TANKTOP এর কাস্টিং বের করার নিয়ম | Costing Of Tanktop | Merchandising - Textile Lab | Textile Learning Blog
Making cost of Garments ( ITEM-  TANKTOP  KNIT )

একটা গার্মেন্টস সেলাই করতে যে খরচ হয় তাকে বলা হয় COST OF MAKING (CM). আজ আলোচনা করবো এই বিষয় নিয়ে ।

সুইং বা সেলাই খরচটা নির্ভর করে সাধারনত ঐ পোষাক তৈরীতে কতটি মেশিন ব্যাবহার করা হবে এবং  দৈনিক কত পিস প্রেডাকট উৎপন্ন হবে তার উপর । যেই কোম্পানী যত কম মেশিন ব্যাবহার করে দৈনিক যত বেশি   প্রোডাক্ট উৎপন্ন করতে পারবে , ঐ প্রোডাক্ট এর জন্য  সেই কোম্পানীর সেলাই খরচ তত কম হবে । এতে বায়ারের কাছ থেকে অর্ডার পাবার সম্ভাবনা বেশি থাকবে । 

কারণ যেই কোম্পানী যত কম খরচ বায়ার কে দেখাতে পারবে , সেই কোম্পানিই অর্ডার পাবার দাবি রাখে । এমনও অনেক বায়ার আছে যারা একই পন্য বিভিন্ন কোম্পানীর সামনে রাখে শুধু ১ সেন্ট দাম কম বেশি হবার জন্য । এবার আসি মূল কথায় । আজকে যেই পন্যের সেলাই খরচ সম্পর্কে জানবো তা হলো TANKTOP (নীট) । 

চলুন দেখে নেয়া যাক এই TANKTOP তৈরীতে কতটি মেশিন লাগবে আর দৈনিক কত প্রোডাকশন হবে । প্রদত্ত ছবিটি থেকে আমরা দেখতে পারছি যে TANKTOP তৈরী করতে ব্যাবহৃত মেশিন এর পরিমান ১৮ টি এবং দৈনিক ১০ ঘন্টায় প্রেডাকশন হবে ৩০০০পিস । প্রশ্ন করতে পারেন যে ছবিতে দেওয়া আছে ২৪ কিন্তু আমি ১৮ এর কথা বলছি কেন । এই জন্য যে CM করার সময় শুধু মাত্র মেশিন এর সংখ্যা ( অপারেটর) গননা করতে হবে । সহকারী অপারেটর এর হিসাব আসবে না এই জন্য যে প্রতিটি মেশিন এর খরচ এর মধ্যে  অপারেটর এবং সহকারী অপারেটর এর বেতন থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলের বেতন এমনকি  কাগজ, কলম, বিদ্যুত বিল, গ্যাস বিল সমস্ত কিছু অন্তর্ভুক্ত থাকে । এখন দেখা যাক আসল হিসাব ।

প্রথমে যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হলো প্রতি ঘন্টায় একটা মেশিন এর খরচ কত । আমাদের এখানে খরচ ২১০ টাকা ।

এখন,

ব্যাবহৃত মেশিন এর পরিমান= ১৮

প্রতি মেশিন এর খরচ ( ঘন্টায়)= ২১০ টাকা

দৈনিক উৎপাদন= ৩০০০ পিস (১০ ঘন্টায়)

হিসাবঃ (মেশিন সংখ্যা X মেশিন খরচ X সময় X ১২ )÷( উৎপাদন X ৮০)

=(১৮ X ২১০ X ১০ X ১২ ) / (3000 X ৮০)

=১.৮৯ ডলার / ডজন

নোটঃ
এখানে ১২ দ্বারা গুন করা হয়েছে কারণ অর্ডার এর দাম ডজন হিসেবে হয় এবং ৮০ দ্বারা ভাগ করার কারণ দাম সবসময় ডলারে হিসাব করা হয় ।

Best Regards
Md. Faridul Islam Rumman
IE Executive
Turag Garments & Hosiery Mills Ltd.
Email: faridulislamrumman@gmail.com





TANKTOP এর কাস্টিং বের করার নিয়ম | Costing Of Tanktop | Merchandising

Making cost of Garments ( ITEM-  TANKTOP  KNIT )

একটা গার্মেন্টস সেলাই করতে যে খরচ হয় তাকে বলা হয় COST OF MAKING (CM). আজ আলোচনা করবো এই বিষয় নিয়ে ।

সুইং বা সেলাই খরচটা নির্ভর করে সাধারনত ঐ পোষাক তৈরীতে কতটি মেশিন ব্যাবহার করা হবে এবং  দৈনিক কত পিস প্রেডাকট উৎপন্ন হবে তার উপর । যেই কোম্পানী যত কম মেশিন ব্যাবহার করে দৈনিক যত বেশি   প্রোডাক্ট উৎপন্ন করতে পারবে , ঐ প্রোডাক্ট এর জন্য  সেই কোম্পানীর সেলাই খরচ তত কম হবে । এতে বায়ারের কাছ থেকে অর্ডার পাবার সম্ভাবনা বেশি থাকবে । 

কারণ যেই কোম্পানী যত কম খরচ বায়ার কে দেখাতে পারবে , সেই কোম্পানিই অর্ডার পাবার দাবি রাখে । এমনও অনেক বায়ার আছে যারা একই পন্য বিভিন্ন কোম্পানীর সামনে রাখে শুধু ১ সেন্ট দাম কম বেশি হবার জন্য । এবার আসি মূল কথায় । আজকে যেই পন্যের সেলাই খরচ সম্পর্কে জানবো তা হলো TANKTOP (নীট) । 

চলুন দেখে নেয়া যাক এই TANKTOP তৈরীতে কতটি মেশিন লাগবে আর দৈনিক কত প্রোডাকশন হবে । প্রদত্ত ছবিটি থেকে আমরা দেখতে পারছি যে TANKTOP তৈরী করতে ব্যাবহৃত মেশিন এর পরিমান ১৮ টি এবং দৈনিক ১০ ঘন্টায় প্রেডাকশন হবে ৩০০০পিস । প্রশ্ন করতে পারেন যে ছবিতে দেওয়া আছে ২৪ কিন্তু আমি ১৮ এর কথা বলছি কেন । এই জন্য যে CM করার সময় শুধু মাত্র মেশিন এর সংখ্যা ( অপারেটর) গননা করতে হবে । সহকারী অপারেটর এর হিসাব আসবে না এই জন্য যে প্রতিটি মেশিন এর খরচ এর মধ্যে  অপারেটর এবং সহকারী অপারেটর এর বেতন থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলের বেতন এমনকি  কাগজ, কলম, বিদ্যুত বিল, গ্যাস বিল সমস্ত কিছু অন্তর্ভুক্ত থাকে । এখন দেখা যাক আসল হিসাব ।

প্রথমে যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হলো প্রতি ঘন্টায় একটা মেশিন এর খরচ কত । আমাদের এখানে খরচ ২১০ টাকা ।

এখন,

ব্যাবহৃত মেশিন এর পরিমান= ১৮

প্রতি মেশিন এর খরচ ( ঘন্টায়)= ২১০ টাকা

দৈনিক উৎপাদন= ৩০০০ পিস (১০ ঘন্টায়)

হিসাবঃ (মেশিন সংখ্যা X মেশিন খরচ X সময় X ১২ )÷( উৎপাদন X ৮০)

=(১৮ X ২১০ X ১০ X ১২ ) / (3000 X ৮০)

=১.৮৯ ডলার / ডজন

নোটঃ
এখানে ১২ দ্বারা গুন করা হয়েছে কারণ অর্ডার এর দাম ডজন হিসেবে হয় এবং ৮০ দ্বারা ভাগ করার কারণ দাম সবসময় ডলারে হিসাব করা হয় ।

Best Regards
Md. Faridul Islam Rumman
IE Executive
Turag Garments & Hosiery Mills Ltd.
Email: faridulislamrumman@gmail.com





কোন মন্তব্য নেই: