ডাইং ফিনিশিং ক্যামিকেলের রিয়েকশন ম্যাকানিজম | Textile Chemicals Reaction Mechanism - Textile Lab | Textile Learning Blog
ডাইং এর ক্যামিকেল এর ম্যাকানিজম :

১. ওয়েটিং এজেন্ট :
একে পেনেট্রেটিং এজেন্ট বলে যা কাপড় এর সারফেস টেনশন দুর করে কাপড় এর এব্জরবেন্সি বাড়ায়।

২. সিকুইস্টারিং এজেন্ট :
এটি লিকুইড ওয়াটার এর হার্ডনেস দুর করে পানি কে সফট করে। একে ক্যালেটিং এজেন্ট করে যা মেটাল আয়ন এর সাথে রিয়েকশন তাকে ডিয়েক্টিভেটেড মেটাল ফর্মেশন করে।

৩. পার অক্সাইড :
এটি জলীয় দ্রবনে পার হাইড্রোক্সিল আয়ন প্রদান করে যা ফাইবার এর পলিমার এর কনজুগেট ডাবল বন্ড কে ভেংগে সিংগেল বন্ড ফর্ম করে আর ক্রোমোফোর কে নস্ট করে ফাইবার কে তার ন্যাচারাল হোয়াইট নেস প্রদান করে।



৪. স্টেবিলাইজার :
এটি ফাইবার এর অক্সিডেশন দুর করে, কারন ফাইবার অক্সিজেন এর সংস্পর্শে এল্ডিডাইড এবং পরে এসিড ফর্ম করার চান্স থাকে যা এই স্টেবিলাইজার হতে দেয় না।

৫. কাস্টিক :
এটি জলীয় দ্রবনে ফাইবার এর ওয়েল এবং ফ্যাট এর সাথে সেফোনিফিকেশন রিয়েকশন করে ইনসলিউবল ফ্যাট ওয়েল থেকে সলিউবল গ্লিসারিন এবং সোপ তৈরি করে।

৬. ডিটারজেন্ট :
এটি ফাইবার নানা বিধ ওয়েল ওয়াক্স যে গুলি ফাইবার এর সাথে  রিয়েকশন করে না সেগুলি ডিটারজেন্ট এর সাথে ইমালসিফিকেশন  রিয়েকশন করে তাদের সলিউবল করে।

৭. রিয়েক্টিভ ডাই :
রিয়েক্টিভ ডাই এর আচরন এন্যায়নিক এটি এলকালি মিডিয়ার উপস্থিতিতে সেলুলজিক ফাইবার এর কোভেলেন্ট বন্ড ফর্মেশন করে।

৮. কমন / গ্লুবার সল্ট :
এটি ইলেক্ট্রোলাইট এর ভুমিকা পালন করে এটি সেলুলজিক ফাইবার এর সারফেসে নেগেটিভ চার্জ মিনিমাইজ করে এবং ডাই মলিকিউল কে ফাইবার সারফেসে এট্রাক্ট করে।

৯. লেভেলিং এজেন্ট :
একে ডাই রেটেন্ডারিং এজেন্ট বলে যা ডাইজ টু ফাইবার পেনিট্রেশন স্লো করে দেয় যাতে লেভল, ইভেন ডাইং সম্পন্ন হয় । লেভেলিং এজেন্ট ডাই লিকারে ডাইজ এর সেডিমেন্টেশন হতে দেয় না আর লিকার এর কন্সেন্ট্রেশন নিয়ন্ত্রন করে।

১০. এম্যাইলেজ এনজাইম : (ডিসাইজিং এনজাইম)
এই এনজাইম ইনসলিউবল স্টার্চ কে ফার্মেন্টেশন রিয়েকশন এর মাধ্যমে পানিতে দ্রবনীয় গ্লুকোজ এ কনভার্ট করে।
স্টার্চ ( অদ্রবনীয় ) -> ডেক্সট্রিন  ( অদ্রবনীয় ) -> মল্টেজ  ( অদ্রবনীয় ) -> গ্লুকোজ   (দ্রবনীয়)

১১. এন্টিক্রিজ :
এটা লুব্রিকেটিং এজেন্ট যা ফেব্রিক টু মেশিন, ফেব্রিক টু ফেব্রিক ফ্রিকশন দুর করে যার ফলে ক্রিজ বা ভাজ পড়ে না।

১২. এসিটিক এসিড :
এটা দ্রবনের pH নিয়ন্ত্রন করে, এটি মাইল্ড এসিড যা এসিড ওয়াসে, পলিস্টার ডাইং, এনজাইম ওয়াস, মেশিন ওয়াসে  বহুল ব্যাবহার হয়। এটি অল্প পরিমান দিয়ে pH 4-5 এ আনা যায় এটি ফেব্রিক ডেমেজ করে না ।

১৩. সোডিয়াম কার্বোনেট :
এটি মাইল্ড এলকালি যা রিয়েক্টিভ ডাইং এ ব্যাবহার যার মুল কাজ হচ্ছে ডাইং এর জন্য এলকালি মিডিয়া ফর্ম করা,  কারন এলাকালি মিডিয়ায় সেলুলোজ এর হাইড্রোক্সিল মুলক আয়োনাইজ হয় যার হলে এটি রিয়েক্টিভ ডাইজ আর সাথে কো ভ্যালেন্ট বন্ড ফর্মেশন করে।

১৪. অক্সালিক এসিড :
এটি আয়রন এর সাথে রিয়েকশন করে আয়রন দুর করে।

১৫. OBA /FWA /FB:
Optical Brightening Agent / Florocent whitening Agent / Florocent Brightener এটি কাপড় এর হোয়াইট নেস বাড়ায় এই ক্যামিকেল আমাদের ভিজ্যুয়াল রেঞ্জ এর কম রেঞ্জ এর আলোর  ( 360nm) ফ্রিকুয়েন্সি এর বর্ধিত করে (440 nm) আমাদের চোখে প্রেরন যার ফলে  আমরা কাপড় এ বাড়তি ব্রাইটনেস বা হোয়াইটনেস দেখতে পাই।
আসাধারন আমরা 400-700nm এর আলো চোখে দেখি কিন্ত এই ব্রাইটেনার ইনভিসিবল রেঞ্জ এ আমাদের ভিজিবল করে।
FWA + hv (360nm) -> FWA* ( Activated)
FWA* ( Activated) -> FWA+ hv (440nm) +heat

১৬. বায়োপলিশিং এনজাইম :
এটি সেলুলেজ এনজাইম যা কটন এর পলিমার কে ভেংগে মনোমারে এর কর সলিউবল গ্লুকুজে পরিনত করে যার ফলে ফেব্রিক এর সারফেস এর হেয়ারি পলিমার গুলি ভেংগে যায় এবং কাপড়  পট্রুডিং ফাইবার ফ্রি হয়।

ডাইং ফিনিশিং ক্যামিকেলের রিয়েকশন ম্যাকানিজম | Textile Chemicals Reaction Mechanism

ডাইং এর ক্যামিকেল এর ম্যাকানিজম :

১. ওয়েটিং এজেন্ট :
একে পেনেট্রেটিং এজেন্ট বলে যা কাপড় এর সারফেস টেনশন দুর করে কাপড় এর এব্জরবেন্সি বাড়ায়।

২. সিকুইস্টারিং এজেন্ট :
এটি লিকুইড ওয়াটার এর হার্ডনেস দুর করে পানি কে সফট করে। একে ক্যালেটিং এজেন্ট করে যা মেটাল আয়ন এর সাথে রিয়েকশন তাকে ডিয়েক্টিভেটেড মেটাল ফর্মেশন করে।

৩. পার অক্সাইড :
এটি জলীয় দ্রবনে পার হাইড্রোক্সিল আয়ন প্রদান করে যা ফাইবার এর পলিমার এর কনজুগেট ডাবল বন্ড কে ভেংগে সিংগেল বন্ড ফর্ম করে আর ক্রোমোফোর কে নস্ট করে ফাইবার কে তার ন্যাচারাল হোয়াইট নেস প্রদান করে।



৪. স্টেবিলাইজার :
এটি ফাইবার এর অক্সিডেশন দুর করে, কারন ফাইবার অক্সিজেন এর সংস্পর্শে এল্ডিডাইড এবং পরে এসিড ফর্ম করার চান্স থাকে যা এই স্টেবিলাইজার হতে দেয় না।

৫. কাস্টিক :
এটি জলীয় দ্রবনে ফাইবার এর ওয়েল এবং ফ্যাট এর সাথে সেফোনিফিকেশন রিয়েকশন করে ইনসলিউবল ফ্যাট ওয়েল থেকে সলিউবল গ্লিসারিন এবং সোপ তৈরি করে।

৬. ডিটারজেন্ট :
এটি ফাইবার নানা বিধ ওয়েল ওয়াক্স যে গুলি ফাইবার এর সাথে  রিয়েকশন করে না সেগুলি ডিটারজেন্ট এর সাথে ইমালসিফিকেশন  রিয়েকশন করে তাদের সলিউবল করে।

৭. রিয়েক্টিভ ডাই :
রিয়েক্টিভ ডাই এর আচরন এন্যায়নিক এটি এলকালি মিডিয়ার উপস্থিতিতে সেলুলজিক ফাইবার এর কোভেলেন্ট বন্ড ফর্মেশন করে।

৮. কমন / গ্লুবার সল্ট :
এটি ইলেক্ট্রোলাইট এর ভুমিকা পালন করে এটি সেলুলজিক ফাইবার এর সারফেসে নেগেটিভ চার্জ মিনিমাইজ করে এবং ডাই মলিকিউল কে ফাইবার সারফেসে এট্রাক্ট করে।

৯. লেভেলিং এজেন্ট :
একে ডাই রেটেন্ডারিং এজেন্ট বলে যা ডাইজ টু ফাইবার পেনিট্রেশন স্লো করে দেয় যাতে লেভল, ইভেন ডাইং সম্পন্ন হয় । লেভেলিং এজেন্ট ডাই লিকারে ডাইজ এর সেডিমেন্টেশন হতে দেয় না আর লিকার এর কন্সেন্ট্রেশন নিয়ন্ত্রন করে।

১০. এম্যাইলেজ এনজাইম : (ডিসাইজিং এনজাইম)
এই এনজাইম ইনসলিউবল স্টার্চ কে ফার্মেন্টেশন রিয়েকশন এর মাধ্যমে পানিতে দ্রবনীয় গ্লুকোজ এ কনভার্ট করে।
স্টার্চ ( অদ্রবনীয় ) -> ডেক্সট্রিন  ( অদ্রবনীয় ) -> মল্টেজ  ( অদ্রবনীয় ) -> গ্লুকোজ   (দ্রবনীয়)

১১. এন্টিক্রিজ :
এটা লুব্রিকেটিং এজেন্ট যা ফেব্রিক টু মেশিন, ফেব্রিক টু ফেব্রিক ফ্রিকশন দুর করে যার ফলে ক্রিজ বা ভাজ পড়ে না।

১২. এসিটিক এসিড :
এটা দ্রবনের pH নিয়ন্ত্রন করে, এটি মাইল্ড এসিড যা এসিড ওয়াসে, পলিস্টার ডাইং, এনজাইম ওয়াস, মেশিন ওয়াসে  বহুল ব্যাবহার হয়। এটি অল্প পরিমান দিয়ে pH 4-5 এ আনা যায় এটি ফেব্রিক ডেমেজ করে না ।

১৩. সোডিয়াম কার্বোনেট :
এটি মাইল্ড এলকালি যা রিয়েক্টিভ ডাইং এ ব্যাবহার যার মুল কাজ হচ্ছে ডাইং এর জন্য এলকালি মিডিয়া ফর্ম করা,  কারন এলাকালি মিডিয়ায় সেলুলোজ এর হাইড্রোক্সিল মুলক আয়োনাইজ হয় যার হলে এটি রিয়েক্টিভ ডাইজ আর সাথে কো ভ্যালেন্ট বন্ড ফর্মেশন করে।

১৪. অক্সালিক এসিড :
এটি আয়রন এর সাথে রিয়েকশন করে আয়রন দুর করে।

১৫. OBA /FWA /FB:
Optical Brightening Agent / Florocent whitening Agent / Florocent Brightener এটি কাপড় এর হোয়াইট নেস বাড়ায় এই ক্যামিকেল আমাদের ভিজ্যুয়াল রেঞ্জ এর কম রেঞ্জ এর আলোর  ( 360nm) ফ্রিকুয়েন্সি এর বর্ধিত করে (440 nm) আমাদের চোখে প্রেরন যার ফলে  আমরা কাপড় এ বাড়তি ব্রাইটনেস বা হোয়াইটনেস দেখতে পাই।
আসাধারন আমরা 400-700nm এর আলো চোখে দেখি কিন্ত এই ব্রাইটেনার ইনভিসিবল রেঞ্জ এ আমাদের ভিজিবল করে।
FWA + hv (360nm) -> FWA* ( Activated)
FWA* ( Activated) -> FWA+ hv (440nm) +heat

১৬. বায়োপলিশিং এনজাইম :
এটি সেলুলেজ এনজাইম যা কটন এর পলিমার কে ভেংগে মনোমারে এর কর সলিউবল গ্লুকুজে পরিনত করে যার ফলে ফেব্রিক এর সারফেস এর হেয়ারি পলিমার গুলি ভেংগে যায় এবং কাপড়  পট্রুডিং ফাইবার ফ্রি হয়।

কোন মন্তব্য নেই: