গার্মেন্টস টেক্সটাইল এর L/C সম্পর্কে কিছু তথ্য জেনে রাখুন | Latter Of Credit - For Garments - Textile Lab | Textile Learning Blog
আমরা আগের পোষ্ট থেকে জেনেছি যে ব্যাবসা করতে গেলে বড় বড় লেনদেন গুলো L/C এর মাধ্যমে হয়। এটি অনেক বেশি নিরাপদ কিন্তু  আমরা কি জানি অনেক type এর L/C র মদ্ধে কোন L/C টা আমাদের জন্য বেশি উপকারী??? অথবা কোন L/C কে আমরা কিভাবে সঙ্গায়িত করব। নিম্নে খুব অল্পপরিসরে সহজ ভাষায় বর্ননা করা হল। যদি কারো details লাগে তবে massage দিয়েন।

Master L/C : এটি বায়র দিয়ে থাকে। মুলত বায়ার এর ব্যাংক আমাদের ব্যংককে নিশ্চয়তা দিয়ে থাকে।  এটি মুল L/C এবং সব Terms and condition লেখা থাকে।

B2B L/C : এটি  master L/C র ছোট portion,  একটি মুলত আমাদের supplier দের জন্য আমরা খুলে থাকি। আমাদের কাছে এটি back to back L/C কিন্তু supplier er কাছে master L/C.

At sight L/C : এটি আমাদের জন্য সব চেয়ে ভাল এবং সুবিধা জনক L/C কারন আমরা মাল shipment করার পর documents জমা দিলেই টাকা পেয়ে যাব।

  Revocable L/C : বায়ার ইচ্ছা করলে যে কোন সময় কোন কিছু ask না করেই L/C terms and condition change করতে পরবে। এমন কি কিছু না জানিয়ে L/C বাতিলও করে দিতে পারবে। এটি supplier এর জন্য মোটেও ভাল না এবং অনেক বেশি risky


  Irrevocable L/C : L/C র কোন terms and condition change করতে হলে উভয় party র সম্মতি লাগবে।

Transferrable or Disible L/C : সম্পুন L/C অথবা কিছু পরিমান অন্য কাউকে বা কারো কাছে transfer করা।

Confirmed L/C :  দ্বিতীয় কোন party থেকে guaranty পাওয়া যে যদি 1st পার্টি টাকা দিতে অপরাগ হয় তবে অন্য পার্টি টাকা দিবে।

Unconfirmed L/C : শুধুমাএ যে ব্যাংক open করে সেই guaranteed হয়। অন্য কোন ব্যাংক অথবা অন্য কেউ guarantor হয় না।

Red Clause L/C : রুলস এন্ড রেগুলেসনের বাইরে বায়ার অনেক রকম সুযোগ সুবিধা দেয়। সাধারনত relation ভাল হলেই এমন সুযোগ সুবিধা দিবে।

Deferred L/C : বায়ার মালামাল বিক্রি করে টাকা দিবে। defferd L/C ও risky কারন পরর্বতিতে বায়ার discount দিতে পারে।

Restricted : যেখানে negotiation bank এর ব্যাপারে specific করে বলা থাকে। আমরা চাইলেও অন্য কোন ব্যাংককে আমাদের advisory ব্যাংক হিসেবে ব্যাবহার করতে পারব না।
UN-Restricted : ব্যাংক choose এর ব্যাপারে কোন restriction নাই। যে কোন ব্যাংকের মাদ্ধমেই আমরা transaction করতে পারব।

Note:
At sight L/C টা মুলত L/C র একটা টার্মস। সিপমেন্ট করার পর  ইন ভয়েস,  প্যাকিংলিস্ট,  BL copy সহ অন্যান্য exported ডকুমেন্টস ব্যাংকে সাবমিট করার সাথেসাথে আমার advising ব্যাংক আমাকে payment দিয়ে দিবে। পরবর্তিতে আমার ব্যাংক বায়ারের ব্যাংকে ডকুমেন্টস পাঠাবে। ডকুমেন্টসে কোন problem না থাকলে ৫/৬ দিনের মদ্ধে টাকা আমাদের account এ জমা হবে।  যদি papers এ কোনো prob থাকে তবে payment রিলিজ হতে সময় লাগবে।  আমার ব্যাংক ১ সপ্তাহ আমাকে সময় দিবে যে সময়ে কোনো interest নিবে না কিন্তু এক সপ্তাহ cross করলে interest দিতে হবে।  তাই merchandiser দের উচিৎ যতখন টাকা একাউন্টে জমা না হবে ততখন বায়ার কে পুস করা। at sight L/C র ব্যবহার টা সবচেয়ে বেশি।


গার্মেন্টস টেক্সটাইল এর L/C সম্পর্কে কিছু তথ্য জেনে রাখুন | Latter Of Credit - For Garments

আমরা আগের পোষ্ট থেকে জেনেছি যে ব্যাবসা করতে গেলে বড় বড় লেনদেন গুলো L/C এর মাধ্যমে হয়। এটি অনেক বেশি নিরাপদ কিন্তু  আমরা কি জানি অনেক type এর L/C র মদ্ধে কোন L/C টা আমাদের জন্য বেশি উপকারী??? অথবা কোন L/C কে আমরা কিভাবে সঙ্গায়িত করব। নিম্নে খুব অল্পপরিসরে সহজ ভাষায় বর্ননা করা হল। যদি কারো details লাগে তবে massage দিয়েন।

Master L/C : এটি বায়র দিয়ে থাকে। মুলত বায়ার এর ব্যাংক আমাদের ব্যংককে নিশ্চয়তা দিয়ে থাকে।  এটি মুল L/C এবং সব Terms and condition লেখা থাকে।

B2B L/C : এটি  master L/C র ছোট portion,  একটি মুলত আমাদের supplier দের জন্য আমরা খুলে থাকি। আমাদের কাছে এটি back to back L/C কিন্তু supplier er কাছে master L/C.

At sight L/C : এটি আমাদের জন্য সব চেয়ে ভাল এবং সুবিধা জনক L/C কারন আমরা মাল shipment করার পর documents জমা দিলেই টাকা পেয়ে যাব।

  Revocable L/C : বায়ার ইচ্ছা করলে যে কোন সময় কোন কিছু ask না করেই L/C terms and condition change করতে পরবে। এমন কি কিছু না জানিয়ে L/C বাতিলও করে দিতে পারবে। এটি supplier এর জন্য মোটেও ভাল না এবং অনেক বেশি risky


  Irrevocable L/C : L/C র কোন terms and condition change করতে হলে উভয় party র সম্মতি লাগবে।

Transferrable or Disible L/C : সম্পুন L/C অথবা কিছু পরিমান অন্য কাউকে বা কারো কাছে transfer করা।

Confirmed L/C :  দ্বিতীয় কোন party থেকে guaranty পাওয়া যে যদি 1st পার্টি টাকা দিতে অপরাগ হয় তবে অন্য পার্টি টাকা দিবে।

Unconfirmed L/C : শুধুমাএ যে ব্যাংক open করে সেই guaranteed হয়। অন্য কোন ব্যাংক অথবা অন্য কেউ guarantor হয় না।

Red Clause L/C : রুলস এন্ড রেগুলেসনের বাইরে বায়ার অনেক রকম সুযোগ সুবিধা দেয়। সাধারনত relation ভাল হলেই এমন সুযোগ সুবিধা দিবে।

Deferred L/C : বায়ার মালামাল বিক্রি করে টাকা দিবে। defferd L/C ও risky কারন পরর্বতিতে বায়ার discount দিতে পারে।

Restricted : যেখানে negotiation bank এর ব্যাপারে specific করে বলা থাকে। আমরা চাইলেও অন্য কোন ব্যাংককে আমাদের advisory ব্যাংক হিসেবে ব্যাবহার করতে পারব না।
UN-Restricted : ব্যাংক choose এর ব্যাপারে কোন restriction নাই। যে কোন ব্যাংকের মাদ্ধমেই আমরা transaction করতে পারব।

Note:
At sight L/C টা মুলত L/C র একটা টার্মস। সিপমেন্ট করার পর  ইন ভয়েস,  প্যাকিংলিস্ট,  BL copy সহ অন্যান্য exported ডকুমেন্টস ব্যাংকে সাবমিট করার সাথেসাথে আমার advising ব্যাংক আমাকে payment দিয়ে দিবে। পরবর্তিতে আমার ব্যাংক বায়ারের ব্যাংকে ডকুমেন্টস পাঠাবে। ডকুমেন্টসে কোন problem না থাকলে ৫/৬ দিনের মদ্ধে টাকা আমাদের account এ জমা হবে।  যদি papers এ কোনো prob থাকে তবে payment রিলিজ হতে সময় লাগবে।  আমার ব্যাংক ১ সপ্তাহ আমাকে সময় দিবে যে সময়ে কোনো interest নিবে না কিন্তু এক সপ্তাহ cross করলে interest দিতে হবে।  তাই merchandiser দের উচিৎ যতখন টাকা একাউন্টে জমা না হবে ততখন বায়ার কে পুস করা। at sight L/C র ব্যবহার টা সবচেয়ে বেশি।


৩টি মন্তব্য:

Unknown বলেছেন...

could you pls give the more details regarding fabric consumption.

m tech technique masud360 বলেছেন...

আসসালামু আলাইকুম জনাব
আমি ওমান থাকি একটা সুপার শপে কাজ করি
ভাইয়া আমি আমার মালিক বাংলাদেশ থেকে গার্মেন্টস পন্য (জিন্স,বাচ্চাদের সুট, শার্ট )ইত্যাদি কিনে ওমান আনতে ছাচ্চি এখন কথা থেকে এই পন্য গুলি ঢাকা চিটাগাংগের কোথায় গেলে আমি পন্য গুলি কিনতে পারি
এবং বায়িং হাউজে না গিয়ে কি সরাসরি পন্য কিনা যাবে দয়া করে আমাকে পরামর্শ দিলে আমি অনেক উপক্রিত হব এবং টাকা পইসা লেন দেন বিষয়টা

Unknown বলেছেন...

Pls write post some thing for Woven shirt Textile quality.
Thanks.
AR Liton.