ফেব্রিক কটনের কিনা তা টেস্ট করার উপায় | Fabric Composition Test - Textile Lab | Textile Learning Blog
কটন ফাইবার টেস্ট 

1.1 থেকে 3.1 সেমিস্টার পর্যন্ত কটন কি, ক্রস সেকশনাল ভিউ ক্যামন, কেমিকেল স্টাকচার কি, মনোমার কি, কেমিকেল প্রপার্টি, কিসে ডিজলভ হয়, ফ্লেম টেস্ট, ফাস্টনেস, সেনসিটিভনেস, ক্যামনে কালেক্ট করে, জিনিং, বেল, ব্লো-রুম, ল্যাপ, চুট মেট, কার্ডিং, স্লাইভার, ড্র-ফ্রেম, কার্ডেড, কম্বিং, পিসিং, কম্বড, সিম্পেক্স, রিবন, রোভিং, রিং কপ, কটন ফেব্রিক, সাইজিং, ডিসাইজিং, স্কাউরিং, ব্লিচিং, মারসারাইজিং, ডাইং, প্রিন্টিং, স্ট্রিপিং;  কটন নিয়ে এতকিছু পড়ার পর:
নিউ মার্কেট গিয়ে একটা কাপড় হাতে নিয়ে দোকানদার কে বলি, "মামা, কটন তো?"

সুতি কাপড়ের চাহিদা অন্য সব কাপড়ের চাইতে বেশি । পরে আরাম ও বেশি । সুতরাং কেনার পূর্বে জেনে নিন কাপড় কিংবা পোষাকটি সূতি কিনা:

১ম পরীক্ষা:
আপনার পছন্দের যে কাপড় কিংবা পোষকটি কিনবেন বলে মনস্থির করেছেন তার অল্পকিছু অংশ মুচড়ে ছেড়ে দিন । যদি মুচড়ানো, ভাঁজপড়া অংশটি ছেড়ে দেওয়ার পর আগের মুচড়ানো, ভাঁজপড়া অবস্থা বজায় থাকে তাহলে বুঝতে পারবেন কাপড়/পোষাকটি সূতি । পিওর কটন তথা সূতি কাপড়ের কাঁচামাল ফাইবার বা আশ এর ইলাস্টিসিটি তথা স্থিতিস্থাপকতা কম । যে কারনে একবার শেইফ চেঞ্জ হলে কিংবা ভাঁজ পড়লে আগের ভাঁজহীন অবস্থায় ফিরে আসতে পারে না ।

২য় পরীক্ষা:
কাপড়টি সূতি কিনা বুঝবার জন্য কাপড়ের লম্বালম্বি (দৈর্ঘ বরাবর) এবং আড়াআড়ি (প্রস্থ বরাবর) দিক হতে একটি সুতা বের করে নিন । সূতা দুটিকে পৃথকভাবে টেনে ছেঁড়ার চেষ্টা করুন । সুতাগুলি কটন বা সুতি হলে একটানে সহজেই ছিঁড়ে যাবে । সুতি না হয়ে পলিয়েস্টার হলে ছিঁড়ে না গিয়ে ফিলামেন্টের মতন লম্বা হবে ।

সুতি কাপড়ের আশ সাধারণত ১ থেকে ১.৫ ইঞ্চি লম্বা হয় যা টুইস্ট তথা পাক দিয়ে দিয়ে সূতা বানানো হয় । গ্রামে কৃষকদের খড় টুইস্ট তথা পাক দিয়ে দিয়ে দড়ির মত তৈরি করে খড়ের বোঝা বাধতে দেখেছেন নিশ্চয় । কটন তথা সুতি সুতাও স্পিনিং মিলে মেশিনে টুইস্ট দিয়ে তৈরি করা হয় । বিপরীতে পলিয়েস্টার সুতা দৈর্ঘ্যে অনেক লম্বা হয়ে থাকে, আর টুইস্টও থাকে না । অনেকটা কলা গাছের আশের মত ।

৩য় পরীক্ষা:
কাপড়ের এক কোনা হতে অতি ক্ষুদ্র অংশ কেটে নিয়ে আগুনে পোড়ান । পোড়া অংশ যদি ছাইয়ের মত হয়ে যায় তবে নিশ্চিত যে আপনার ক্রয়কৃত কাপড়টি সুতি  ।

লেখাসত্বঃ
Mohommad Iqbal Hossain
Bangladesh Univarsity Of Textile




ফেব্রিক কটনের কিনা তা টেস্ট করার উপায় | Fabric Composition Test

কটন ফাইবার টেস্ট 

1.1 থেকে 3.1 সেমিস্টার পর্যন্ত কটন কি, ক্রস সেকশনাল ভিউ ক্যামন, কেমিকেল স্টাকচার কি, মনোমার কি, কেমিকেল প্রপার্টি, কিসে ডিজলভ হয়, ফ্লেম টেস্ট, ফাস্টনেস, সেনসিটিভনেস, ক্যামনে কালেক্ট করে, জিনিং, বেল, ব্লো-রুম, ল্যাপ, চুট মেট, কার্ডিং, স্লাইভার, ড্র-ফ্রেম, কার্ডেড, কম্বিং, পিসিং, কম্বড, সিম্পেক্স, রিবন, রোভিং, রিং কপ, কটন ফেব্রিক, সাইজিং, ডিসাইজিং, স্কাউরিং, ব্লিচিং, মারসারাইজিং, ডাইং, প্রিন্টিং, স্ট্রিপিং;  কটন নিয়ে এতকিছু পড়ার পর:
নিউ মার্কেট গিয়ে একটা কাপড় হাতে নিয়ে দোকানদার কে বলি, "মামা, কটন তো?"

সুতি কাপড়ের চাহিদা অন্য সব কাপড়ের চাইতে বেশি । পরে আরাম ও বেশি । সুতরাং কেনার পূর্বে জেনে নিন কাপড় কিংবা পোষাকটি সূতি কিনা:

১ম পরীক্ষা:
আপনার পছন্দের যে কাপড় কিংবা পোষকটি কিনবেন বলে মনস্থির করেছেন তার অল্পকিছু অংশ মুচড়ে ছেড়ে দিন । যদি মুচড়ানো, ভাঁজপড়া অংশটি ছেড়ে দেওয়ার পর আগের মুচড়ানো, ভাঁজপড়া অবস্থা বজায় থাকে তাহলে বুঝতে পারবেন কাপড়/পোষাকটি সূতি । পিওর কটন তথা সূতি কাপড়ের কাঁচামাল ফাইবার বা আশ এর ইলাস্টিসিটি তথা স্থিতিস্থাপকতা কম । যে কারনে একবার শেইফ চেঞ্জ হলে কিংবা ভাঁজ পড়লে আগের ভাঁজহীন অবস্থায় ফিরে আসতে পারে না ।

২য় পরীক্ষা:
কাপড়টি সূতি কিনা বুঝবার জন্য কাপড়ের লম্বালম্বি (দৈর্ঘ বরাবর) এবং আড়াআড়ি (প্রস্থ বরাবর) দিক হতে একটি সুতা বের করে নিন । সূতা দুটিকে পৃথকভাবে টেনে ছেঁড়ার চেষ্টা করুন । সুতাগুলি কটন বা সুতি হলে একটানে সহজেই ছিঁড়ে যাবে । সুতি না হয়ে পলিয়েস্টার হলে ছিঁড়ে না গিয়ে ফিলামেন্টের মতন লম্বা হবে ।

সুতি কাপড়ের আশ সাধারণত ১ থেকে ১.৫ ইঞ্চি লম্বা হয় যা টুইস্ট তথা পাক দিয়ে দিয়ে সূতা বানানো হয় । গ্রামে কৃষকদের খড় টুইস্ট তথা পাক দিয়ে দিয়ে দড়ির মত তৈরি করে খড়ের বোঝা বাধতে দেখেছেন নিশ্চয় । কটন তথা সুতি সুতাও স্পিনিং মিলে মেশিনে টুইস্ট দিয়ে তৈরি করা হয় । বিপরীতে পলিয়েস্টার সুতা দৈর্ঘ্যে অনেক লম্বা হয়ে থাকে, আর টুইস্টও থাকে না । অনেকটা কলা গাছের আশের মত ।

৩য় পরীক্ষা:
কাপড়ের এক কোনা হতে অতি ক্ষুদ্র অংশ কেটে নিয়ে আগুনে পোড়ান । পোড়া অংশ যদি ছাইয়ের মত হয়ে যায় তবে নিশ্চিত যে আপনার ক্রয়কৃত কাপড়টি সুতি  ।

লেখাসত্বঃ
Mohommad Iqbal Hossain
Bangladesh Univarsity Of Textile




কোন মন্তব্য নেই: