জেনে নিন টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কোন দেশে বেতন কেমন । "Textile Engineers Salary Range" - Textile Lab | Textile Learning Blog
জেনে নিন টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কোন দেশে বেতন কেমন । "Textile Engineers Salary Range"

"টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং"এখন বর্তমানে একটা জনপ্রিয় প্রফেশনাল সাবজেক্ট। আমরা যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার, বা টেক্সটাইল এর ছাত্র  সবাই মাঝে মাঝে টেক্সটাইল ইঞ্জিনিয়ার দের বেতন বা আয় নিয়ে সংশয়ে থাকেন।

এবার আসি মুল কথায়, "টেক্সটাইল ইঞ্জিনিয়ার দের বেতন কেমন?"
বাংলাদেশে আসলে তুলনামুলক ইনিশিয়াল বেতন অন্যান্য দেশ গুলোর তুলনায় একটু কম।

যেখানে, USA তে একজন ইঞ্জিনিয়ার দের বার্ষিক আয় প্রায় $78,343 বা  ৭৮ হাজার ডলার বা বাংলাদেশী টাকায় প্রায় ৬২ লক্ষ টাকা। নোটঃ (The average salary for "textile engineer" ranges from approximately $78,343 per year for Production Engineer to $100,652 per year for Reliability Engineer.

Salary information comes from 190,187 data points collected directly from employees, users, and past and present job advertisements on Indeed in the past 12 months.

Please note that all salary figures are approximations based upon third party submissions to Indeed. These figures are given to the Indeed users for the purpose of generalized comparison only. Minimum wage may differ by jurisdiction and you should consult the employer for actual salary figures)

জার্মানিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ার দের বার্ষিক আয় প্রায় ৪৪ থেকে  ৫২ হাজার ডলার।নোটঃ (The most likely salary will be between €44,000 and €52,000 per year. In a small company it can go down to €38,000. In lucky cases it can increase to €65,000)

চীনে একজন ইঞ্জিনিয়ার বার্ষিক আয় করেনঃ 

গড়ে প্রতি বছর -৬২ থেকে ৯৪ হাজার ডলার।

ইনিশিয়াল বেতন গড়ে প্রায়- ৪ হাজার থেকে ৬ হাজার ডলার প্রতি মাসে।

তবে চায়না আমেরিকা জার্মান কান্ট্রি গুলা রেগুলার টেক্সটাইল প্রডাক্ট এর চেয়ে টেকনিক্যাল টেক্সটাইল নিয়ে কাজ করে যার জন্য তাদের ডিমান্ড অনেক হাই যেখানে আমরা রেগুলার টেক্সটাইল প্রডাক্ট নিয়ে কাজ করি।

সেখানে বাংলাদেশের চিত্র হলোঃ

অভিজ্ঞতাহীন একজন বিএসসি ইন্জিনিয়ার প্রথমে চাকরিতে ঢুকলে তার বেতন ১০ হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে হয়ে থাকে এবং এটা নির্ভর করে ইন্সটিটিউট, ডিগ্রী  এবং ফেক্টরি কম্পলায়েন্স নাকি নন কম্পলায়েন্স তার উপর  । কেননা কোম্পানিতে তখন আপনি একজন ট্রেইনি হিসেবে যোগ দেবেন । যেমন ধরেন এপারেল থেকে পড়ার পর কেউ চাকরিতে জয়েন করলো তখন তার পদবী হবে একজন ট্রেইনি মার্চেন্ডাইজার, আর বাংলাদেশে ইনিশিয়াল স্যালারি কম এর আরেকটি কারন হচ্ছে এখানে জব দিয়ে একজন ফ্রেশার কে আউটপুট পেতে তাকে ৬মাস - ১ বছর কাজ শেখাতে হয় ।  আর তাই প্রথমে বেশি বেতন পাওয়া যায় না । তবে ৩ থেকে ৪ বছর কাজ করার পর অভিজ্ঞতাসম্পন্ন হলে আপনার বেতন অনায়াসে ৫০ থেকে ৬০ হাজার টাকা হতে পারে,  তবে এর জন্য আপনার অভিজ্ঞতা কাজের দক্ষতা লোডিং ক্যাপাসিটি এবং ভলিউম যাচাই করা হবে , এবং আপনার জব চেঞ্জ করতে হবে ফ্রিকুয়েন্টলি । মোটামুটি ৮ থেকে ১০ বছর চাকরি করার পর আপনার বেতন দেড় থেকে দুই লাখ হয়ে যাওয়াও আশ্চর্য নয়। আবার মোটামুটি ৮ থেকে ১০ বছর চাকরি করার পর আপনার বেতন  ৩০ হাজার এটাও  আশ্চর্য নয়  এটা সম্পুর্ন নির্ভর করছে আপনার কোয়ালিটির উপর।  তবে একটা কথা মনে রাখবেন টেক্সটাইল সেক্টরে পরিশ্রম বেশী।আপনি যত পরিশ্রম করতে পারবেন আপনার উন্নতিও তত তাড়াতাড়ি হবে।

তারপরেও,
অন্য সব সেক্টর থেকে  বাংলাদেশে টেক্সটাইল সেক্টর অনেক ভাল। আর যেহেতু আমাদের দেশে কম মজুরি তেই শ্রমিক আর ইঞ্জিনিয়ার পাওয়া যায় তাই এদেশে এই সেক্টরের উন্নতি বেশ তারাতারি হচ্ছে।

তাই এদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ার রাও চেস্টা করলে তাদের দক্ষতা বাড়িয়ে আরো বেশি আয় করতে পারেন।






Written By
Shakil Hossain Riddim 
Portcity international Univarsity

job

জেনে নিন টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কোন দেশে বেতন কেমন । "Textile Engineers Salary Range"

জেনে নিন টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কোন দেশে বেতন কেমন । "Textile Engineers Salary Range"

"টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং"এখন বর্তমানে একটা জনপ্রিয় প্রফেশনাল সাবজেক্ট। আমরা যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার, বা টেক্সটাইল এর ছাত্র  সবাই মাঝে মাঝে টেক্সটাইল ইঞ্জিনিয়ার দের বেতন বা আয় নিয়ে সংশয়ে থাকেন।

এবার আসি মুল কথায়, "টেক্সটাইল ইঞ্জিনিয়ার দের বেতন কেমন?"
বাংলাদেশে আসলে তুলনামুলক ইনিশিয়াল বেতন অন্যান্য দেশ গুলোর তুলনায় একটু কম।

যেখানে, USA তে একজন ইঞ্জিনিয়ার দের বার্ষিক আয় প্রায় $78,343 বা  ৭৮ হাজার ডলার বা বাংলাদেশী টাকায় প্রায় ৬২ লক্ষ টাকা। নোটঃ (The average salary for "textile engineer" ranges from approximately $78,343 per year for Production Engineer to $100,652 per year for Reliability Engineer.

Salary information comes from 190,187 data points collected directly from employees, users, and past and present job advertisements on Indeed in the past 12 months.

Please note that all salary figures are approximations based upon third party submissions to Indeed. These figures are given to the Indeed users for the purpose of generalized comparison only. Minimum wage may differ by jurisdiction and you should consult the employer for actual salary figures)

জার্মানিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ার দের বার্ষিক আয় প্রায় ৪৪ থেকে  ৫২ হাজার ডলার।নোটঃ (The most likely salary will be between €44,000 and €52,000 per year. In a small company it can go down to €38,000. In lucky cases it can increase to €65,000)

চীনে একজন ইঞ্জিনিয়ার বার্ষিক আয় করেনঃ 

গড়ে প্রতি বছর -৬২ থেকে ৯৪ হাজার ডলার।

ইনিশিয়াল বেতন গড়ে প্রায়- ৪ হাজার থেকে ৬ হাজার ডলার প্রতি মাসে।

তবে চায়না আমেরিকা জার্মান কান্ট্রি গুলা রেগুলার টেক্সটাইল প্রডাক্ট এর চেয়ে টেকনিক্যাল টেক্সটাইল নিয়ে কাজ করে যার জন্য তাদের ডিমান্ড অনেক হাই যেখানে আমরা রেগুলার টেক্সটাইল প্রডাক্ট নিয়ে কাজ করি।

সেখানে বাংলাদেশের চিত্র হলোঃ

অভিজ্ঞতাহীন একজন বিএসসি ইন্জিনিয়ার প্রথমে চাকরিতে ঢুকলে তার বেতন ১০ হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে হয়ে থাকে এবং এটা নির্ভর করে ইন্সটিটিউট, ডিগ্রী  এবং ফেক্টরি কম্পলায়েন্স নাকি নন কম্পলায়েন্স তার উপর  । কেননা কোম্পানিতে তখন আপনি একজন ট্রেইনি হিসেবে যোগ দেবেন । যেমন ধরেন এপারেল থেকে পড়ার পর কেউ চাকরিতে জয়েন করলো তখন তার পদবী হবে একজন ট্রেইনি মার্চেন্ডাইজার, আর বাংলাদেশে ইনিশিয়াল স্যালারি কম এর আরেকটি কারন হচ্ছে এখানে জব দিয়ে একজন ফ্রেশার কে আউটপুট পেতে তাকে ৬মাস - ১ বছর কাজ শেখাতে হয় ।  আর তাই প্রথমে বেশি বেতন পাওয়া যায় না । তবে ৩ থেকে ৪ বছর কাজ করার পর অভিজ্ঞতাসম্পন্ন হলে আপনার বেতন অনায়াসে ৫০ থেকে ৬০ হাজার টাকা হতে পারে,  তবে এর জন্য আপনার অভিজ্ঞতা কাজের দক্ষতা লোডিং ক্যাপাসিটি এবং ভলিউম যাচাই করা হবে , এবং আপনার জব চেঞ্জ করতে হবে ফ্রিকুয়েন্টলি । মোটামুটি ৮ থেকে ১০ বছর চাকরি করার পর আপনার বেতন দেড় থেকে দুই লাখ হয়ে যাওয়াও আশ্চর্য নয়। আবার মোটামুটি ৮ থেকে ১০ বছর চাকরি করার পর আপনার বেতন  ৩০ হাজার এটাও  আশ্চর্য নয়  এটা সম্পুর্ন নির্ভর করছে আপনার কোয়ালিটির উপর।  তবে একটা কথা মনে রাখবেন টেক্সটাইল সেক্টরে পরিশ্রম বেশী।আপনি যত পরিশ্রম করতে পারবেন আপনার উন্নতিও তত তাড়াতাড়ি হবে।

তারপরেও,
অন্য সব সেক্টর থেকে  বাংলাদেশে টেক্সটাইল সেক্টর অনেক ভাল। আর যেহেতু আমাদের দেশে কম মজুরি তেই শ্রমিক আর ইঞ্জিনিয়ার পাওয়া যায় তাই এদেশে এই সেক্টরের উন্নতি বেশ তারাতারি হচ্ছে।

তাই এদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ার রাও চেস্টা করলে তাদের দক্ষতা বাড়িয়ে আরো বেশি আয় করতে পারেন।






Written By
Shakil Hossain Riddim 
Portcity international Univarsity

কোন মন্তব্য নেই: