টেক্সটাইল ল্যাব নিয়ে কিছু টেকনিক্যাল ইনফরমেশন | Textile Lab - Textile Lab | Textile Learning Blog
Textile Lab : Heart & Mother

প্রতেকটা Textile company or factory তে lab কে বলা হয় heart of production and mother of factory or company। তো এই কথা থেকে কি কিছু বুঝা যায় factory তে lab কতটা গুরুত্বপূর্ণ।



বিভিন্ন factory তে lab department কে বিভিন্ন ভাবে Develop করা হয়েছে যদিও সব গুলোর কাজ একই।

সব জায়গায় standard maintain করেই test করা হয় আমরা চাইলেও change করতে পারবো না। এর প্রধান কারন হচ্ছে প্রত্যেক টা test  standard maintain করেই Develop করা হয়েছে।
Maximum factory তে ASTM,AATCC,ISO এইসব standard Follow  করা হয় এর বাইরেও আরো অনেক Test Method আছে।

তবে কোন Method এ কোন Test করতে হবে এইটা Buyers  রা বলে দেয়।
তাই আমরা চাইলোও যে কোন মেথড এ test করতে পারব না এই জন্য বায়ার Requirements Follow করতে হবে।

এছাড়া কিছু কিছু buyers এর নিজস্ব কিছু মেথড আছে কিছু specific test এর জন্য যেমন:H&M,ADIDAS,NIKE।এখন অনেকেই ভাবতে পারে test যে কোন একটা মেথড এ করলেই তো হয়......?

Ans: হবে।  কিন্তুু বায়ার আপনাকে বলেছে AATCC Method  এ করতে আর আপনি করেছেন ISO method এই ক্ষেএে বায়ার যখন আপনার shipment করা product তাদের নিজস্ব Lab  বা 3rd party কোন ল্যাব এ Test করাবে তখন আপনি ধরা পড়ে যাবেন। এবং আপনার সব Products Reject হবে তখন আপনার কিছুই করার থাকবে না আর  company বড় ধরনের ক্ষতিগ্রস্থ হবে।

আজকে  woven Factory Lab সস্পর্কে বলবো।

woven Factory গুলোতে lab  সাধারনত তিন ভাগে ভাগ করা হয়।
1.Chemical Lab.
2.Physical Lab.
3.Online QC Lab.
আজকে online QC lab সম্পর্কে লিখবো।

যেহেতু woven dyeing একটি continues process আর আমরা woven dyeing এর flowchart লক্ষ্য করলে দেখবো যে  woven dyeing process কে তিন ভাগে ভাগ করা হয়েছে....
1.Pretreatment.

2.Dyeing.

3.Finishing.

এই তিন Department এ online qc lab এর কাজ ও ভিন্ন ভিন্ন।আগেই বলি online qc lab  এমন একটা জায়গা যেখানে সব থেকে অলস মানুষ গেলেও কর্মঠ হয়ে যাবে।কারন এখানে কাজের pressure বেশি আর এখানে production এর সাথে সাথে কাজ করতে হয় এবং production,machine, বা chemical dozing এ problem থাকলে সাথে সাথে  production Department & online qc department এ জানাতে হয় তা না হইলে production  quality খারাপ হবে company বড় ধরনের ক্ষতি হবে।

আজকে শুধুমাএ Pretreatment Department এর test সর্ম্পকে বলবো।
আগে বলি কি কি machine use হয় pretreatment  department এ.....
1. sinzing & desizing m/c.

2.Scouring m/c.

3.Bleaching m/c.

4.Mercerizing machine

5.Washing m/c.

কোন কোন machine এর জন্য কি কি test করা হয় :

1.sinzing & desizing m/c.

1.flame & speed check করা হয় sinzing chamber  এ।
2.desizing bath এ ph & chemical temperature check.
3.Naps check করা হয়।
4.pick up % check করা হয় মাঝে মাঝে.

2.Scouring & Bleaching machine. 

1.Absorbency test. 

2.Fabric এর PH check.

3.Fabric এর Tegwa(size chemical) check.

4.Fabric এর Tear strength test.

5.GSM test.

6.Whiteness & Yellowness test (Datacolor). 

7.Fabric width check.

8.fabric crease check. 

9.Titration করা হয়  chemical bath এ NAOH & H2O2 এর amount ঠিক আছে কিনা set amount অনুযায়ী তা জানার জন্য এইটা খুব important একটা Test.
10.pick up % check মাঝে মাঝে।
11.Chemical & wash bath এর temperature randomly check করা।
12.Naps check করা হয়।

3.Mercerizing machine.

1.fabric absorbency test
2.ph check.

3.Tegwa (size materials).

4.Fabric width check.

5.tear strength test.

6.GSM test.
7.Fabric crease check.
8.whiteness & yellowness check.
9.Titration করা হয় NAOH এর amount set  অনুযায়ী জানার জন্য।
10.pick up % check মাঝে মাঝে করা হয়।
11.Chemical & wash bath এর temperature randomly check করা।
12.Naps check করা হয়।

4.Washing machine.

1.fabric absorbency test

2.ph check.

3.Tegwa (size materials).

4.Fabric width check.

5.tear strength test.

6.GSM test.

7.Fabric crease check.

8.whiteness & yellowness check.

9.pick up % check মাঝে মাঝে করা হয়।

10.Chemical & wash bath এর temperature randomly check করা হয়।
উপরের maximum test  গুলোকেই একই মনে হচ্ছে হ্যা সবগুলো test ই একই বাট একই test এক এক machine এ গিয়ে এক এক ধরনের result হয়ে যায় তাই একই test বার বার করার লাগে। 



Written By
Md.Masud Hassan
Production
Dyeing &Finishing
Youngone materials

(A multinational company)


টেক্সটাইল ল্যাব নিয়ে কিছু টেকনিক্যাল ইনফরমেশন | Textile Lab

Textile Lab : Heart & Mother

প্রতেকটা Textile company or factory তে lab কে বলা হয় heart of production and mother of factory or company। তো এই কথা থেকে কি কিছু বুঝা যায় factory তে lab কতটা গুরুত্বপূর্ণ।



বিভিন্ন factory তে lab department কে বিভিন্ন ভাবে Develop করা হয়েছে যদিও সব গুলোর কাজ একই।

সব জায়গায় standard maintain করেই test করা হয় আমরা চাইলেও change করতে পারবো না। এর প্রধান কারন হচ্ছে প্রত্যেক টা test  standard maintain করেই Develop করা হয়েছে।
Maximum factory তে ASTM,AATCC,ISO এইসব standard Follow  করা হয় এর বাইরেও আরো অনেক Test Method আছে।

তবে কোন Method এ কোন Test করতে হবে এইটা Buyers  রা বলে দেয়।
তাই আমরা চাইলোও যে কোন মেথড এ test করতে পারব না এই জন্য বায়ার Requirements Follow করতে হবে।

এছাড়া কিছু কিছু buyers এর নিজস্ব কিছু মেথড আছে কিছু specific test এর জন্য যেমন:H&M,ADIDAS,NIKE।এখন অনেকেই ভাবতে পারে test যে কোন একটা মেথড এ করলেই তো হয়......?

Ans: হবে।  কিন্তুু বায়ার আপনাকে বলেছে AATCC Method  এ করতে আর আপনি করেছেন ISO method এই ক্ষেএে বায়ার যখন আপনার shipment করা product তাদের নিজস্ব Lab  বা 3rd party কোন ল্যাব এ Test করাবে তখন আপনি ধরা পড়ে যাবেন। এবং আপনার সব Products Reject হবে তখন আপনার কিছুই করার থাকবে না আর  company বড় ধরনের ক্ষতিগ্রস্থ হবে।

আজকে  woven Factory Lab সস্পর্কে বলবো।

woven Factory গুলোতে lab  সাধারনত তিন ভাগে ভাগ করা হয়।
1.Chemical Lab.
2.Physical Lab.
3.Online QC Lab.
আজকে online QC lab সম্পর্কে লিখবো।

যেহেতু woven dyeing একটি continues process আর আমরা woven dyeing এর flowchart লক্ষ্য করলে দেখবো যে  woven dyeing process কে তিন ভাগে ভাগ করা হয়েছে....
1.Pretreatment.

2.Dyeing.

3.Finishing.

এই তিন Department এ online qc lab এর কাজ ও ভিন্ন ভিন্ন।আগেই বলি online qc lab  এমন একটা জায়গা যেখানে সব থেকে অলস মানুষ গেলেও কর্মঠ হয়ে যাবে।কারন এখানে কাজের pressure বেশি আর এখানে production এর সাথে সাথে কাজ করতে হয় এবং production,machine, বা chemical dozing এ problem থাকলে সাথে সাথে  production Department & online qc department এ জানাতে হয় তা না হইলে production  quality খারাপ হবে company বড় ধরনের ক্ষতি হবে।

আজকে শুধুমাএ Pretreatment Department এর test সর্ম্পকে বলবো।
আগে বলি কি কি machine use হয় pretreatment  department এ.....
1. sinzing & desizing m/c.

2.Scouring m/c.

3.Bleaching m/c.

4.Mercerizing machine

5.Washing m/c.

কোন কোন machine এর জন্য কি কি test করা হয় :

1.sinzing & desizing m/c.

1.flame & speed check করা হয় sinzing chamber  এ।
2.desizing bath এ ph & chemical temperature check.
3.Naps check করা হয়।
4.pick up % check করা হয় মাঝে মাঝে.

2.Scouring & Bleaching machine. 

1.Absorbency test. 

2.Fabric এর PH check.

3.Fabric এর Tegwa(size chemical) check.

4.Fabric এর Tear strength test.

5.GSM test.

6.Whiteness & Yellowness test (Datacolor). 

7.Fabric width check.

8.fabric crease check. 

9.Titration করা হয়  chemical bath এ NAOH & H2O2 এর amount ঠিক আছে কিনা set amount অনুযায়ী তা জানার জন্য এইটা খুব important একটা Test.
10.pick up % check মাঝে মাঝে।
11.Chemical & wash bath এর temperature randomly check করা।
12.Naps check করা হয়।

3.Mercerizing machine.

1.fabric absorbency test
2.ph check.

3.Tegwa (size materials).

4.Fabric width check.

5.tear strength test.

6.GSM test.
7.Fabric crease check.
8.whiteness & yellowness check.
9.Titration করা হয় NAOH এর amount set  অনুযায়ী জানার জন্য।
10.pick up % check মাঝে মাঝে করা হয়।
11.Chemical & wash bath এর temperature randomly check করা।
12.Naps check করা হয়।

4.Washing machine.

1.fabric absorbency test

2.ph check.

3.Tegwa (size materials).

4.Fabric width check.

5.tear strength test.

6.GSM test.

7.Fabric crease check.

8.whiteness & yellowness check.

9.pick up % check মাঝে মাঝে করা হয়।

10.Chemical & wash bath এর temperature randomly check করা হয়।
উপরের maximum test  গুলোকেই একই মনে হচ্ছে হ্যা সবগুলো test ই একই বাট একই test এক এক machine এ গিয়ে এক এক ধরনের result হয়ে যায় তাই একই test বার বার করার লাগে। 



Written By
Md.Masud Hassan
Production
Dyeing &Finishing
Youngone materials

(A multinational company)


কোন মন্তব্য নেই: