বয়েলার বিষ্ফোরন রোধে করনীয় কিছু কাজ বা চেক লিস্ট - Textile Lab | Textile Learning Blog
 জেনে নিন একজন দক্ষ বয়লার চালকের কি কি বিষয় জানা থাকা দরকার

বয়লার নিরাপত্তার জন্য এই নির্দেশাবলী আমি বড় করে প্রিন্ট করে আমার বয়লার সেকশনে টানিয়ে দিয়েছি।

১। গ্যাসের চাপ এবং বিদ্যুৎ সরবরাহ লাইন ঠিকমত কাজ করছে কি না চেক করা!

২। বয়লার চালু করার পূর্বে Fed Tank এর পানি Soft আছে কি না তা পরীক্ষা করা। কোন অবস্থাতেই হার্ডনেস যুক্ত পানি ব্যবহার করা যাবে না।

৩। বয়লারের বাতাস আছে কি না থাকলে ব্লোয়ার দিয়ে বের করে নিতে হবে। Ear Cap / Header এর Cap খুলে ।

৪। পর্যাপ্ত পরিমান ষ্ট্রিম হলে খরহব Line On করতে হবে।

৫। পানি এবং গ্যাস যথাযথ আছে কি না প্রতিনিয়ত চেক করতে হবে।

৬। বয়লারের ষ্ট্রিম যথাযথ পরিমাণ আছে কি না তা পরীক্ষা করতে হবে।

৭। Fire Flame যথাযথ আছে কি না তা প্রতিনিয়ত পর্যবেক্ষণ করতে হবে।

৮। প্রতি আট ঘন্টা পরপর পানির হার্ডনেস (০-৫) পি.এইচ (৭-১১) এবং Fed Tank এর Temp (৬০-৭০) ডিগ্রী রাখতে হবে।

৯। অস্বাভাবিক শব্দ যদি পরিলক্ষিত হয় তাহলে তার উৎস খুঁজে বের করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

১০। বয়লারের সকল সেফটি ভাল্ব প্রতি মাসে একবার পরীক্ষা করতে হবে।

১১। ওয়াটার লেভেল কন্ট্রোলার ৩০ দিনে পরীক্ষা প্রয়োজনে খুলে পরিষ্কার করা।

১২। সেকোয়েন্স কন্ট্রোলার পরীক্ষা করা এবং প্রয়োজন অনুসারে সার্ভিসিং করা।

১৩। সেফটি সার্কিট পরীক্ষা করা এবং প্রয়োজন অনুযায়ী সার্ভিসিং করা।

১৪। গ্যাস সলেনয়েড ভাল্ব পরীক্ষা করা এবং প্রয়োজন অনুযায়ী সার্ভিসিং করা।

১৫। বয়লারের অভ্যন্তরে স্কেলের পরিমাণ পরীক্ষা করা এবং স্কেল পরিলক্ষিত হলে জরুরী ভিত্তিতে তা পরিষ্কার করা ।

১৬। বয়লারের পানি সফট আছে কিনা তা পরীক্ষা করা এবং ১৫ পি.এস. আই থাকা অবস্থায় ফ্লো ডাউন করা।

১৭। প্রতি ৬ মাস অন্তর Fire Tube Fire champers, Compressor পরিষ্কার করতে হবে।



বয়েলার বিষ্ফোরন রোধে করনীয় কিছু কাজ বা চেক লিস্ট

 জেনে নিন একজন দক্ষ বয়লার চালকের কি কি বিষয় জানা থাকা দরকার

বয়লার নিরাপত্তার জন্য এই নির্দেশাবলী আমি বড় করে প্রিন্ট করে আমার বয়লার সেকশনে টানিয়ে দিয়েছি।

১। গ্যাসের চাপ এবং বিদ্যুৎ সরবরাহ লাইন ঠিকমত কাজ করছে কি না চেক করা!

২। বয়লার চালু করার পূর্বে Fed Tank এর পানি Soft আছে কি না তা পরীক্ষা করা। কোন অবস্থাতেই হার্ডনেস যুক্ত পানি ব্যবহার করা যাবে না।

৩। বয়লারের বাতাস আছে কি না থাকলে ব্লোয়ার দিয়ে বের করে নিতে হবে। Ear Cap / Header এর Cap খুলে ।

৪। পর্যাপ্ত পরিমান ষ্ট্রিম হলে খরহব Line On করতে হবে।

৫। পানি এবং গ্যাস যথাযথ আছে কি না প্রতিনিয়ত চেক করতে হবে।

৬। বয়লারের ষ্ট্রিম যথাযথ পরিমাণ আছে কি না তা পরীক্ষা করতে হবে।

৭। Fire Flame যথাযথ আছে কি না তা প্রতিনিয়ত পর্যবেক্ষণ করতে হবে।

৮। প্রতি আট ঘন্টা পরপর পানির হার্ডনেস (০-৫) পি.এইচ (৭-১১) এবং Fed Tank এর Temp (৬০-৭০) ডিগ্রী রাখতে হবে।

৯। অস্বাভাবিক শব্দ যদি পরিলক্ষিত হয় তাহলে তার উৎস খুঁজে বের করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

১০। বয়লারের সকল সেফটি ভাল্ব প্রতি মাসে একবার পরীক্ষা করতে হবে।

১১। ওয়াটার লেভেল কন্ট্রোলার ৩০ দিনে পরীক্ষা প্রয়োজনে খুলে পরিষ্কার করা।

১২। সেকোয়েন্স কন্ট্রোলার পরীক্ষা করা এবং প্রয়োজন অনুসারে সার্ভিসিং করা।

১৩। সেফটি সার্কিট পরীক্ষা করা এবং প্রয়োজন অনুযায়ী সার্ভিসিং করা।

১৪। গ্যাস সলেনয়েড ভাল্ব পরীক্ষা করা এবং প্রয়োজন অনুযায়ী সার্ভিসিং করা।

১৫। বয়লারের অভ্যন্তরে স্কেলের পরিমাণ পরীক্ষা করা এবং স্কেল পরিলক্ষিত হলে জরুরী ভিত্তিতে তা পরিষ্কার করা ।

১৬। বয়লারের পানি সফট আছে কিনা তা পরীক্ষা করা এবং ১৫ পি.এস. আই থাকা অবস্থায় ফ্লো ডাউন করা।

১৭। প্রতি ৬ মাস অন্তর Fire Tube Fire champers, Compressor পরিষ্কার করতে হবে।



কোন মন্তব্য নেই: