আমেরিকায় উচ্চশিক্ষা বনাম আমেরিকায় টেক্সটাইল এ উচ্চশিক্ষা | Textile Higher Study in USA - Textile Lab | Textile Learning Blog
আমেরিকায় উচ্চশিক্ষা বনাম আমেরিকায় টেক্সটাইল এ উচ্চশিক্ষাঃ

আমি এই গ্রুপের মেম্বার ২০১২ সাল থেকে এবং তখন থেকেই স্কলারশীপের এপ্লাই করা শুরু করি। যদিও অনেক আগেই এপ্লাই করেছি কিন্তু বাইরে আসছি ২০১৬ তে বিভিন্ন কারনে। যাইহোক এই লম্বা সময়ে অনেক অভিজ্ঞতা জমা হয়েছে ভেবেছি শেয়ার করবো কিন্তু হয়ে উঠেনি বিভিন্ন কারনে। আমি যখন ২০১২ তে প্রথম এপ্লাই করি তখন টেক্সটাইলের তথ্য এর অনেক অভাব ছিল। এখন অনেক তথ্য সহজলভ্য হয়ে গেছে। তারপরও আমি কিছু যোগ করতে চায় কারন গ্রুপ থেকে অনেক সহায়তা নিয়েছি কখনো তেমন পে-ব্যাক করা হয়নি। শুরু করার আগে নিজের সম্পর্কে বলে দেয়। 

বিএস ইন টেক্সটাইল, জিপিএ ৩.৯৫, এমএস ইন টেক্সটাইল, জিপিএ ৩.৭৯; মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 

আইএলটিএসঃ ৭.০, 

জিয়ারীঃ কাজে লেগেছে এই যথেষ্ট, 

পাব্লিকেশন্সঃ  ২-৫ টা জার্নাল (২টা স্কপাস, দীর্ঘ সময়ে বেড়েছে), 

কনফারেন্সঃ ২-১০ টা (একই ঘটনা)

চাকুরীর অভিজ্ঞতাঃ কোম্পানি+একাডেমিক (৭ মাস থেকে ৪ বছর)

গবেষনার অভিজ্ঞতাঃ ১-৪ বছর

গবেষনার এরিয়াঃ
মূলত টেক্সটাইল কম্পোজিট, কিছু টেক্সটাইল এরিয়া

এক্সট্রা কারিকুলারঃ
৫টা সেমিনার/ওয়ার্কশপ, ২টা অনলাইন কোর্স
যেসব দেশে (সাথে মহা আছে মাল্টিপল দেশের জন্য) স্কলারশীপ পেয়েছিঃ এশিয়া, কেনাডা, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া

যেসব বিষয়ে স্কলারশীপ পেয়েছিঃ টেক্সটাইল, মেকানিক্যাল ও ম্যানুফেকচারিং, কেমিক্যাল, মেমব্রেন ইঞ্জিঃ, ট্রাইবোলোজি অফ সার্ফেস এন্ড ইন্টারফেস






টেক্সটাইলে উচ্চ-শিক্ষার জন্য প্রথমে যা জানা দরকার ?

বাংলাদেশে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর সংগা পৃথিবীর আর সব দেশ থেকে আলাদা। তাই বাংলাদেশে সফল হলেও অন্য দেশে বেশ কিছু কাঠ খড় পোড়াতে হবে যদি ভালো ধারনা না থাকে। তাই আমার নিজের অভিজ্ঞতা থেকে কিছু ধারনা দেবার চেষ্টা করছি। উল্লেক্ষ্য এইটা আমার নিতান্তই ব্যাক্তিগত ধারনা এবং এইটা বাইবেল না তাই অনেক কিছুই বাদ পড়ে যেতে পারে। আর আমি যেহেতু আমেরিকাতে তাই লেখাটা আমেরিকা নিয়েই লিখছি। 

আমেরিকায় উচ্চশিক্ষা আর আমেরিকায় টেক্সটাইল এ উচ্চশিক্ষা এক জিনিস না। প্রথম কারন টেক্সটাইল বাদে সব ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি শেষ করে সরাসরি পিএইচডি করা যায় কিন্তু তা টেক্সটাইল এ সম্ভব না। 

দ্বিতীয় কারন হলঃ টেক্সটাইল এ পিএইচডি করতে হলে মাষ্টার্স করা বাধ্যতামূলক (ব্যাপার একই)। তাই টেক্সটাইল এ উচ্চশিক্ষার জন্য আমেরিকায় আসতে চাইলে অন্য বিষয়ের সাথে তুলনা করলে কিছুটা সমস্যা হতে পারে।

* আমেরিকার টেক্সটাইল প্রোগ্রাম আমাদের দেশের থেকে আলাদা কারন এইখানে টেক্সটাইল এ এপারেল, ফেব্রিক্স, ইয়ার্ন, ডাইং ডিগ্রী/মেজর দেয়না (ব্যাতিক্রম প্রযোজ্য)। আমেরিকাতে টেক্সটাইল প্রোগ্রাম কে ভাগ করা হয় বিভিন্ন ভাবে।

১। ফাইবার ও পলিমার

২।টেক্সটাইল সাইন্স, 

৩। এপারেল, মার্চেন্ডাইজিং, ডিজাইন, ফ্যাশন 

৪। কনজ্যুমার স্টাডিস/রিলেটেড মূলত এইগুলো।

এর মাঝে ফাইবার ও পলিমার ডিগ্রী দেয় শুধুমাত্র কর্নেল ইউনি, নর্থ ক্যারলাইনা স্টেট ইউনি, ফিলাডেলফিয়া ইউনি ও ইউনি অব জর্জিয়া। টেক্সটাইল সাইন্স ডিগ্রী দেয় শুধুমাত্র ইউনি অব নেব্রাস্কা, ও লুইজিয়ানা স্টেট ইউনি। এই বিশ্ব গুলো আবার পিএইচডি ডিগ্রী ও প্রদান করে। এপারেল, মার্চেন্ডাইজিং এই বিষয়ে ডিগ্রী দেয় প্রায় ৩০/৪০ টা বিশ্ব কিন্তু তাদের বেশকিছু বিশ্বঃ পিএইচডি দেয় না। টেক্সাস-টেক এ আবার ফাইবার এন্ড বায়োপলিমার (মূলত কটন) এ মেজর করার সুযোগ আছে প্লান্ট এন্ড সয়েল সাইন্স বিভাগের অধিনে।

রিসার্স বেসড প্রোগ্রামঃ 

কর্নেল ইউনি, ইউনি অব জর্জিয়া, নর্থ ক্যারলাইনা স্টেট ইউনি, ফিলাডেলফিয়া ইউনি, ইউনি অব নেব্রাস্কা, কলারোডা স্টেট, আইওয়া স্টেট, ওকলাহমা স্টেট, কানসাস স্টেট (কমপ্লিট লিস্ট না) এইগুলো শুধুমাত্র ল্যাব বেসড রিসার্স করে। বাকিগুলো যা রিসার্স করে তা মুলত মার্চেন্ডাইজিং যা ল্যাব বেসড রিসার্স না অনেকটা মার্কেটিং, কনজ্যুমার স্টাডিস ইত্যাদি (ধারনা কম তাই ইত্যাদি দিয়ে দিলাম)। আর মার্চেন্ডাইজিং এর ডিগ্রী কিন্তু স্টেম না (STEM degree means Science, Technology, Engineering and Math; plays vital role after graduation in USA. Who obtains degree in any STEM field can stay in USA for 2 more years to search for a job (as OPT) but other degree holder (non-STEM) can stay only 1 year to search job (OPT). My idea is not good about STEM, so may require further explanation)।



কোন প্রোগ্রাম এ আসা উচিত? 

যারা ল্যাব বেসড গবেষনা করতে চায় তাদের জন্য শুধু ফাইবার, পলিমার, টেক্সটাইল সাইন্স প্রোগ্রাম কিন্তু যারা মার্কেটিং এর দিকে আসতে চায় তাদের জন্য মার্চেন্ডাইজিং বা রিলেটেড বিষয়। আর সবাই সব বিষয়ে আসতে পারে বিএসসির মেজর কোন ব্যাপার না যেটা নিয়ে আমরা বাংলাদেশে দিন রাত এক করে ফেলাই। ডাইং পরে যেমন মার্চেন্ডাইজিং এ আসা যায় তেমনি এপারেল পরেও ফাইবার এ যাওয়া যায়। চাকুরীর গুরুত্ব/ভালো লাগা/ভবিষ্যত লক্ষ্য অনুযায়ী বিষয় নির্বাচন করা উচিত। 

স্কলারশীপঃ

সংখ্যা খুবই কম। প্রত্যেক বিশ্ব সর্বোচ্চ ২/৩ জন ছাত্র নেয় প্রতিবছর। শুধুমাত্র নর্থ ক্যারোলাইনা ও ইউনি অফ জর্জিয়া বাদে কারন এই দুই বিশ্বঃ সংখ্যাটা আরেকটু বেশি। সব বিশ্ব কম বেশি স্ক্লারশীপ আছে কিন্তু যেমন ইউনি অব নেব্রাস্কা এর টেক্সটাইল সাইন্স এ এমএসসি তে কোন স্কলারশীপ দেয় না কিন্তু মার্চেন্ডাইজিং এ দেয়। ইউনি অফ ফিলাডেলফিয়া খুব কম টাকা দেয় এবং নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিতে এমএস এ প্রথম সেমিস্টার এ ফান্ড পাওয়া প্রায় অসম্ভব। কলারোডা স্টেট, আইওয়া স্টেট, ওকলাহোমা স্টেট, ইউনি অব নেব্রাস্কা সর্বোচ্চ ১/২ জনকে ফান্ড দেয়। কর্নেল আইভি লিগ ইউনি সব থেকে প্রেস্টীজিয়াস ইউনি যেখানে টেক্সটাইল আছে যদিও ছোট প্রোগ্রাম। স্কলারশীপের ব্যাপারে আইডিয়া নাই।





যোগ্যতাঃ

ভালো জিপিএর শেষ নাই। ৩+ হলেই চলে। জিয়ারী সম্পুর্ন কেস টু কেস এর উপর নির্ভরশীল। তবে মার্চেন্ডাইজিং/রিলেটেড এরিয়াতে AWA অনেক বেশি গুরত্বপূর্ন। নিজে কথা বলে জেনেছি কিছু ইউনি ৩০০ এর নিচে জিয়ারী নিয়ে মাথা ঘামায় না কিন্তু AWA কে অনেক গুরুত্ব দেয়। তারা ৪.০ প্রেফার করে কিন্তু ৩.০ এর নিচে হলে এই বিষয়ে এডমিশন পাওয়া কঠিন। তবে চাকুরীর অভিজ্ঞতা বিশেষ করে কোম্পানিতে একটা বড় প্লাস মার্চেন্ডাইজিং এর জন্য। আর বাকি বিষয়ের জন্য আমার মতে ৩০০+ হলেই চলে যদি প্রফাইল খুব খারাপ না হয়।

পিএইচডিতে এপ্লাই করতে রিসার্স অভিজ্ঞতাকে অনেক গুরুত্ব দেয়া হয় যেটা অন্য ইঞ্জিনিয়ারিং এ অনেক সময় না হলেও চলে। তারপরও সম্পুর্ন প্রোফাইলই বিবেচনা করা হয়।

কারও কোন প্রশ্ন থাকলে উত্তর দেবার চেস্টা করবো।




Written By 
Md Milon Hossain
Assist Professor KUET
Textile Department
Graduate Assistant
North Carolina Satate University

আমেরিকায় উচ্চশিক্ষা বনাম আমেরিকায় টেক্সটাইল এ উচ্চশিক্ষা | Textile Higher Study in USA

আমেরিকায় উচ্চশিক্ষা বনাম আমেরিকায় টেক্সটাইল এ উচ্চশিক্ষাঃ

আমি এই গ্রুপের মেম্বার ২০১২ সাল থেকে এবং তখন থেকেই স্কলারশীপের এপ্লাই করা শুরু করি। যদিও অনেক আগেই এপ্লাই করেছি কিন্তু বাইরে আসছি ২০১৬ তে বিভিন্ন কারনে। যাইহোক এই লম্বা সময়ে অনেক অভিজ্ঞতা জমা হয়েছে ভেবেছি শেয়ার করবো কিন্তু হয়ে উঠেনি বিভিন্ন কারনে। আমি যখন ২০১২ তে প্রথম এপ্লাই করি তখন টেক্সটাইলের তথ্য এর অনেক অভাব ছিল। এখন অনেক তথ্য সহজলভ্য হয়ে গেছে। তারপরও আমি কিছু যোগ করতে চায় কারন গ্রুপ থেকে অনেক সহায়তা নিয়েছি কখনো তেমন পে-ব্যাক করা হয়নি। শুরু করার আগে নিজের সম্পর্কে বলে দেয়। 

বিএস ইন টেক্সটাইল, জিপিএ ৩.৯৫, এমএস ইন টেক্সটাইল, জিপিএ ৩.৭৯; মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 

আইএলটিএসঃ ৭.০, 

জিয়ারীঃ কাজে লেগেছে এই যথেষ্ট, 

পাব্লিকেশন্সঃ  ২-৫ টা জার্নাল (২টা স্কপাস, দীর্ঘ সময়ে বেড়েছে), 

কনফারেন্সঃ ২-১০ টা (একই ঘটনা)

চাকুরীর অভিজ্ঞতাঃ কোম্পানি+একাডেমিক (৭ মাস থেকে ৪ বছর)

গবেষনার অভিজ্ঞতাঃ ১-৪ বছর

গবেষনার এরিয়াঃ
মূলত টেক্সটাইল কম্পোজিট, কিছু টেক্সটাইল এরিয়া

এক্সট্রা কারিকুলারঃ
৫টা সেমিনার/ওয়ার্কশপ, ২টা অনলাইন কোর্স
যেসব দেশে (সাথে মহা আছে মাল্টিপল দেশের জন্য) স্কলারশীপ পেয়েছিঃ এশিয়া, কেনাডা, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া

যেসব বিষয়ে স্কলারশীপ পেয়েছিঃ টেক্সটাইল, মেকানিক্যাল ও ম্যানুফেকচারিং, কেমিক্যাল, মেমব্রেন ইঞ্জিঃ, ট্রাইবোলোজি অফ সার্ফেস এন্ড ইন্টারফেস






টেক্সটাইলে উচ্চ-শিক্ষার জন্য প্রথমে যা জানা দরকার ?

বাংলাদেশে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর সংগা পৃথিবীর আর সব দেশ থেকে আলাদা। তাই বাংলাদেশে সফল হলেও অন্য দেশে বেশ কিছু কাঠ খড় পোড়াতে হবে যদি ভালো ধারনা না থাকে। তাই আমার নিজের অভিজ্ঞতা থেকে কিছু ধারনা দেবার চেষ্টা করছি। উল্লেক্ষ্য এইটা আমার নিতান্তই ব্যাক্তিগত ধারনা এবং এইটা বাইবেল না তাই অনেক কিছুই বাদ পড়ে যেতে পারে। আর আমি যেহেতু আমেরিকাতে তাই লেখাটা আমেরিকা নিয়েই লিখছি। 

আমেরিকায় উচ্চশিক্ষা আর আমেরিকায় টেক্সটাইল এ উচ্চশিক্ষা এক জিনিস না। প্রথম কারন টেক্সটাইল বাদে সব ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি শেষ করে সরাসরি পিএইচডি করা যায় কিন্তু তা টেক্সটাইল এ সম্ভব না। 

দ্বিতীয় কারন হলঃ টেক্সটাইল এ পিএইচডি করতে হলে মাষ্টার্স করা বাধ্যতামূলক (ব্যাপার একই)। তাই টেক্সটাইল এ উচ্চশিক্ষার জন্য আমেরিকায় আসতে চাইলে অন্য বিষয়ের সাথে তুলনা করলে কিছুটা সমস্যা হতে পারে।

* আমেরিকার টেক্সটাইল প্রোগ্রাম আমাদের দেশের থেকে আলাদা কারন এইখানে টেক্সটাইল এ এপারেল, ফেব্রিক্স, ইয়ার্ন, ডাইং ডিগ্রী/মেজর দেয়না (ব্যাতিক্রম প্রযোজ্য)। আমেরিকাতে টেক্সটাইল প্রোগ্রাম কে ভাগ করা হয় বিভিন্ন ভাবে।

১। ফাইবার ও পলিমার

২।টেক্সটাইল সাইন্স, 

৩। এপারেল, মার্চেন্ডাইজিং, ডিজাইন, ফ্যাশন 

৪। কনজ্যুমার স্টাডিস/রিলেটেড মূলত এইগুলো।

এর মাঝে ফাইবার ও পলিমার ডিগ্রী দেয় শুধুমাত্র কর্নেল ইউনি, নর্থ ক্যারলাইনা স্টেট ইউনি, ফিলাডেলফিয়া ইউনি ও ইউনি অব জর্জিয়া। টেক্সটাইল সাইন্স ডিগ্রী দেয় শুধুমাত্র ইউনি অব নেব্রাস্কা, ও লুইজিয়ানা স্টেট ইউনি। এই বিশ্ব গুলো আবার পিএইচডি ডিগ্রী ও প্রদান করে। এপারেল, মার্চেন্ডাইজিং এই বিষয়ে ডিগ্রী দেয় প্রায় ৩০/৪০ টা বিশ্ব কিন্তু তাদের বেশকিছু বিশ্বঃ পিএইচডি দেয় না। টেক্সাস-টেক এ আবার ফাইবার এন্ড বায়োপলিমার (মূলত কটন) এ মেজর করার সুযোগ আছে প্লান্ট এন্ড সয়েল সাইন্স বিভাগের অধিনে।

রিসার্স বেসড প্রোগ্রামঃ 

কর্নেল ইউনি, ইউনি অব জর্জিয়া, নর্থ ক্যারলাইনা স্টেট ইউনি, ফিলাডেলফিয়া ইউনি, ইউনি অব নেব্রাস্কা, কলারোডা স্টেট, আইওয়া স্টেট, ওকলাহমা স্টেট, কানসাস স্টেট (কমপ্লিট লিস্ট না) এইগুলো শুধুমাত্র ল্যাব বেসড রিসার্স করে। বাকিগুলো যা রিসার্স করে তা মুলত মার্চেন্ডাইজিং যা ল্যাব বেসড রিসার্স না অনেকটা মার্কেটিং, কনজ্যুমার স্টাডিস ইত্যাদি (ধারনা কম তাই ইত্যাদি দিয়ে দিলাম)। আর মার্চেন্ডাইজিং এর ডিগ্রী কিন্তু স্টেম না (STEM degree means Science, Technology, Engineering and Math; plays vital role after graduation in USA. Who obtains degree in any STEM field can stay in USA for 2 more years to search for a job (as OPT) but other degree holder (non-STEM) can stay only 1 year to search job (OPT). My idea is not good about STEM, so may require further explanation)।



কোন প্রোগ্রাম এ আসা উচিত? 

যারা ল্যাব বেসড গবেষনা করতে চায় তাদের জন্য শুধু ফাইবার, পলিমার, টেক্সটাইল সাইন্স প্রোগ্রাম কিন্তু যারা মার্কেটিং এর দিকে আসতে চায় তাদের জন্য মার্চেন্ডাইজিং বা রিলেটেড বিষয়। আর সবাই সব বিষয়ে আসতে পারে বিএসসির মেজর কোন ব্যাপার না যেটা নিয়ে আমরা বাংলাদেশে দিন রাত এক করে ফেলাই। ডাইং পরে যেমন মার্চেন্ডাইজিং এ আসা যায় তেমনি এপারেল পরেও ফাইবার এ যাওয়া যায়। চাকুরীর গুরুত্ব/ভালো লাগা/ভবিষ্যত লক্ষ্য অনুযায়ী বিষয় নির্বাচন করা উচিত। 

স্কলারশীপঃ

সংখ্যা খুবই কম। প্রত্যেক বিশ্ব সর্বোচ্চ ২/৩ জন ছাত্র নেয় প্রতিবছর। শুধুমাত্র নর্থ ক্যারোলাইনা ও ইউনি অফ জর্জিয়া বাদে কারন এই দুই বিশ্বঃ সংখ্যাটা আরেকটু বেশি। সব বিশ্ব কম বেশি স্ক্লারশীপ আছে কিন্তু যেমন ইউনি অব নেব্রাস্কা এর টেক্সটাইল সাইন্স এ এমএসসি তে কোন স্কলারশীপ দেয় না কিন্তু মার্চেন্ডাইজিং এ দেয়। ইউনি অফ ফিলাডেলফিয়া খুব কম টাকা দেয় এবং নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিতে এমএস এ প্রথম সেমিস্টার এ ফান্ড পাওয়া প্রায় অসম্ভব। কলারোডা স্টেট, আইওয়া স্টেট, ওকলাহোমা স্টেট, ইউনি অব নেব্রাস্কা সর্বোচ্চ ১/২ জনকে ফান্ড দেয়। কর্নেল আইভি লিগ ইউনি সব থেকে প্রেস্টীজিয়াস ইউনি যেখানে টেক্সটাইল আছে যদিও ছোট প্রোগ্রাম। স্কলারশীপের ব্যাপারে আইডিয়া নাই।





যোগ্যতাঃ

ভালো জিপিএর শেষ নাই। ৩+ হলেই চলে। জিয়ারী সম্পুর্ন কেস টু কেস এর উপর নির্ভরশীল। তবে মার্চেন্ডাইজিং/রিলেটেড এরিয়াতে AWA অনেক বেশি গুরত্বপূর্ন। নিজে কথা বলে জেনেছি কিছু ইউনি ৩০০ এর নিচে জিয়ারী নিয়ে মাথা ঘামায় না কিন্তু AWA কে অনেক গুরুত্ব দেয়। তারা ৪.০ প্রেফার করে কিন্তু ৩.০ এর নিচে হলে এই বিষয়ে এডমিশন পাওয়া কঠিন। তবে চাকুরীর অভিজ্ঞতা বিশেষ করে কোম্পানিতে একটা বড় প্লাস মার্চেন্ডাইজিং এর জন্য। আর বাকি বিষয়ের জন্য আমার মতে ৩০০+ হলেই চলে যদি প্রফাইল খুব খারাপ না হয়।

পিএইচডিতে এপ্লাই করতে রিসার্স অভিজ্ঞতাকে অনেক গুরুত্ব দেয়া হয় যেটা অন্য ইঞ্জিনিয়ারিং এ অনেক সময় না হলেও চলে। তারপরও সম্পুর্ন প্রোফাইলই বিবেচনা করা হয়।

কারও কোন প্রশ্ন থাকলে উত্তর দেবার চেস্টা করবো।




Written By 
Md Milon Hossain
Assist Professor KUET
Textile Department
Graduate Assistant
North Carolina Satate University

1 টি মন্তব্য:

Unknown বলেছেন...

Thank you for this information.
Brother can you give me your Facebook id name because I want to know more information.