ফেব্রিক প্রসেস লস কমানোর উপায় | Fabric Process Loss - Textile Lab | Textile Learning Blog

ফেব্রিক প্রসেস লস কমানোর উপায় | Fabric Process Loss

ফেব্রিক প্রসেস লস কমানোর উপায়

নীটিং বা নীট ডাইং এর ক্ষত্রে মাঝে মাঝে দেখা যায় কাপড় এর রোল রোল ইন্সপেকশন রিপোর্ট , আইডেন্টিটি লেখার জন্য রোলের মাথায় অনেক লেখার প্রয়োজন হয় যার ফলে এর জন্য অনেক ফেব্রিক এর প্রয়োজন হয়। যা পরবর্তিতে কেটে ফেলে দিতে হয়।




এর জন্য এখন নতুন প্রযুক্তি এসেছে এটি হলো ফিউজেবল হিট সেন্সেটিভ স্টিকার  যা কিনা ডাইং এর ১৩০ ডিগ্রী তে মেল্ট করে না একেবারে কম স্পেস ব্যাবহার করে ফেব্রিক এর আইডেন্টিটি লেখা যায়।  এটি ইন্সপেকশনে ব্যাবহার করা হচ্ছে ।




কোন মন্তব্য নেই: