ফেব্রিক প্রসেস লস কমানোর উপায়
নীটিং বা নীট ডাইং এর ক্ষত্রে মাঝে মাঝে দেখা যায় কাপড় এর রোল রোল ইন্সপেকশন রিপোর্ট , আইডেন্টিটি লেখার জন্য রোলের মাথায় অনেক লেখার প্রয়োজন হয় যার ফলে এর জন্য অনেক ফেব্রিক এর প্রয়োজন হয়। যা পরবর্তিতে কেটে ফেলে দিতে হয়।
এর জন্য এখন নতুন প্রযুক্তি এসেছে এটি হলো ফিউজেবল হিট সেন্সেটিভ স্টিকার যা কিনা ডাইং এর ১৩০ ডিগ্রী তে মেল্ট করে না একেবারে কম স্পেস ব্যাবহার করে ফেব্রিক এর আইডেন্টিটি লেখা যায়। এটি ইন্সপেকশনে ব্যাবহার করা হচ্ছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন