প্যাডার পিক আপঃ পিকাপ %
পিক আপ এই টার্মস টা ব্যাবহার করা হয় যে সকল মেশিন গুলিতে প্যাডার এবং রোলার ব্যাবহার করা হয়, আর প্যাডার এর প্রেসার দিয়ে ফেব্রিক এর লিকুইড পিক আপ রেগুলেট করা হয় । পিক আপ মিজার করার ইউনিট হলো %।
যেমন : ৭০% পিকাপ এর অর্থ হচ্ছে কোন কাপড় যদি প্যাডারে স্কুইজ করা হয় হয় তখন প্যাডার প্রেসার এমন থাকে যে কাপড় নিজের ওয়েট এর ৭০% পর্যন্ত লিকার এবজরব করতে পারে।
ওভেন এর মেশিন গুলি প্রায় সব গুলি প্যাডার বেইজড মেশিন যেমন Continuous Bleach, Marcerize Machine, Disizing Machine, CPB, Stanter
ওভেন ডাইং এর ক্ষত্রে cpb. তে ৭০% পিকাপ
ডিসাইজ এ ৯৫% পিকাপ
ব্লিচ এ ৯৯% পিকাপ
ডিসাইজ এ ৯৫% পিকাপ
ব্লিচ এ ৯৯% পিকাপ
নীট এর ক্ষত্রে শুধু মাত্র স্কুইযার, স্লিটার, স্টেনটার মেশিন।
প্রেসার এর সাথে পিকাপ এবং সেড এর সম্পর্কঃ
প্যাডার প্রেসার যতো বাড়ানো হবে ততো পিকাপ ততো কমতে থাকবে প্যাডার প্রেসার কমালে পিকাপ বাড়বে । পিকাপ বাড়া মানে এবজরবেন্সি বেড়ে যাওয়া। আর এবজরবেন্সি বাড়ার সাথে সেড লাইট ডিপ হওয়া সম্পর্কিত প্যাডার প্রসার বাড়ালে সেড লাইট হবে কমালে ডিপ।
পিকাপ মাপার নিয়ম :
একটি স্যাম্পল নিয়ে তার ওয়েট করে নিতে হবে এটি হবে তার বিফোর ওয়েট এবং এটি নেয়ার পর স্যাম্পল কে লিকারে ভিজিয়ে প্যাডারে দিয়ে পাস করতে হবে এবং আমাদের মুল বিষয় হচ্ছে প্যাডার এর প্রেসার এর পর স্যাম্পল তার নিজ ওয়েট এর কতো % লিকার এবজরব করতে পেরেছে আর এটাই তার পিকাপ
ক্যাল্কুলেশন :
পিকাপ % = স্যাম্পল ওয়েট বিফোর / স্যাম্পল ওয়েট বিফোর- স্যাম্পল ওয়েট আফটার X 100%
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন