জিগারে ডাইং এন্ড প্রিট্রিটমেন্ট প্রসেস | Jigger Dyeing Pre Treatment Process - Textile Lab | Textile Learning Blog
টোটাল জিগার ডাইং এন্ড প্রিট্রিটমেন্ট প্রসেস :

ব্যাক প্রসেস বা প্রিট্রিটমেন্ট ডিসাইজিং  :

১. মেশিনে   ফেব্রিক তোলার সময় পানিতে ভিজিয়ে পানি তুলতে হবে।

২. তোলা হয়ে গেলে ওয়েটিং এজেন্ট ২ কেজি সাবান ১.৫০ কেজি টেম্পারেচার ৭০-৭৫ ডিগ্রী সেট করতে হবে।

৩. ৪ রান অর্থাৎ ফেব্রিক চার বার মুভ করবে বাথের ভেতরে।

৫. ৪ রান দেয়ার পর বাথ ড্রেইন করে দিতে হবে।

৬. হট ওয়াস করে হবে  ৯০ ডিগ্রীতে আর  ২ রান দিতে হবে টুইল জাতীয় ফেব্রিক এর জন্য, আর ভিসকোস টেনসিন ভয়েল ১ রান ৯০ ডিগ্রী টেম্পারেচারে।

ব্লিচিং :
১. পানি নিতে হবে বাথের ক্যাপাসিটি অনুযায়ী।

২. ক্যামিকেল নেয়ার নিয়ম হচ্ছে  ফেব্রিক ওয়েট এর 3.5% H2O2,  2.5% Custic Stabilizer 1/gpl, Wetting Agent 1/gpl

৩. ক্যামিকেল দেয়ার পর 4 রানে ব্লিচ স্যাম্পল চেজ করতে হবে  X টেম্পারেচার হবে  ৮০ ডিগ্রী।

৪. 4 Run হয়ে গেলে এব্জরবেন্সি চেক করে, বাথ ড্রেইন করে দিতে হবে এবজরবেন্সি না আসলে প্রয়োজনে আরো ১-২ রান বাড়াতে হবে।

৫. এব্জরবেন্সি আসলে ৯০ ডিগ্রী তে হট ওয়াস দিতে হবে ২ রানে।

৬.  এসিড ৩ কেজি দিয়ে বা লিটারে ১ গ্রাম করে দিয়ে এসিড ওয়াস দিয়ে নিউট্রাল করতে হবে।

৭. হট ওয়াস করতে হবে ১ রান দিয়ে

কাস্টিক সাইজিং বা মার্সারাইজিং :

১. ব্লিচ বাথ আউট করে দেয়ার পর ৮০ ডিগ্রী হট ২ রান
মার্সারাইজ এর জন্য কাস্টিক এর বুম
টুইল ২৩-২৪ বুম
পপলিন ১৮-২০ বুম
ভয়েল ১৫-১৬ বুম

২. কাস্টিক দেয়ার পর ৪ রান দিয়ে স্যাম্পল কেটে এবজরনবেনসি চেক করতে হবে। টেম্পারেচার ছাড়া ফেব্রিক এর রান দিতে হবে আর মেশিন অটো হলে সার্কুলেশন রানিং থাকতে হবে।

৩. হট ওয়াস ২-৩ টা রান, টেম্পারেচার   ৯০

৪. একটা এসিড ওয়াস দিতে হবে নিউট্রাল এর জন্য

ডাইং :

১. ফেব্রিক লোডিং

২.ফেব্রিক লোডিং হট ওয়াস ৭০-৮০ ডিগ্রী তে ১ রান দিতে হবে।

৩. সল্ট ১০ গ্রাম/লিটার হারে দিয়ে  ২ রান দিতে হবে।

৪. রেসিপি অনুযায়ী ডাইজ দিতে ২ রান দিতে হবে।

৫. সোডা ৫গ্রাম /লিটার ২ রান লাইট কালার ৬-৮ রান ২ রান দিয়ে স্যাম্পল চেক করতে হবে আর লাইট ডিপ ৪ রান দিয়ে স্যাম্পল চেক করতে হবে।

৬. এডিশন লাগলে এডিশন দিতে হবে

৭. সেড ওকে হলে :
হট ওয়াস দিতে হবে ৭০-৭৫ ডিগ্রীতে :২রান
+৬০ ডিগ্রী তে লাইট কালার  ১ রান

৮. ফাইনাল স্যাম্পল কেটে পরে আনলোড করতে হবে




জিগারে ডাইং এন্ড প্রিট্রিটমেন্ট প্রসেস | Jigger Dyeing Pre Treatment Process

টোটাল জিগার ডাইং এন্ড প্রিট্রিটমেন্ট প্রসেস :

ব্যাক প্রসেস বা প্রিট্রিটমেন্ট ডিসাইজিং  :

১. মেশিনে   ফেব্রিক তোলার সময় পানিতে ভিজিয়ে পানি তুলতে হবে।

২. তোলা হয়ে গেলে ওয়েটিং এজেন্ট ২ কেজি সাবান ১.৫০ কেজি টেম্পারেচার ৭০-৭৫ ডিগ্রী সেট করতে হবে।

৩. ৪ রান অর্থাৎ ফেব্রিক চার বার মুভ করবে বাথের ভেতরে।

৫. ৪ রান দেয়ার পর বাথ ড্রেইন করে দিতে হবে।

৬. হট ওয়াস করে হবে  ৯০ ডিগ্রীতে আর  ২ রান দিতে হবে টুইল জাতীয় ফেব্রিক এর জন্য, আর ভিসকোস টেনসিন ভয়েল ১ রান ৯০ ডিগ্রী টেম্পারেচারে।

ব্লিচিং :
১. পানি নিতে হবে বাথের ক্যাপাসিটি অনুযায়ী।

২. ক্যামিকেল নেয়ার নিয়ম হচ্ছে  ফেব্রিক ওয়েট এর 3.5% H2O2,  2.5% Custic Stabilizer 1/gpl, Wetting Agent 1/gpl

৩. ক্যামিকেল দেয়ার পর 4 রানে ব্লিচ স্যাম্পল চেজ করতে হবে  X টেম্পারেচার হবে  ৮০ ডিগ্রী।

৪. 4 Run হয়ে গেলে এব্জরবেন্সি চেক করে, বাথ ড্রেইন করে দিতে হবে এবজরবেন্সি না আসলে প্রয়োজনে আরো ১-২ রান বাড়াতে হবে।

৫. এব্জরবেন্সি আসলে ৯০ ডিগ্রী তে হট ওয়াস দিতে হবে ২ রানে।

৬.  এসিড ৩ কেজি দিয়ে বা লিটারে ১ গ্রাম করে দিয়ে এসিড ওয়াস দিয়ে নিউট্রাল করতে হবে।

৭. হট ওয়াস করতে হবে ১ রান দিয়ে

কাস্টিক সাইজিং বা মার্সারাইজিং :

১. ব্লিচ বাথ আউট করে দেয়ার পর ৮০ ডিগ্রী হট ২ রান
মার্সারাইজ এর জন্য কাস্টিক এর বুম
টুইল ২৩-২৪ বুম
পপলিন ১৮-২০ বুম
ভয়েল ১৫-১৬ বুম

২. কাস্টিক দেয়ার পর ৪ রান দিয়ে স্যাম্পল কেটে এবজরনবেনসি চেক করতে হবে। টেম্পারেচার ছাড়া ফেব্রিক এর রান দিতে হবে আর মেশিন অটো হলে সার্কুলেশন রানিং থাকতে হবে।

৩. হট ওয়াস ২-৩ টা রান, টেম্পারেচার   ৯০

৪. একটা এসিড ওয়াস দিতে হবে নিউট্রাল এর জন্য

ডাইং :

১. ফেব্রিক লোডিং

২.ফেব্রিক লোডিং হট ওয়াস ৭০-৮০ ডিগ্রী তে ১ রান দিতে হবে।

৩. সল্ট ১০ গ্রাম/লিটার হারে দিয়ে  ২ রান দিতে হবে।

৪. রেসিপি অনুযায়ী ডাইজ দিতে ২ রান দিতে হবে।

৫. সোডা ৫গ্রাম /লিটার ২ রান লাইট কালার ৬-৮ রান ২ রান দিয়ে স্যাম্পল চেক করতে হবে আর লাইট ডিপ ৪ রান দিয়ে স্যাম্পল চেক করতে হবে।

৬. এডিশন লাগলে এডিশন দিতে হবে

৭. সেড ওকে হলে :
হট ওয়াস দিতে হবে ৭০-৭৫ ডিগ্রীতে :২রান
+৬০ ডিগ্রী তে লাইট কালার  ১ রান

৮. ফাইনাল স্যাম্পল কেটে পরে আনলোড করতে হবে




কোন মন্তব্য নেই: