35/65 ফেব্রিক বলতে কি বোঝায় | TC Fabrics - Textile Lab | Textile Learning Blog
সিক্সটি ফাইভ-থার্টি ফাইভ (65/35) বহুল জনপ্রিয় কাপড়ের নাম । বস্তুত এই সিক্সটি ফাইভ-থার্টি ফাইভ জিনিসটা কি? :

পিওর কটন তথা শতভাগ সুতি কাপড় অত্যন্ত আরামদায়ক কারন এর এবজরবেন্সি অনেক বেশি  । কিন্ত শতভাগ সুতি কাপড়ের ভাঁজ প্রতিরোধ (ইংরেজিতে ক্রিজ রেজিস্টেন্স) ক্ষমতা অত্যন্ত কম । যে কারনে অল্প ব্যবহারেই সুতি কাপড়ে ভাঁজ পড়ে যায় যা আয়রন তথা ইস্ত্রিকরণের মাধ্যমে দূরীভূত হয় এবং পূর্বের ভাঁজহীন অবস্থায় ফিরে আসে ।

এই সমস্যাকে মিনিমাইজ করার উদ্দ্যেশ্যে কটন ফাইবার (সুতি আশ) এর সাথে পলিয়েস্টার ফাইবার এর মিশ্রনে এক নতুন কাপড় প্রস্তুত করা হয় যার ভাঁজ প্রতিরোধ ক্ষমতা ও স্থিতিস্থাপকতা অনেক বেশি । পলিয়েস্টার কৃত্রিম উপায়ে তৈরি এস্টারের পলিমার । এই পলিয়েস্টার ফাইবার তথা আশের পানি, ঘাম ইত্যাদি শোষন ক্ষমতা প্রায় শূন্য কিন্তু শেইফ রিটেনশন তথা আকৃতি বজায় রাখার ক্ষমতা অত্যন্ত বেশি । বিপরীতে কটন ফাইবার তথা সুতি আশের পানি, ঘাম ইত্যাদি শোষন ক্ষমতা অত্যন্ত বেশি কিন্ত শেইফ রিটেনশন তথা আকৃতি বজায় রাখার ক্ষমতা কম ।  যে কারনে শতকরা  ৬৫ ভাগ পলিয়েস্টার ফাইবার কে ৩৫ ভাগ কটন ফাইবারের সাথে মিশিয়ে ৬৫: ৩৫ (65:35) অনুপাতের কাপড় প্রস্তুত করা হয়, একে ব্লেন্ডিং % ও বলে বা ফেব্রিক কে ব্লেন্ড ফেব্রিক বলে  ।

দুটি ভিন্নধর্মী ফাইবার তথা আশের মিলিত ফলাফলে চমৎকার বৈশিষ্ট্য সম্পন্ন কাপড় প্রস্তুত হয় যেখানে কটন পার্ট সহজে শরীরের ঘাম শোষন করে স্বস্তি প্রদান করে এবং পলিয়েস্টার পার্ট পোষাকের ভাঁজ প্রতিরোধ করে পোষাকের আকৃতি ঠিক রাখে । সিক্সটি ফাইভ-থার্টি ফাইভ কাপড়ের পোষাকের উচ্চ ভাঁজ প্রতিরোধ শক্তির কারনে এই পোষাক  একবার ইস্ত্রি করে একাধিকবার পরা যায় ।
দামের দিক থেকেও সিক্সটি ফাইভ-থার্টি ফাইভ কাপড়ের দাম পিওর কটনের চাইতে কম যাহা এই কাপড়ের জনপ্রিয়তার আরেকটি গুরুত্বপূর্ণ কারন ।


লেখক কপিরাইট  :
Bangladesh University Of Textile








35/65 ফেব্রিক বলতে কি বোঝায় | TC Fabrics

সিক্সটি ফাইভ-থার্টি ফাইভ (65/35) বহুল জনপ্রিয় কাপড়ের নাম । বস্তুত এই সিক্সটি ফাইভ-থার্টি ফাইভ জিনিসটা কি? :

পিওর কটন তথা শতভাগ সুতি কাপড় অত্যন্ত আরামদায়ক কারন এর এবজরবেন্সি অনেক বেশি  । কিন্ত শতভাগ সুতি কাপড়ের ভাঁজ প্রতিরোধ (ইংরেজিতে ক্রিজ রেজিস্টেন্স) ক্ষমতা অত্যন্ত কম । যে কারনে অল্প ব্যবহারেই সুতি কাপড়ে ভাঁজ পড়ে যায় যা আয়রন তথা ইস্ত্রিকরণের মাধ্যমে দূরীভূত হয় এবং পূর্বের ভাঁজহীন অবস্থায় ফিরে আসে ।

এই সমস্যাকে মিনিমাইজ করার উদ্দ্যেশ্যে কটন ফাইবার (সুতি আশ) এর সাথে পলিয়েস্টার ফাইবার এর মিশ্রনে এক নতুন কাপড় প্রস্তুত করা হয় যার ভাঁজ প্রতিরোধ ক্ষমতা ও স্থিতিস্থাপকতা অনেক বেশি । পলিয়েস্টার কৃত্রিম উপায়ে তৈরি এস্টারের পলিমার । এই পলিয়েস্টার ফাইবার তথা আশের পানি, ঘাম ইত্যাদি শোষন ক্ষমতা প্রায় শূন্য কিন্তু শেইফ রিটেনশন তথা আকৃতি বজায় রাখার ক্ষমতা অত্যন্ত বেশি । বিপরীতে কটন ফাইবার তথা সুতি আশের পানি, ঘাম ইত্যাদি শোষন ক্ষমতা অত্যন্ত বেশি কিন্ত শেইফ রিটেনশন তথা আকৃতি বজায় রাখার ক্ষমতা কম ।  যে কারনে শতকরা  ৬৫ ভাগ পলিয়েস্টার ফাইবার কে ৩৫ ভাগ কটন ফাইবারের সাথে মিশিয়ে ৬৫: ৩৫ (65:35) অনুপাতের কাপড় প্রস্তুত করা হয়, একে ব্লেন্ডিং % ও বলে বা ফেব্রিক কে ব্লেন্ড ফেব্রিক বলে  ।

দুটি ভিন্নধর্মী ফাইবার তথা আশের মিলিত ফলাফলে চমৎকার বৈশিষ্ট্য সম্পন্ন কাপড় প্রস্তুত হয় যেখানে কটন পার্ট সহজে শরীরের ঘাম শোষন করে স্বস্তি প্রদান করে এবং পলিয়েস্টার পার্ট পোষাকের ভাঁজ প্রতিরোধ করে পোষাকের আকৃতি ঠিক রাখে । সিক্সটি ফাইভ-থার্টি ফাইভ কাপড়ের পোষাকের উচ্চ ভাঁজ প্রতিরোধ শক্তির কারনে এই পোষাক  একবার ইস্ত্রি করে একাধিকবার পরা যায় ।
দামের দিক থেকেও সিক্সটি ফাইভ-থার্টি ফাইভ কাপড়ের দাম পিওর কটনের চাইতে কম যাহা এই কাপড়ের জনপ্রিয়তার আরেকটি গুরুত্বপূর্ণ কারন ।


লেখক কপিরাইট  :
Bangladesh University Of Textile








কোন মন্তব্য নেই: