সেড ভেরিয়েশন হলে যে যে বিষয় গুলি লক্ষ করবেন - Textile Lab | Textile Learning Blog
সেড ভেরিয়েশন হলে যে যে বিষয় গুলি লক্ষ করবেন :

১. সুতার লট অনুযায়ী ল্যাব রি-চেক করেন।

২. লক্ষ্য রাখুন প্রতিটি ব্যাচ একই সুতার লট দিয়ে ডাইং হচ্ছে কি/না।

৩. প্রতিটি ব্যাচে অপারেটর একই পরিমাণ পানি নিচ্ছে কি/না।

৪. প্রতিটি ব্যাচে অপারেটর একই পরিমাণ সল্ট & সোডা দিচ্ছে কি/না। অথবা কেউ আগে পরে দিচ্ছে কি/না।

৫. ডাই বাথের পি এইচ ঠিক আছে কি/না।

৬. বিডি র পরে সব অপারেটর একই ভাবে ওয়াশ & এসিড করছে কি/না।

৭. এসিড & হাতে হট ওয়াশ সবার সমান ভাবে হচ্ছে কি/না।

৮. কালার, সল্ট, সোডা ডসিং টাইম সবার সেম আছে কি/না।

চেক করুন, সমাধান পেয়ে যাবেন। আশা করি।

বিদ্রঃ ব্যাচ ওয়েট সমান & সঠিক নিশ্চিত করবেন।

সেড ভেরিয়েশন হলে যে যে বিষয় গুলি লক্ষ করবেন

সেড ভেরিয়েশন হলে যে যে বিষয় গুলি লক্ষ করবেন :

১. সুতার লট অনুযায়ী ল্যাব রি-চেক করেন।

২. লক্ষ্য রাখুন প্রতিটি ব্যাচ একই সুতার লট দিয়ে ডাইং হচ্ছে কি/না।

৩. প্রতিটি ব্যাচে অপারেটর একই পরিমাণ পানি নিচ্ছে কি/না।

৪. প্রতিটি ব্যাচে অপারেটর একই পরিমাণ সল্ট & সোডা দিচ্ছে কি/না। অথবা কেউ আগে পরে দিচ্ছে কি/না।

৫. ডাই বাথের পি এইচ ঠিক আছে কি/না।

৬. বিডি র পরে সব অপারেটর একই ভাবে ওয়াশ & এসিড করছে কি/না।

৭. এসিড & হাতে হট ওয়াশ সবার সমান ভাবে হচ্ছে কি/না।

৮. কালার, সল্ট, সোডা ডসিং টাইম সবার সেম আছে কি/না।

চেক করুন, সমাধান পেয়ে যাবেন। আশা করি।

বিদ্রঃ ব্যাচ ওয়েট সমান & সঠিক নিশ্চিত করবেন।

কোন মন্তব্য নেই: