Textile Lab helping you to know about the practical textile industrial experience . here you get to know about merchandising dyeing spinning weaving knitting Quality Garments .It helps to update textile knowledge among the students, teachers, entrepreneurs
Z ব্লাক / Jet ব্লাক কোনটা সঠিক ?
মাঝে মাঝে আমাদের টার্গেট বা স্টেন্ডার্ড ছাড়া ডিপ ব্লাক / এনি ব্লাক করতে হয় একে ডাইং এর টার্মসে জেট ব্লাক বলে। কিন্ত ফেক্টরিতে এটা অনেকেই ভুলে Z ব্লাক বলে থাকেন। এতে কোন সমস্যা না হলেও আপনাদের সঠিক টার্ম টাই বলা উচিৎ । অর্থাৎ এখন থেকে Z এর পরিবর্তে Jet Black বলবেন।
মাঝে মাঝে আমাদের টার্গেট বা স্টেন্ডার্ড ছাড়া ডিপ ব্লাক / এনি ব্লাক করতে হয় একে ডাইং এর টার্মসে জেট ব্লাক বলে। কিন্ত ফেক্টরিতে এটা অনেকেই ভুলে Z ব্লাক বলে থাকেন। এতে কোন সমস্যা না হলেও আপনাদের সঠিক টার্ম টাই বলা উচিৎ । অর্থাৎ এখন থেকে Z এর পরিবর্তে Jet Black বলবেন।
Mazedul Hasan ( Shishir )
Production Officer
Woven Dyeing Department
At Intramex Texile Ltd.
Mazadul Hasan Shishir live in Dhaka, Bangladesh and have been working in Texile sector since 2010. I have a experience both Knit and woven dyeing . Beside my job i have been writing also in several online Textile pages about Facebook Textile pages, Slides at Slideshare and Textile Factory Attachment . I have a great passion on it. I have so much eagerness on writing from my student life. without job time, i have spent my rest of the time on Blogging.
If you have any question about me then you can pass it up to me at
#Email: Mazadulhasan@yahoo.com.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন