদন করতে পারবেনা। 

প্রতি আসনে ১০-১২ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে থাকে।
সেকেন্ড টাইম দেয়ার সুযোগ আছে।


পরীক্ষার মানবন্টন:

*পদার্থ - ৩০ টি-৬০ মার্ক

*রসায়ন -৩০টি-৬০ মার্ক

* গনিত-৩০টি-৬০ মার্ক

* ইংরেজি-১০টি-২০ মার্ক

১০০ টা MCQ প্রতিটিতে ২ মার্ক করে মোট ২০০ মার্ক। GPA ১০০ মার্ক।

মোট = ৩০০ মার্ক।




Written By
Noyon
Fabric Engineering
Sheikh kamal Textile Engineering college.

শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ঝিনাইদহ

ক্যাম্পাস পরিচিতি :

শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ,ঝিনাইদহ।

ধরন :   সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ। 

বাংলাদেশের টেক্সটাইল শিক্ষায় নতুন মাত্রা যোগ করতে প্রতিষ্ঠা করা হয়েছে শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। নতুন সব মেশিনাদি স্বয়ংসম্পূর্ণ ল্যাবরেটরি,ইঞ্জিনিয়ারিং পরিবেশ হবে প্রতিষ্ঠানটির অন্যতম বৈশিষ্ট্য। এছাড়াও চলতি বছরের মধ্যেই দেশের অন্যতম ল্যাবে স্বয়ংসম্পূর্ণ টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠান হবে কলেজটি।

২০১৬-১৭ শিক্ষাবর্ষে ১২০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা আরম্ভ করে এই ইঞ্জিনিয়ারিং কলেজটি। বাংলাদেশের মোট ৯ টি ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে এটি একটি।

ঝিনাইদহ জেলার আড়ুয়াকান্দিতে ঢাকা ঝিনাইদহ হাইওয়ের গা ঘেষে অবস্হিত এই ক্যাম্পাসটি। ক্যাম্পাসটির সবুজে ঢাকা আকাশ ছোয়া ভবনগুলো যে কারোর মন আকৃষ্ট করবে।





মোট ১২ টি সুবিশাল ভবন রয়েছে এখানে : 

১।একাডেমিক কাম- প্রশাসনিক ভবন।

২।প্রশাসনিক ভবন।

৩।অফিসার্স কোয়ার্টার।

৪।অফিসার্স অডিটরি।

৫।স্টাস কোয়ার্টার।

৬।অধ্যক্ষের বাস ভবন।

৭।ছেলেদের হল ।

৮।মেয়েদের হল।

৯।পাওয়ার প্লান্ট।

১০।সুবিশাল ল্যাব ভবন ২ টি।

১১।অডিটোরিয়াম। 

১২।লাইব্রেরী।

Faculty Of Textile Engineering এর অধীনে মোট ৪ টি ডিপার্টমেন্টে পাঠদান করানো হয়। 



ডিপার্টমেন্টগুলো হলো:

1.Department Of Yarn Manufacturing Engineering (YME).-30 seat

2.Department Of Fabric Engineering (FE).-30 seat

3.Department Of Wet Process Engineering (WPE).-30 seat
4.Department Of Apparel Engineering (AE).-30 seat


ভর্তি পরীক্ষা :
দেশের ৫ টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের পরীক্ষা বুটেক্স একসাথে নিয়ে থাকে।

আবেদন যোগ্যতা : (২০১৭-১৮ অনুযায়ী)

HSC (Phy+Che+Math+ English)=15

১৫ এর নিচে কেউ আবেদন করতে পারবেনা। 

প্রতি আসনে ১০-১২ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে থাকে।
সেকেন্ড টাইম দেয়ার সুযোগ আছে।


পরীক্ষার মানবন্টন:

*পদার্থ - ৩০ টি-৬০ মার্ক

*রসায়ন -৩০টি-৬০ মার্ক

* গনিত-৩০টি-৬০ মার্ক

* ইংরেজি-১০টি-২০ মার্ক

১০০ টা MCQ প্রতিটিতে ২ মার্ক করে মোট ২০০ মার্ক। GPA ১০০ মার্ক।

মোট = ৩০০ মার্ক।




Written By
Noyon
Fabric Engineering
Sheikh kamal Textile Engineering college.

কোন মন্তব্য নেই: