টেক্সটাইল এর বেড পলিসি, যেগুলি টেক্সটাইল এর সৌন্দর্য নস্ট করছে - Textile Lab | Textile Learning Blog
টেক্সটাইল এর বেড পলিসিঃ

১. জুনিয়র কে শেখালে নিজের ডিমান্ড কমে যাবে,  জুনিয়র শিখে গেলে আমার ডিমান্ড থাকবে না ।

২. টেক্সটাইল ইঞ্জিনিয়ার নেয়া যাবে না নিলে বা সুযোগ দিলে তারা দ্রুত উপরে উঠে যাবে।

৩. নিজ জেলার লোক ব্যাতিত অন্য কোন জেলার লোক নেয়া যাবে না, অন্য জেলার লোক সাহায্য করবে না।

৪. সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ার নিলে বেতন বেশি দেয়া লাগবে।

৫. প্রাইভেট এরা কিছু বোঝে না এদের প্রডাকশনে দেয়া যাবে না।

৬. নতুন ফেক্টরিতে পুরোন লোক বের করে দিয়ে নিজের পরিচিত  লোক নিতে হবে।

৭. কথা শোনে না, শিক্ষা দেয়ার জন্য অন্তত ইনক্রিমেন্ট কমিয়ে দিতে হবে প্রোমোশন দেয়া যাবে না।

৮. এ কার লোক, ও কার লোক খুজে বের কর।

৯. আমার আন্ডারে আমার ভার্সিটির জুনিয়র নিতে হবে এর বাইরে  অন্যদের নেয়া যাবে না ।

১০. রেফারেন্স লাগবে জবের জন্য ।

১১. ডাইজ ক্যামিকেল এর ভেতরে কমিশন খেতে হবে।

১২. আমার ফ্লোর, আমি এতো প্রডাকশন দেই, অতো প্রডাকশন দেই এমন ভাবা, টিম কে অবমুল্যায়ন করা।

১৩. কাজ না শিখিয়ে, ট্রেইন না করে, ডিসিশন না দিয়ে বকাঝকা করে প্রডাকশন আদায় করা,  দুর্বলতা নিয়ে খোটা দেয়া।

১৪. অন্যের দোষ খুজে বের করা, নিজের দোষ জুনিয়র এর ঘাড়ে  চাপিয়ে দেয়া ,সমাধান এর চেয়ে বাচার উপায় খোজা।

১৫. সদা অন্যের নামে অভিযোগ করে বেড়ানো।

১৬. সুযোগ পেলে কাজ না করে ঘুরে বেড়ানো।

১৭. স্টাফ স্যালারি ৩ মাস ফেলে রাখলে বা পরে দিলে কোম্পানির অনেক প্রফিট হবে ।






job

টেক্সটাইল এর বেড পলিসি, যেগুলি টেক্সটাইল এর সৌন্দর্য নস্ট করছে

টেক্সটাইল এর বেড পলিসিঃ

১. জুনিয়র কে শেখালে নিজের ডিমান্ড কমে যাবে,  জুনিয়র শিখে গেলে আমার ডিমান্ড থাকবে না ।

২. টেক্সটাইল ইঞ্জিনিয়ার নেয়া যাবে না নিলে বা সুযোগ দিলে তারা দ্রুত উপরে উঠে যাবে।

৩. নিজ জেলার লোক ব্যাতিত অন্য কোন জেলার লোক নেয়া যাবে না, অন্য জেলার লোক সাহায্য করবে না।

৪. সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ার নিলে বেতন বেশি দেয়া লাগবে।

৫. প্রাইভেট এরা কিছু বোঝে না এদের প্রডাকশনে দেয়া যাবে না।

৬. নতুন ফেক্টরিতে পুরোন লোক বের করে দিয়ে নিজের পরিচিত  লোক নিতে হবে।

৭. কথা শোনে না, শিক্ষা দেয়ার জন্য অন্তত ইনক্রিমেন্ট কমিয়ে দিতে হবে প্রোমোশন দেয়া যাবে না।

৮. এ কার লোক, ও কার লোক খুজে বের কর।

৯. আমার আন্ডারে আমার ভার্সিটির জুনিয়র নিতে হবে এর বাইরে  অন্যদের নেয়া যাবে না ।

১০. রেফারেন্স লাগবে জবের জন্য ।

১১. ডাইজ ক্যামিকেল এর ভেতরে কমিশন খেতে হবে।

১২. আমার ফ্লোর, আমি এতো প্রডাকশন দেই, অতো প্রডাকশন দেই এমন ভাবা, টিম কে অবমুল্যায়ন করা।

১৩. কাজ না শিখিয়ে, ট্রেইন না করে, ডিসিশন না দিয়ে বকাঝকা করে প্রডাকশন আদায় করা,  দুর্বলতা নিয়ে খোটা দেয়া।

১৪. অন্যের দোষ খুজে বের করা, নিজের দোষ জুনিয়র এর ঘাড়ে  চাপিয়ে দেয়া ,সমাধান এর চেয়ে বাচার উপায় খোজা।

১৫. সদা অন্যের নামে অভিযোগ করে বেড়ানো।

১৬. সুযোগ পেলে কাজ না করে ঘুরে বেড়ানো।

১৭. স্টাফ স্যালারি ৩ মাস ফেলে রাখলে বা পরে দিলে কোম্পানির অনেক প্রফিট হবে ।






কোন মন্তব্য নেই: