মাল্টি ন্যাশনাল বাইং হাউস H&M এ ভাইভার দুটি এক্সপেরিয়েন্স শেয়ার করা হলো ফিউচারে যারা মাল্টি ন্যাশনাল বাইং হাউসে জব করতে ইচ্ছুক তাদের অভিজ্ঞতার জন্য ।
এক্সপেরিয়েন্স ১ : একজন নিটারিয়ানের ওয়াল থেকে
সকাল ৯ টাই ভাইভা ছিলো। আটটার মধ্যে গুলশান নেমে আমি আর চয়ন রিয়ালকে পেলাম। তিনজনে নাম এন্ট্রি করে হাদি টাওয়ারের ৯ তলায় H&M এর অফিসে ঢুকলাম।
চমৎকার সাজানো অফিস। ঝকঝকে ; আর পিনপতন নিরবতা। সব দিকে শৈল্পিকতার ছোঁয়া। কয়েকজন অফিসার কফি কর্ণারে কফি খাচ্ছিলেন আর নিজেদের মধ্যে আলাপ করছিলেন। এছাড়া কোন শব্দ নেই।
আজ সর্বমোট ৪৫ জন কে ডেকেছিলো তারা।নিটারের আমরা তিনজন ছিলাম; চারজন BUFT ; একজন কুয়েট; একজন চট্রগ্রাম আর বাকিরা বুটেক্স এর। তিন টা রুমে ভাগ করে বসানো হলো আমাদের। তারপর একজন HR রিক্রুটার আমাদের সাথে এসে পরিচিত হলেন আর রিটেন এক্সামের ব্যাপারে বুঝিয়ে দিলেন।
১ ঘন্টার ছোট্ট একটি পরীক্ষা হলো। Numerical part ; Verbal part and Textile & Fashion Based Q/A. যারা ম্যাথ আর ইংলিশ এ ভালো তারা এখানে Advantage পাবে এখানে। বা যারা GRE এর প্রিপারেশন নিচ্ছো তারাও। পরীক্ষা শেষ করে খাতা জমা দিতেই হাল্কা স্ন্যাক্স এর ব্যাবস্থা ছিলো। তারপর ভাইভার জন্য অপেক্ষা। সে ফাকে অন্যান্য ভার্স্টিটির সবার সাথে পরিচিত হলাম।
খুবই বেসিক কিছু টেক্সটাইল রিলেটেড প্রশ্ন ; যেমন কাউন্ট কি? ইংরেজী অংশে GRE preparation এর কোয়েশ্চেন আসছিলো ; গনিতে Analytical Type. ইংরেজী আর গণিত কঠিনই হয়েছিলো বলা যায়
ভাইভা রুমে ঢুকতেই বসতে বললেন তারা। স্যার আর ম্যাম নিজেদের ইন্ট্রোডাকশন দিলেন। এখানেই আসলে তফাৎ অন্যান্য কোম্পানি গুলোর সাথে H&M এর। কর্পোরেট কালচার কি এরা তা জানে। এখানকার ভাইভার ব্যাপারটা আমার আজীবন মনে থাকবে। গল্পচ্ছলে তারা প্রশ্ন শুরু করলেন।
প্রথমেই আমার সম্পর্কে বললাম। তারপর তারা বললেন কি কি করেছি পড়াশুনার পাশাপাশি? সেগুলো বললাম। এবার এসব কালচারাল প্রোগাম গুলোতে আমার ভূমিকা কি ছিলো? এগুলো আয়োজনে কি সমস্যা ফেস করেছি? সেগুলো চাকুরী জীবনে কিভাবে কাজে লাগাবো? কোন প্রজেক্ট করেছি কিনা? টিম ওয়ার্কে পারদর্শী কিনা? আমার স্ট্রেনন্থ এন্ড উইকনেস? তাদের কোম্পানী নিয়ে কতটা জানি? ভবিষ্যৎ এ নিজেকে কোথায় দেখতে চাই? এমনই সব প্রশ্নোত্তর দিয়ে প্রায় ১৫ মিনিট কাটালেন তারা। একটা বার ও মনে হয় নি ভাইভা দিচ্ছি। এক সময় নিটার নিয়ে জানতে চাইলেন? এটা কোথায়? সেখানে আমার ক্যাম্পাস লাইফ কেমন ছিলো? ইত্যাদি। আমার কোন দিকটা নিয়ে কাজ করা উচিত বলে মনে করি?
অবশেষে জিজ্ঞেস করলেন আমার কোন প্রশ্ন বা কিছু বলার আছে কিনা? আমি বললাম "স্যার এটা আমার প্রথম ইন্টারভিউ ছিলো আর থ্যাংকস এটাকে এত মেমোরেবল বানানোর জন্য। তারা হেসে থ্যাংকস বলে বিদায় দিলেন" ভাইভার পুরো ব্যাপারটাই ইংরেজীতে ছিলো।কারন এটাই তাদের অফিশিয়াল ল্যাংগুয়েজ।
১৫ দিন পর তারা জানাবে বলেছে। ইন্টার্ন শীপে টিকবো কি টিকবো না সেটা জানি না বা সেটা বড় কথাও না। বাট আমি এটাকে একটা বড় সড় অভিজ্ঞতা হিসেবে নিলাম। Atleast নেক্সট কোন ভাইভা তে ভয় টা কম কাজ করবে। কনফিডেন্স টা একটু বাড়লো। কারন লাইফ এর প্রথম ভাইভা টাই H&M এ দিয়েছি।
লেখাটা লেখার কোন প্রয়োজন ছিলো না। শুধু মাত্র জুনিয়র দের জন্য শেয়ার করলাম।
আমাদের সপ্ন গুলো আসলে অনেক বড় হওয়া উচিত। এসব বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানী তে জবের ক্ষেত্রে রেজাল্টের পাশাপাশি ওরা অনেক কিছুকে মূল্যায়ন করে । তোমাদের বলবো প্রোডাক্টিভ কাজ বাড়াও। এখন থেকেই। বিশেষ করে ফাইনাল ইয়ার। রিসার্চ এ মন দাও। এক্সট্রা কারিকুলার এক্টিভিটি বাড়িয়ে সিভি টাকে গর্জিয়াস করো। সিভিতে শুধু শুধুই বাড়িয়ে কিচ্ছু লেখার দরকার নেই। সেটুকুই তুলে দাও যেটুকু করেছো। পোশাকের দিকে নজর রাখো। মার্জিত হোক অতিরঞ্জিত করার দরকার নেই।
শুধু মাত্র H&M এর ফ্লোর দিয়ে একবার হেটে আসলেও কিন্তু অভিজ্ঞতার ঝুলি অনেকটা ভারী হবে।
Experience Share By
Fazle Rabbe
NITER
এক্সপেরিয়েন্স ২ : একজন বুটেক্সিয়ানের ওয়াল থেকে
আজকে H&M এর ভাইভা দিতে গিয়েছিলাম।চাকুরি হবে কি হবে না, সেটা পরের ব্যাপার।কিছু অমূল্য কিছু অভিজ্ঞতা সাথে করে নিয়ে এসেছি।টেক্সটাইল এর ভাইভাগুলো দিতে কাজে আসবে আশা করি।
সবচেয়ে বড় যেই জিনিসটা ভালো লেগেছে সেটা হলো ওদের ওয়ার্কিং এনভায়রনমেন্ট। এত জোশ আর ক্লাসি একটা পরিবেশে সবাই জব করে যে দেখলেই মন ভরে যায়। অফিসে ঢুকলেই শান্তি শান্তি লাগবে।
চাকুরির ভাইভা দেয়ার অন্তত এক মাস আগে থেকেই স্যুট, টাই,প্যান্ট তৈরি করে রাখুন।ভুলেও নিউমার্কেট বা রেডিমেড কিছু কিনতে যাবেন না।বানাতে খরচ একটু বেশি লাগলেও এর চমৎকার ফিটিংএ আপনাকে গর্জিয়াস দেখাবে।
এমন না যে শার্ট ইন করে, সু পায়ে ভাইভা দিলে চাকুরি হবে না।কিন্তু পোশাক আপনার কনফিডেন্স বহুগুণে বাড়িয়ে দিবে।আবারো বলছি, ভাল পোশাক মানে ভাল আউটলুক। ভাল আউটলুক মানে ভাল প্রেজেন্টেশন।
যাওয়ার পর দেখি সবাই এইচ এন্ড এম সম্পর্কে যথেষ্ট স্টাডি করে এসেছে।হাতের কাছে থাকা মোবাইলে উইকিপিডিয়া খুলে বসে পড়লাম।ইন্টারভিউ দেয়ার আগে ওই কোম্পানি সম্পর্কে জেনে যাবেন। এখনকার পোলাপান স্মার্ট বেশি।এরা মোটামুটি উইকিপিডিয়া মুখস্থ করে আসে।
ওরা স্মার্ট ইংলিশ বেশ এপ্রিশিয়েট করে।যা জানতে চায়, তার সাথে নিজের ওই জানতে চাওয়া ব্যাপারের কোন অভিজ্ঞতা থাকলে জুড়ে দিন।
ভাইভা তে আপনার উত্তর থেকেই আপনাকে প্রশ্ন করা হবে।তাই নিজে যা ভাল জানেন সেটাকে উত্তরের সাথে জড়িয়ে নিয়ে প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করুন।
কিছু কমন প্রশ্নের উত্তর আগে থেকেই রেডি করে রাখুন।ডেস্ক্রাইব ইওরসেল্ফ,স্ট্রং পয়েন্ট,ঊইক পয়েন্ট এই ধরণের প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখে গুছিয়ে নিন।
Experience Share By
Muhaiminul Islam Ovi
এখন যারা আগ্রহী তারা অবশ্যই জবের জন্য সোর্স লিংক খুঁজবেন তাদের জন্য H&M Bangladesh এর জব সার্কুলার লিংক
http://career.hm.com/content/hmcareer/en_bd/findjob.html?&jobCategory=hmcareer:jobcategory/production®ionCategory=all&cityCategory=all&jobtypeCategory=all
H&M ক্যারিয়ার গাইডলাইন
http://career.hm.com/content/hmcareer/en_bd.html
H&M বাংলাদেশ অফিস এর ঠিকানা :
Phone, +880 9609-000466 · Address. House No. NW(K) 8/A, Road No. 50, Gulshan 2, Dhaka 1212; 1212 Dhaka, Bangladesh.
এক্সপেরিয়েন্স ১ : একজন নিটারিয়ানের ওয়াল থেকে
সকাল ৯ টাই ভাইভা ছিলো। আটটার মধ্যে গুলশান নেমে আমি আর চয়ন রিয়ালকে পেলাম। তিনজনে নাম এন্ট্রি করে হাদি টাওয়ারের ৯ তলায় H&M এর অফিসে ঢুকলাম।
চমৎকার সাজানো অফিস। ঝকঝকে ; আর পিনপতন নিরবতা। সব দিকে শৈল্পিকতার ছোঁয়া। কয়েকজন অফিসার কফি কর্ণারে কফি খাচ্ছিলেন আর নিজেদের মধ্যে আলাপ করছিলেন। এছাড়া কোন শব্দ নেই।
আজ সর্বমোট ৪৫ জন কে ডেকেছিলো তারা।নিটারের আমরা তিনজন ছিলাম; চারজন BUFT ; একজন কুয়েট; একজন চট্রগ্রাম আর বাকিরা বুটেক্স এর। তিন টা রুমে ভাগ করে বসানো হলো আমাদের। তারপর একজন HR রিক্রুটার আমাদের সাথে এসে পরিচিত হলেন আর রিটেন এক্সামের ব্যাপারে বুঝিয়ে দিলেন।
১ ঘন্টার ছোট্ট একটি পরীক্ষা হলো। Numerical part ; Verbal part and Textile & Fashion Based Q/A. যারা ম্যাথ আর ইংলিশ এ ভালো তারা এখানে Advantage পাবে এখানে। বা যারা GRE এর প্রিপারেশন নিচ্ছো তারাও। পরীক্ষা শেষ করে খাতা জমা দিতেই হাল্কা স্ন্যাক্স এর ব্যাবস্থা ছিলো। তারপর ভাইভার জন্য অপেক্ষা। সে ফাকে অন্যান্য ভার্স্টিটির সবার সাথে পরিচিত হলাম।
খুবই বেসিক কিছু টেক্সটাইল রিলেটেড প্রশ্ন ; যেমন কাউন্ট কি? ইংরেজী অংশে GRE preparation এর কোয়েশ্চেন আসছিলো ; গনিতে Analytical Type. ইংরেজী আর গণিত কঠিনই হয়েছিলো বলা যায়
ভাইভা রুমে ঢুকতেই বসতে বললেন তারা। স্যার আর ম্যাম নিজেদের ইন্ট্রোডাকশন দিলেন। এখানেই আসলে তফাৎ অন্যান্য কোম্পানি গুলোর সাথে H&M এর। কর্পোরেট কালচার কি এরা তা জানে। এখানকার ভাইভার ব্যাপারটা আমার আজীবন মনে থাকবে। গল্পচ্ছলে তারা প্রশ্ন শুরু করলেন।
প্রথমেই আমার সম্পর্কে বললাম। তারপর তারা বললেন কি কি করেছি পড়াশুনার পাশাপাশি? সেগুলো বললাম। এবার এসব কালচারাল প্রোগাম গুলোতে আমার ভূমিকা কি ছিলো? এগুলো আয়োজনে কি সমস্যা ফেস করেছি? সেগুলো চাকুরী জীবনে কিভাবে কাজে লাগাবো? কোন প্রজেক্ট করেছি কিনা? টিম ওয়ার্কে পারদর্শী কিনা? আমার স্ট্রেনন্থ এন্ড উইকনেস? তাদের কোম্পানী নিয়ে কতটা জানি? ভবিষ্যৎ এ নিজেকে কোথায় দেখতে চাই? এমনই সব প্রশ্নোত্তর দিয়ে প্রায় ১৫ মিনিট কাটালেন তারা। একটা বার ও মনে হয় নি ভাইভা দিচ্ছি। এক সময় নিটার নিয়ে জানতে চাইলেন? এটা কোথায়? সেখানে আমার ক্যাম্পাস লাইফ কেমন ছিলো? ইত্যাদি। আমার কোন দিকটা নিয়ে কাজ করা উচিত বলে মনে করি?
অবশেষে জিজ্ঞেস করলেন আমার কোন প্রশ্ন বা কিছু বলার আছে কিনা? আমি বললাম "স্যার এটা আমার প্রথম ইন্টারভিউ ছিলো আর থ্যাংকস এটাকে এত মেমোরেবল বানানোর জন্য। তারা হেসে থ্যাংকস বলে বিদায় দিলেন" ভাইভার পুরো ব্যাপারটাই ইংরেজীতে ছিলো।কারন এটাই তাদের অফিশিয়াল ল্যাংগুয়েজ।
১৫ দিন পর তারা জানাবে বলেছে। ইন্টার্ন শীপে টিকবো কি টিকবো না সেটা জানি না বা সেটা বড় কথাও না। বাট আমি এটাকে একটা বড় সড় অভিজ্ঞতা হিসেবে নিলাম। Atleast নেক্সট কোন ভাইভা তে ভয় টা কম কাজ করবে। কনফিডেন্স টা একটু বাড়লো। কারন লাইফ এর প্রথম ভাইভা টাই H&M এ দিয়েছি।
লেখাটা লেখার কোন প্রয়োজন ছিলো না। শুধু মাত্র জুনিয়র দের জন্য শেয়ার করলাম।
আমাদের সপ্ন গুলো আসলে অনেক বড় হওয়া উচিত। এসব বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানী তে জবের ক্ষেত্রে রেজাল্টের পাশাপাশি ওরা অনেক কিছুকে মূল্যায়ন করে । তোমাদের বলবো প্রোডাক্টিভ কাজ বাড়াও। এখন থেকেই। বিশেষ করে ফাইনাল ইয়ার। রিসার্চ এ মন দাও। এক্সট্রা কারিকুলার এক্টিভিটি বাড়িয়ে সিভি টাকে গর্জিয়াস করো। সিভিতে শুধু শুধুই বাড়িয়ে কিচ্ছু লেখার দরকার নেই। সেটুকুই তুলে দাও যেটুকু করেছো। পোশাকের দিকে নজর রাখো। মার্জিত হোক অতিরঞ্জিত করার দরকার নেই।
শুধু মাত্র H&M এর ফ্লোর দিয়ে একবার হেটে আসলেও কিন্তু অভিজ্ঞতার ঝুলি অনেকটা ভারী হবে।
Experience Share By
Fazle Rabbe
NITER
এক্সপেরিয়েন্স ২ : একজন বুটেক্সিয়ানের ওয়াল থেকে
আজকে H&M এর ভাইভা দিতে গিয়েছিলাম।চাকুরি হবে কি হবে না, সেটা পরের ব্যাপার।কিছু অমূল্য কিছু অভিজ্ঞতা সাথে করে নিয়ে এসেছি।টেক্সটাইল এর ভাইভাগুলো দিতে কাজে আসবে আশা করি।
সবচেয়ে বড় যেই জিনিসটা ভালো লেগেছে সেটা হলো ওদের ওয়ার্কিং এনভায়রনমেন্ট। এত জোশ আর ক্লাসি একটা পরিবেশে সবাই জব করে যে দেখলেই মন ভরে যায়। অফিসে ঢুকলেই শান্তি শান্তি লাগবে।
চাকুরির ভাইভা দেয়ার অন্তত এক মাস আগে থেকেই স্যুট, টাই,প্যান্ট তৈরি করে রাখুন।ভুলেও নিউমার্কেট বা রেডিমেড কিছু কিনতে যাবেন না।বানাতে খরচ একটু বেশি লাগলেও এর চমৎকার ফিটিংএ আপনাকে গর্জিয়াস দেখাবে।
এমন না যে শার্ট ইন করে, সু পায়ে ভাইভা দিলে চাকুরি হবে না।কিন্তু পোশাক আপনার কনফিডেন্স বহুগুণে বাড়িয়ে দিবে।আবারো বলছি, ভাল পোশাক মানে ভাল আউটলুক। ভাল আউটলুক মানে ভাল প্রেজেন্টেশন।
যাওয়ার পর দেখি সবাই এইচ এন্ড এম সম্পর্কে যথেষ্ট স্টাডি করে এসেছে।হাতের কাছে থাকা মোবাইলে উইকিপিডিয়া খুলে বসে পড়লাম।ইন্টারভিউ দেয়ার আগে ওই কোম্পানি সম্পর্কে জেনে যাবেন। এখনকার পোলাপান স্মার্ট বেশি।এরা মোটামুটি উইকিপিডিয়া মুখস্থ করে আসে।
ওরা স্মার্ট ইংলিশ বেশ এপ্রিশিয়েট করে।যা জানতে চায়, তার সাথে নিজের ওই জানতে চাওয়া ব্যাপারের কোন অভিজ্ঞতা থাকলে জুড়ে দিন।
ভাইভা তে আপনার উত্তর থেকেই আপনাকে প্রশ্ন করা হবে।তাই নিজে যা ভাল জানেন সেটাকে উত্তরের সাথে জড়িয়ে নিয়ে প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করুন।
কিছু কমন প্রশ্নের উত্তর আগে থেকেই রেডি করে রাখুন।ডেস্ক্রাইব ইওরসেল্ফ,স্ট্রং পয়েন্ট,ঊইক পয়েন্ট এই ধরণের প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখে গুছিয়ে নিন।
Experience Share By
Muhaiminul Islam Ovi
এখন যারা আগ্রহী তারা অবশ্যই জবের জন্য সোর্স লিংক খুঁজবেন তাদের জন্য H&M Bangladesh এর জব সার্কুলার লিংক
http://career.hm.com/content/hmcareer/en_bd/findjob.html?&jobCategory=hmcareer:jobcategory/production®ionCategory=all&cityCategory=all&jobtypeCategory=all
H&M ক্যারিয়ার গাইডলাইন
http://career.hm.com/content/hmcareer/en_bd.html
H&M বাংলাদেশ অফিস এর ঠিকানা :
Phone, +880 9609-000466 · Address. House No. NW(K) 8/A, Road No. 50, Gulshan 2, Dhaka 1212; 1212 Dhaka, Bangladesh.
1 টি মন্তব্য:
was the internship program is paid or is there any allowance they provide? Asking from curiosity :)
একটি মন্তব্য পোস্ট করুন