ডাইং করা ফেব্রিকের সেড এর IQ টেস্টিং - Textile Lab | Textile Learning Blog
ডাইং এর অনেকদিন জব করা একজনের সাথে সেড বোঝার জ্ঞান সম্পর্কে একজনকে চেলেঞ্জ করা হলে সে নিজেকে অনেক বড় ডাইং বিশেষজ্ঞ দাবি করেন  ।

কিন্ত তার দক্ষতা টেস্ট এর জন্য তাকে তার অজান্তে একটুকরো কাপড় কে দুই ভাগ করে তাকে Lot A Lot B তে মার্কিং করে  সেইম ফেব্রিক তাকে দেয়া হয়েছিল   আর তাকে বলা হয়েছিলো যে আমাদের  Lot A এর সাথে  Lot B মিলাতে হবে  আর আপনি সেডের অবস্থা কমেন্ট করুন যাতে আমরা এডিশন এবং কারেকশন করতে পারি ?

তিনি বললেন Lot A এর তুলনায়  Lot B  অনেক লাইট, ইয়োলিশ
আপনারা বুঝতে পেরেছেন তার কালার IQ

এখানে তার দোষ দিচ্ছি না এখানে একটি সাইন্স কাজ করেছে সেটা হচ্ছে :

১. টেনে ছিঁড়ে ফেলার কারনে একটি স্ট্রেস করার ফলে সেটি লাইট মনে হয়েছে।

২. ফেব্রিক এর জিওমেট্রি  চেঞ্জ হয়েছে, টুইল লাইন এর এলাইনমেন্ট সেইম নেই যার ফলে লাইট রিফ্লেকশন দুটার এক না।

৩. ফেব্রিক টি পিচ / সুইডিং করা যার ফলে প্ট্রুডিং ফাইবার গুলির ডিরেকশন এক না তাই সেই এক দিকে এক রকম।

কথা হচ্ছে যেখানে সেইম ফেব্রিক কাটার পর এক পার্ট এর সাথে অন্য পার্ট এর সেডের ডিফারেন্স হয় সেখানে লট বাই লট, ব্যাচ বাই ব্যাচ সেড কি করে এক হবে। এখানে ফাইবার, ইয়ার্ন,প্যারামিটার, কোয়ালিটি ফেক্ট আছে সুতরাং ডাইং এর লোকজন এই বিষয় টি মনে রাখুন।

টেক্সটাইল হলো সাইন্স এটা ম্যাজিক বা অভিজ্ঞতা না এতে সব কাজের যুক্তি আছে না হয় কারন আছে ।

ডাইং করা ফেব্রিকের সেড এর IQ টেস্টিং

ডাইং এর অনেকদিন জব করা একজনের সাথে সেড বোঝার জ্ঞান সম্পর্কে একজনকে চেলেঞ্জ করা হলে সে নিজেকে অনেক বড় ডাইং বিশেষজ্ঞ দাবি করেন  ।

কিন্ত তার দক্ষতা টেস্ট এর জন্য তাকে তার অজান্তে একটুকরো কাপড় কে দুই ভাগ করে তাকে Lot A Lot B তে মার্কিং করে  সেইম ফেব্রিক তাকে দেয়া হয়েছিল   আর তাকে বলা হয়েছিলো যে আমাদের  Lot A এর সাথে  Lot B মিলাতে হবে  আর আপনি সেডের অবস্থা কমেন্ট করুন যাতে আমরা এডিশন এবং কারেকশন করতে পারি ?

তিনি বললেন Lot A এর তুলনায়  Lot B  অনেক লাইট, ইয়োলিশ
আপনারা বুঝতে পেরেছেন তার কালার IQ

এখানে তার দোষ দিচ্ছি না এখানে একটি সাইন্স কাজ করেছে সেটা হচ্ছে :

১. টেনে ছিঁড়ে ফেলার কারনে একটি স্ট্রেস করার ফলে সেটি লাইট মনে হয়েছে।

২. ফেব্রিক এর জিওমেট্রি  চেঞ্জ হয়েছে, টুইল লাইন এর এলাইনমেন্ট সেইম নেই যার ফলে লাইট রিফ্লেকশন দুটার এক না।

৩. ফেব্রিক টি পিচ / সুইডিং করা যার ফলে প্ট্রুডিং ফাইবার গুলির ডিরেকশন এক না তাই সেই এক দিকে এক রকম।

কথা হচ্ছে যেখানে সেইম ফেব্রিক কাটার পর এক পার্ট এর সাথে অন্য পার্ট এর সেডের ডিফারেন্স হয় সেখানে লট বাই লট, ব্যাচ বাই ব্যাচ সেড কি করে এক হবে। এখানে ফাইবার, ইয়ার্ন,প্যারামিটার, কোয়ালিটি ফেক্ট আছে সুতরাং ডাইং এর লোকজন এই বিষয় টি মনে রাখুন।

টেক্সটাইল হলো সাইন্স এটা ম্যাজিক বা অভিজ্ঞতা না এতে সব কাজের যুক্তি আছে না হয় কারন আছে ।

কোন মন্তব্য নেই: