কিছু সতর্কতা Fabric Consumption ও Booking এর ক্ষেত্রে | Merchandising - Textile Lab | Textile Learning Blog

কিছু সতর্কতা Fabric Consumption ও Booking এর ক্ষেত্রে


যে কোন প্রোডাক্টে Consumption কঞ্জাম্পশন খুব গুরুত্বপূর্ণ বিষয় । একটা প্রোডাক্ট তৈরি করতে কি পরিমাণ মেটারিয়াল প্রয়োজন তা যদি নিখুঁত ভাবে নির্ণয় না করা যায় তবে লাভের আশা দুরের কথা লোকসান হওয়ার সম্ভাবনা থাকে । তাই কঞ্জাম্পশন খুব গুরুত্বপূর্ণ । বিশেষ করে বাংলাদেশের পোশাক শিল্প যে ভাবে দিন দিন কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে তাতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে । সে কারণে যে কোন দক্ষ মার্চেন্ডাইজার কঞ্জাম্পশন ক্ষেত্রে খুব গুরুত্ব দিয়ে থাকে ।

কঞ্জাম্পশন বের করার জন্য কিছু নির্দিষ্ট সূত্র আছে যা প্রাথমিক ভাব যে কোন শিক্ষানবিশ মার্চেন্ডাইজরকে জেনে নিতে হয় । আশা করি কঞ্জাম্পশন সূত্র আমাদের সবার জানা তাই এখানে আমরা কোন সূত্র নিয়ে আলোচনা করবো না । আমরা জানার চেষ্টা করবো নিখুঁত ভাবে কঞ্জাম্পশন করতে যে সব সতর্কতা মেনে চলতে হয় । বাড়তি ঝামেলা এড়াতে কি কি বিষয় খেয়াল করা দরকার ।

আপনি হয়তো একজন ভাল মার্চেন্ডাইজার । খুব দক্ষতা আপনার । কঞ্জাম্পশন করতে পারেন ভাল ভাবে । তার পরও সতর্কতাহিসাবে  নিজে না করে যারা  CAD ডিপার্টমেন্টে কাজ করে তাদেরকে দিয়ে কঞ্জাম্পশন করানো উচিত । আপনি দেখবেন আপনার সূত্র দরে করা কঞ্জাম্পশন আর মার্কারের কঞ্জাম্পশন এক নয় । দেখবেন মার্কারের কঞ্জাম্পশনে কম করে হলেও ১০% কাপড় কম হবে । এতে উৎপাদন খরচ অনেক কমে আসবে ।

আরেকটা ব্যাপার হচ্ছে নিট ফেব্রিকের ক্ষেত্রে ফেব্রিক Dia ডায়া কত হতে পারে তা মার্কার দিয়ে করালে ভাল ফল পাওয়া যায় । অনেক সময় এরকম হয় আপনার প্রয়োজন ফেব্রিক  ডায়া ৩০” কিন্তু বাজারে এই ডায়া পাচ্ছেন না । আপনি দেখছেন ৩৫” ডায়া করা যায় । অথচ এতে আপনার অনেক কাপড় নষ্ট হবে । এমন পরিস্থিতিতে  মার্কারের মাধ্যমে কঞ্জাম্পশন করা খুব গুরুত্বপূর্ণ ।
যদি ওভেন ফেব্রিক  হয় সে ক্ষেত্রে মার্কারের বিকল্প কিছু নেই । একটা গার্মেন্টস এর প্রতিটা পার্টস এর প্যাটার্ন রেখে বের করতে হবে ফেব্রিক  কঞ্জাম্পশন । কাপড়ে shrinkage বুঝে কঞ্জাম্পশন করা অনেক গুরুত্বপূর্ণ । তাই CAD ডিপার্টমেন্ট এই বিষয়টা মাথায় রাখে । মুখে মুখে অনেক হিসাব করা যায় কিন্তু বাস্তবতার সাথে তা মিল আছে কিনা তা দেখতে CAD এর বিকল্প নেই । ওভেন কঞ্জাম্পশন করার আগে  জেনে নিতে হবে কত কত ডায়া সে বাজারে পাবে ।

তবে অনেক সময় দেখা যায় আপনার কাস্টমার Instant price চায় । তখন হয়তো আপনি এত কিছু করার সময় পাবেন না । সে ক্ষেত্রে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে কঞ্জাম্পশন বের করতে হবে । খেয়াল রাখতে হবে কঞ্জাম্পশন করতে গিয়ে গার্মেন্টস এর কোন পার্টস যেন বাদ না পড়ে । কারণ এমনটি হলে দেখবেন পরে আপনাকে লোকসান গুনতে  হচ্ছে ।

সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনি যখন ফেব্রিক বুকিং দিবেন তখন খুব সাবধান থাকবেন । সাধারণত দেখা যায় কোন নির্দিষ্ট ফর্মেটে তা বুকিং করা হল । যেখানে আগের কোন কঞ্জাম্পশন করা হয়ে ছিল । আপনি চাইলেন copy – paste করে নতুন বুকিং বানাতে । কিন্তু ভুলবশত আগের কোন কোন সংখ্যা বা information না মুছে দিয়ে তার উপর কাজ শুরু করলেন । দেখা গেল ফেব্রিকেশনে আগের পেইজে  ছিল 1×1 rib এর কথা অথচ বর্তমান বুকিং হল single jersey এর উপর । আপনি  1×1 rib ভুলে মুছলেন না । আর ভাল ভাবে check না করে বুকিং ছেড়ে দিলেন । পরে দেখলেন প্রোডাকশনের সময় উলটো ফেব্রিক । আপনার লাগবে single jersey কিন্তু বুকিং দিয়েছেন 1×1 rib । তাই cross check খুব গুরুত্বপূর্ণ । আমি মনে copy – paste এরকম ভুলের স্বীকার হননি এমন মার্চেন্ডাইজের খুব কম হবে ।

তাই সময় থাকতে সাবধান । ধনুক থেকে তীর বের হয়ে গেলে কিছু করার থাকে না । তীর ছুড়ে ফেলার আগে দশবার দেখে নিন সব ঠিক আছে কিনা ।  দরকার হলে সহকর্মির  সহযোগিতা নিন । তার পরও ভুল যেন না হয়  ।

written By & Copyright  By
 Mohammad Nurul Alam  

কিছু সতর্কতা Fabric Consumption ও Booking এর ক্ষেত্রে | Merchandising


কিছু সতর্কতা Fabric Consumption ও Booking এর ক্ষেত্রে


যে কোন প্রোডাক্টে Consumption কঞ্জাম্পশন খুব গুরুত্বপূর্ণ বিষয় । একটা প্রোডাক্ট তৈরি করতে কি পরিমাণ মেটারিয়াল প্রয়োজন তা যদি নিখুঁত ভাবে নির্ণয় না করা যায় তবে লাভের আশা দুরের কথা লোকসান হওয়ার সম্ভাবনা থাকে । তাই কঞ্জাম্পশন খুব গুরুত্বপূর্ণ । বিশেষ করে বাংলাদেশের পোশাক শিল্প যে ভাবে দিন দিন কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে তাতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে । সে কারণে যে কোন দক্ষ মার্চেন্ডাইজার কঞ্জাম্পশন ক্ষেত্রে খুব গুরুত্ব দিয়ে থাকে ।

কঞ্জাম্পশন বের করার জন্য কিছু নির্দিষ্ট সূত্র আছে যা প্রাথমিক ভাব যে কোন শিক্ষানবিশ মার্চেন্ডাইজরকে জেনে নিতে হয় । আশা করি কঞ্জাম্পশন সূত্র আমাদের সবার জানা তাই এখানে আমরা কোন সূত্র নিয়ে আলোচনা করবো না । আমরা জানার চেষ্টা করবো নিখুঁত ভাবে কঞ্জাম্পশন করতে যে সব সতর্কতা মেনে চলতে হয় । বাড়তি ঝামেলা এড়াতে কি কি বিষয় খেয়াল করা দরকার ।

আপনি হয়তো একজন ভাল মার্চেন্ডাইজার । খুব দক্ষতা আপনার । কঞ্জাম্পশন করতে পারেন ভাল ভাবে । তার পরও সতর্কতাহিসাবে  নিজে না করে যারা  CAD ডিপার্টমেন্টে কাজ করে তাদেরকে দিয়ে কঞ্জাম্পশন করানো উচিত । আপনি দেখবেন আপনার সূত্র দরে করা কঞ্জাম্পশন আর মার্কারের কঞ্জাম্পশন এক নয় । দেখবেন মার্কারের কঞ্জাম্পশনে কম করে হলেও ১০% কাপড় কম হবে । এতে উৎপাদন খরচ অনেক কমে আসবে ।

আরেকটা ব্যাপার হচ্ছে নিট ফেব্রিকের ক্ষেত্রে ফেব্রিক Dia ডায়া কত হতে পারে তা মার্কার দিয়ে করালে ভাল ফল পাওয়া যায় । অনেক সময় এরকম হয় আপনার প্রয়োজন ফেব্রিক  ডায়া ৩০” কিন্তু বাজারে এই ডায়া পাচ্ছেন না । আপনি দেখছেন ৩৫” ডায়া করা যায় । অথচ এতে আপনার অনেক কাপড় নষ্ট হবে । এমন পরিস্থিতিতে  মার্কারের মাধ্যমে কঞ্জাম্পশন করা খুব গুরুত্বপূর্ণ ।
যদি ওভেন ফেব্রিক  হয় সে ক্ষেত্রে মার্কারের বিকল্প কিছু নেই । একটা গার্মেন্টস এর প্রতিটা পার্টস এর প্যাটার্ন রেখে বের করতে হবে ফেব্রিক  কঞ্জাম্পশন । কাপড়ে shrinkage বুঝে কঞ্জাম্পশন করা অনেক গুরুত্বপূর্ণ । তাই CAD ডিপার্টমেন্ট এই বিষয়টা মাথায় রাখে । মুখে মুখে অনেক হিসাব করা যায় কিন্তু বাস্তবতার সাথে তা মিল আছে কিনা তা দেখতে CAD এর বিকল্প নেই । ওভেন কঞ্জাম্পশন করার আগে  জেনে নিতে হবে কত কত ডায়া সে বাজারে পাবে ।

তবে অনেক সময় দেখা যায় আপনার কাস্টমার Instant price চায় । তখন হয়তো আপনি এত কিছু করার সময় পাবেন না । সে ক্ষেত্রে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে কঞ্জাম্পশন বের করতে হবে । খেয়াল রাখতে হবে কঞ্জাম্পশন করতে গিয়ে গার্মেন্টস এর কোন পার্টস যেন বাদ না পড়ে । কারণ এমনটি হলে দেখবেন পরে আপনাকে লোকসান গুনতে  হচ্ছে ।

সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনি যখন ফেব্রিক বুকিং দিবেন তখন খুব সাবধান থাকবেন । সাধারণত দেখা যায় কোন নির্দিষ্ট ফর্মেটে তা বুকিং করা হল । যেখানে আগের কোন কঞ্জাম্পশন করা হয়ে ছিল । আপনি চাইলেন copy – paste করে নতুন বুকিং বানাতে । কিন্তু ভুলবশত আগের কোন কোন সংখ্যা বা information না মুছে দিয়ে তার উপর কাজ শুরু করলেন । দেখা গেল ফেব্রিকেশনে আগের পেইজে  ছিল 1×1 rib এর কথা অথচ বর্তমান বুকিং হল single jersey এর উপর । আপনি  1×1 rib ভুলে মুছলেন না । আর ভাল ভাবে check না করে বুকিং ছেড়ে দিলেন । পরে দেখলেন প্রোডাকশনের সময় উলটো ফেব্রিক । আপনার লাগবে single jersey কিন্তু বুকিং দিয়েছেন 1×1 rib । তাই cross check খুব গুরুত্বপূর্ণ । আমি মনে copy – paste এরকম ভুলের স্বীকার হননি এমন মার্চেন্ডাইজের খুব কম হবে ।

তাই সময় থাকতে সাবধান । ধনুক থেকে তীর বের হয়ে গেলে কিছু করার থাকে না । তীর ছুড়ে ফেলার আগে দশবার দেখে নিন সব ঠিক আছে কিনা ।  দরকার হলে সহকর্মির  সহযোগিতা নিন । তার পরও ভুল যেন না হয়  ।

written By & Copyright  By
 Mohammad Nurul Alam  

কোন মন্তব্য নেই: