ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও জুট টেকনোলজি :
অনেকের ইচ্ছা থাকে SSC পাশ করার পর ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও জুট টেকনোলোজি তে পড়ার পোষ্টটি মুলত তাদের জন্য।
সরকারীভাবে বস্ত্র অধিদপ্তর পরিচালিত ৭ টি টেক্সটাইল ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও জুট টেকনোলোজি পড়ানো হয়।
সরকারী ইনস্টিটিউট ও আসন সংখ্যা :
১.টেক্সটাইল ইনস্টিটিউট,টাঙ্গাইল।
*টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং -১০০টি
*জুট টেকনোলজি -১০০টি।
*টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং -১০০টি
*জুট টেকনোলজি -১০০টি।
২.টেক্সটাইল ইনস্টিটিউট,দিনাজপুর।
*টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং :
১ম সিফট-১০০টি।
২য় সিফট-১০০টি।
মোট:২০০
*টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং :
১ম সিফট-১০০টি।
২য় সিফট-১০০টি।
মোট:২০০
৩.টেক্সটাইল ইনস্টিটিউট,নাটোর।
*টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং -১২০টি।
*টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং -১২০টি।
৪.টেক্সটাইল ইনস্টিটিউট,রংপুর।
*টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং -১২০টি।
*টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং -১২০টি।
৫.টেক্সটাইল ইনস্টিটিউট,চট্টগ্রাম।
*টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং -১২০টি।
*টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং -১২০টি।
৬.টেক্সটাইল ইনস্টিটিউট,খুলনা।
*টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং -১২০টি।
*টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং -১২০টি।
৭.শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইনস্টিটিউট,বরিশাল।
*টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং -১২০টি
*টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং -১২০টি
সর্বমোট আসন সংখ্যা:১০০০টি।
যোগ্যতা :২০১৮-১৯ শিক্ষাবর্ষের সার্কুলার অনুযায়ী :
ছেলে :
সাধারন গনিত বা উচ্চতর গনিত :৩.০০থাকতে হবে।
সর্বমোট জিপিএ:৩.৫০ থাকতে হবে।
সাধারন গনিত বা উচ্চতর গনিত :৩.০০থাকতে হবে।
সর্বমোট জিপিএ:৩.৫০ থাকতে হবে।
মেয়ে:
সাধারন গনিত বা উচ্চতর গনিত:৩.০০থাকতে হবে।
সর্বমোট জিপিএ:৩.০০ থাকতে হবে।
সাধারন গনিত বা উচ্চতর গনিত:৩.০০থাকতে হবে।
সর্বমোট জিপিএ:৩.০০ থাকতে হবে।
নির্মানাধীন টেক্সটাইল ইনস্টিটিউট গুলো হলো :
১) ভোলা টেক্সটাইল ইনস্টিটিউট
২) শেখ রাসেল টেক্সটাইল ইনস্টিটিউট মাদারগঞ্জ, জামালপুর
৩) শহীদ কামরুজ্জামান টেক্সটাইল ইনস্টিটিউট, মান্দা নওগা
৪) বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইনস্টিটিউট কাজিপুর সিরাজগঞ্জ
৫) সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট
৬) ফরিদপুর টেক্সটাইল ইনস্টিটিউট
৭) সিলেট টেক্সটাইল ইনস্টিটিউট
৮) লালমনিরহাট টেক্সটাইল ইনস্টিটিউট
ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাশ করার পর বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সরকারীভাবে করার সুযোগ রয়েছে:
১.ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ডুয়েট।
২.বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ,বিটেক।
৩. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
Noyon
Fabric Engineering.
Sheikh Kamal Textile Engineering College,Jhenaidah.
Fabric Engineering.
Sheikh Kamal Textile Engineering College,Jhenaidah.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন