জিন্স ও ডেনিম এর মধ্যে সম্পর্ক'
বিষয়টি একটু ভাবনার যখন আপনি কাউকে প্রশ্ন করবেন, জিন্স এবং ডেনিম এর মধ্যে পার্থক্য কর। বিশ্বের অনেক স্থানেই জিন্স বলতেই ডেনিম কে বুঝায়। ডেনিম এবং জিন্স দুটোই ভিন্ন জিনিস কিন্তু তারা একে অপরের সাথে জড়িত।
জিন্সঃ
জিন্স এক ধরনের গার্মেন্টস যা আজকাল সব বয়সের মানুষই ব্যবহার করতে পারেন। উনিশ শতকের শেষভাগে জিন্স গার্মেন্টস পরিচিত লাভ করে কপার রিভেটেড কটন ট্রাউজার এর মাধ্যমে। পরিধানে আরামদায়কতার জন্য বর্তমান সময়ে এর জনপ্রিয়তা অনেক বেশি। জিন্স ছাড়া বর্তমান তরুণ সমাজ তো কল্পনার বাইরে। নীল রং এর জিন্স, জিন্স এর একটি স্বঃতন্ত্র বৈশিষ্ট্য বহন করলেও বর্তমানে বিভিন্ন কালারের জিন্স পাওয়া যায়। এই গার্মেন্টস তৈরীতে ডেনিম ফ্যাব্রিক ব্যবহার করা হয়। জিন্স বলতে বিশেষভাবে ডেনিম প্যান্টকে বোঝানো হয়।
জিন্স এক ধরনের গার্মেন্টস যা আজকাল সব বয়সের মানুষই ব্যবহার করতে পারেন। উনিশ শতকের শেষভাগে জিন্স গার্মেন্টস পরিচিত লাভ করে কপার রিভেটেড কটন ট্রাউজার এর মাধ্যমে। পরিধানে আরামদায়কতার জন্য বর্তমান সময়ে এর জনপ্রিয়তা অনেক বেশি। জিন্স ছাড়া বর্তমান তরুণ সমাজ তো কল্পনার বাইরে। নীল রং এর জিন্স, জিন্স এর একটি স্বঃতন্ত্র বৈশিষ্ট্য বহন করলেও বর্তমানে বিভিন্ন কালারের জিন্স পাওয়া যায়। এই গার্মেন্টস তৈরীতে ডেনিম ফ্যাব্রিক ব্যবহার করা হয়। জিন্স বলতে বিশেষভাবে ডেনিম প্যান্টকে বোঝানো হয়।
জিন্স ব্যবহারের অন্যতম উপকার হলঃ
১. এটি আয়রণিং ছাড়াই পরিধান করা সম্ভব।
২. অন্যান্য গার্মেন্টস এর ন্যায় এটি বারবার ওয়াশিং করার প্রয়োজন নেই।
৩. এটি এক ধরণের ফ্যাশন্যাবল গার্মেন্টস।
৪. ব্যবহারে দীর্ঘ সময় স্থায়ী হয়।
ডেনিমঃ
ডেনিম এক প্রকার ফ্যাব্রিক যা ১০০ % কটন টুইল বা স্টেচ টুইল দ্বারা তৈরি। ডেনিম হচ্ছে কটনের মজবুত গঠনের ওয়ার্প ফেস্ড টুইল টেক্সটাইল যেখানে ওয়েফ্ট সুতা দুই বা ততোধিক ওয়ার্প সুতার নিচ দিয়ে যায়। এ কারণে ডেনিম এর সারফেস এ একটি কালার প্রাধান্য পায়। এটি একটি ওভেন ফ্যাব্রিক যার টানায় থাকে নীল কটন আর পড়েনে থাকে সাদা কটন, এটি ইন্ডিগো ডেনিম নামে পরিচিত। তবে ডেনিমে বিভিন্ন রং এর ওয়ার্প ও ওয়েফ্ট সুতা থাকতে পারে। সারা বিশ্ব জুড়ে জিন্স, জ্যাকেটস, শার্ট, ব্যাগ, পার্স সহ অনেক অ্যাকসেসোরিস নানা বয়সের নারী-পুরুষের জন্য তৈরিতে ডেনিম ফ্যাব্রিক ব্যবহার করা হয়।
ডেনিম নিয়ে কিছু কথাঃ
১, যদিও ডেনিম তৈরি হয় কটন দিয়ে তবুও হেম্প ডেনিমও মাঝে মাঝে পাওয়া যায়।
২. ডেনিম ফ্যাব্রিকে সহজে ক্রিজ পড়ে না।
৩. এটি খুব শক্তিশালী এবং স্থায়ী।
৪. পরিধানের সময় শক্ত সুরক্ষা দেয়।
৫. ডেনিম ডাই এ ভ্যাট ও সালফার ডাই ব্যবহার করা হয় বলে পরিধানে গরম লাগে না । তবে রি-এ্যাকটিভ ডাই ব্যবহার করলে ব্যাপারটা ভিন্ন।
৬. প্রধানত আট প্রকার ডেনিম ফ্যাব্রিক পাওয়া যায়। যেমনঃ কালারড ডেনিম, বাবল গাম ডেনিম, মার্বেল ডেনিম, রিভার্স ডেনিম ইত্যাদি।
আলোচনার ইতি মোট দুই কথায় টানা যেতে পারে,
এক, ডেনিম হল এক প্রকার ফ্যাব্রিক আর জিন্স হল এক প্রকার গার্মেন্টস যা ডেনিম দিয়ে তৈরি।
দুই, সব জিন্সই ডেনিম কিন্তু সব ডেনিমই জিন্স নয়। কারণ ডেনিম দিয়ে আপনি অনেক গার্মেন্টস তৈরি করতে পারবেন কিন্তু যে প্যান্ট তৈরি করবেন তাই জিন্স ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন