শর্ট কোর্স বা শর্ট ট্রেনিং এর ফাদঃ
প্রোফেশনাল টেক্সটাইল ট্রেইনিং এর নামে কাড়িকাড়ি টাকা খরচ আর শর্ট কোর্সগুলির বাজার চাহিদা দিনদিন বাড়ছে। এসব কোর্স/ট্রেনিং কতোটা দরকারি তা নিয়ে কিছু আলোচনা করা হল:
কোর্সের বিষয়বস্ত:
এসব শর্ট কোর্সগুলোতে এমন বিষয় সমূহ আলোচনা করা হয়, যেগুলো কেবলমাত্র কয়েকঘন্টার স্লাইডশো প্রেজেন্টেশন এর মাধ্যমে বুঝা সম্ভব না। কোর্সগুলো নন টেক্সটাইলদের জন্যে প্রযোজ্য হলেও, টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্যে এগুলো বেসিক নলেজ মাত্র। কোর্স গুলির শুরুর টপিকগুলো হলো টেক্সটাইল স্নাতকের প্রথম দিকের কিছু বিষয়। এক কথায় বিগেনিয়ার।
এসব শর্ট কোর্সগুলোতে এমন বিষয় সমূহ আলোচনা করা হয়, যেগুলো কেবলমাত্র কয়েকঘন্টার স্লাইডশো প্রেজেন্টেশন এর মাধ্যমে বুঝা সম্ভব না। কোর্সগুলো নন টেক্সটাইলদের জন্যে প্রযোজ্য হলেও, টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্যে এগুলো বেসিক নলেজ মাত্র। কোর্স গুলির শুরুর টপিকগুলো হলো টেক্সটাইল স্নাতকের প্রথম দিকের কিছু বিষয়। এক কথায় বিগেনিয়ার।
কোর্স প্রাইজ:
শর্ট কোর্স বা ট্রেনিং গুলোর সর্বনিম্ন মুল্য হয় ২০০০ টাকা থেকে শুরু করে ১৫০০০ টাকার উপড় পর্যন্ত। কোর্স শুরুর আগেই পুরো পেমেন্ট করতে হয়। কোন প্রকার ইনস্টলমেন্টের সুযোগ থাকে না।
শর্ট কোর্স বা ট্রেনিং গুলোর সর্বনিম্ন মুল্য হয় ২০০০ টাকা থেকে শুরু করে ১৫০০০ টাকার উপড় পর্যন্ত। কোর্স শুরুর আগেই পুরো পেমেন্ট করতে হয়। কোন প্রকার ইনস্টলমেন্টের সুযোগ থাকে না।
সার্টিফিকেট ভ্যালু:
কোর্সের আগে এবং কোর্স চলাকালীন সময়ে বলা হলেও, চাকুরী বাজারে এসব কোর্সের সার্টিফিকেট সম্পূর্ণ ভ্যালুলেস।
কোর্সের আগে এবং কোর্স চলাকালীন সময়ে বলা হলেও, চাকুরী বাজারে এসব কোর্সের সার্টিফিকেট সম্পূর্ণ ভ্যালুলেস।
এই কোর্স যাদের জন্যে:
যতোই বলা হোক না কেন এগুলো প্রফেশনাল লেভেলের ট্রেনিং/কোর্স, বাস্তবে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্যে কোন কাজে আসে না এগুলো। তবে যাদের ব্যাকগ্রাউন্ড টেক্সটাইল না, তারা এগুলোর মাধ্যমে উপকৃত হতে পারবেন।
যতোই বলা হোক না কেন এগুলো প্রফেশনাল লেভেলের ট্রেনিং/কোর্স, বাস্তবে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্যে কোন কাজে আসে না এগুলো। তবে যাদের ব্যাকগ্রাউন্ড টেক্সটাইল না, তারা এগুলোর মাধ্যমে উপকৃত হতে পারবেন।
কোর্সের আকর্ষন:
সার্টিফিকেট সহ বিভিন্ন গিফট আইটেম এসব কোর্সের আকর্ষন। বিভিন্ন কোম্পানির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের করা হয় এসব কোর্সের আকর্ষনের কেন্দ্রবিন্দু।
সার্টিফিকেট সহ বিভিন্ন গিফট আইটেম এসব কোর্সের আকর্ষন। বিভিন্ন কোম্পানির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের করা হয় এসব কোর্সের আকর্ষনের কেন্দ্রবিন্দু।
তবে BKMEA, BGMEA, এর মতো প্রতিষ্ঠান থেকে প্রদান করা কোর্স বা ট্রেনিং গুলো করা ভালো। অপরদিকে এই কোর্স/ট্রেনিং গুলো বিনামুল্যে করা যায় এবং ভালো ভালো কোম্পানিগুলো এই কোর্স গুলোর সার্টিফিকেট এর ভ্যালুর মুল্যায়ন করে।
Textalk ©
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন