টেক্সটাইল নাকি ব্যাংকিং কোনটি ক্যারিয়ার হিসেবে নিবেন ? - Textile Lab | Textile Learning Blog
টেক্সটাইল নাকি ব্যাংকিং কোনটি ক্যারিয়ার হিসেবে নিবেন ???

মাঝে মাঝে টেক্সাইল ইঞ্জিনিয়ারদের  আড্ডায় কাওকে  ক্যারিয়ার হিসেবে ব্যাংকিং কে চয়েস করতে বলা হলে তারা এটি হালাল ইনকাম বলে না আর এর সপক্ষে তারা নানান যুক্তি দেখান যেনো টেক্সটাইল সেক্টরের ইনকাম ১০০ ভাগ পিউর , কিন্তু  এই ভাবে একটি সেক্টর কে ব্লেইম করা ঠিক নয় । 
টেক্সটাইল ইনকাম কতোটুকু পিউর তার পক্ষে বিপক্ষে কিছু যুক্তি জেনে নিন:-

যেমন আগে জানতাম যে ৫% কথা টি আগে রোডস এন্ড হাইওয়ের, টেন্ডারবাজির  সাথে জড়িত থাকলেও এখন এটি এখন  টেক্সটাইল এর সুপরিচিত একটি বানী এবং ট্রাঞ্জেকশন কোড 

টেক্সটাইলে এখন,
৫% বাইং হাউজ কমিশন
৫% ডাইজ ক্যামিকেল পার্চেস কমিশন
৫% মেশিন পার্চেস কমিশন
৫% প্রফিট বোনাস
৫% সাবকন্ট্রাক কমিশন

এর উপর আছে
গজে ১ টাকা
কেজিতে ১ টাকা

এমন অনেক ফিনেন্সিয়াল টার্ম যা আমাদের টেক্সটাইল এর মালিকগন খোদ নিজেই জানেন না,  জানলে হয়তো ওই ব্যাক্তিবর্গের জব ই থাকে না  ।
টেক্সটাইল সেক্টরে হালাল টাকা খান তবে তা একটা নির্দিষ্ট পোস্ট পর্যন্ত কিন্তু সেই পোস্টের উপরে রিতিমত মালিক, স্টাফ,শ্রমিকদের রক্তচোষা একটা সমাজ আছে যারা নিজের পকেট ভারি করছেন ফ্লাট, জমি, গাড়ি কিনছেন, ক্যামিকেল ডাইজ, মেশিন, একসোসোরিস, সাবকন্ট্রাক্ট এর কাজের উপর কমিশন চলে সব খানে ।
এখন প্রশ্ন হলো এটা আমাদের জন্য কতোটুকু হালাল ???

বি:দ্র:
কাওকে ছোট করার উদ্যাশে নয় বরং আমাদের কিছু ভুল ধারনার দুর করার জন্য এই পোস্ট টি করা ।



job

টেক্সটাইল নাকি ব্যাংকিং কোনটি ক্যারিয়ার হিসেবে নিবেন ?

টেক্সটাইল নাকি ব্যাংকিং কোনটি ক্যারিয়ার হিসেবে নিবেন ???

মাঝে মাঝে টেক্সাইল ইঞ্জিনিয়ারদের  আড্ডায় কাওকে  ক্যারিয়ার হিসেবে ব্যাংকিং কে চয়েস করতে বলা হলে তারা এটি হালাল ইনকাম বলে না আর এর সপক্ষে তারা নানান যুক্তি দেখান যেনো টেক্সটাইল সেক্টরের ইনকাম ১০০ ভাগ পিউর , কিন্তু  এই ভাবে একটি সেক্টর কে ব্লেইম করা ঠিক নয় । 
টেক্সটাইল ইনকাম কতোটুকু পিউর তার পক্ষে বিপক্ষে কিছু যুক্তি জেনে নিন:-

যেমন আগে জানতাম যে ৫% কথা টি আগে রোডস এন্ড হাইওয়ের, টেন্ডারবাজির  সাথে জড়িত থাকলেও এখন এটি এখন  টেক্সটাইল এর সুপরিচিত একটি বানী এবং ট্রাঞ্জেকশন কোড 

টেক্সটাইলে এখন,
৫% বাইং হাউজ কমিশন
৫% ডাইজ ক্যামিকেল পার্চেস কমিশন
৫% মেশিন পার্চেস কমিশন
৫% প্রফিট বোনাস
৫% সাবকন্ট্রাক কমিশন

এর উপর আছে
গজে ১ টাকা
কেজিতে ১ টাকা

এমন অনেক ফিনেন্সিয়াল টার্ম যা আমাদের টেক্সটাইল এর মালিকগন খোদ নিজেই জানেন না,  জানলে হয়তো ওই ব্যাক্তিবর্গের জব ই থাকে না  ।
টেক্সটাইল সেক্টরে হালাল টাকা খান তবে তা একটা নির্দিষ্ট পোস্ট পর্যন্ত কিন্তু সেই পোস্টের উপরে রিতিমত মালিক, স্টাফ,শ্রমিকদের রক্তচোষা একটা সমাজ আছে যারা নিজের পকেট ভারি করছেন ফ্লাট, জমি, গাড়ি কিনছেন, ক্যামিকেল ডাইজ, মেশিন, একসোসোরিস, সাবকন্ট্রাক্ট এর কাজের উপর কমিশন চলে সব খানে ।
এখন প্রশ্ন হলো এটা আমাদের জন্য কতোটুকু হালাল ???

বি:দ্র:
কাওকে ছোট করার উদ্যাশে নয় বরং আমাদের কিছু ভুল ধারনার দুর করার জন্য এই পোস্ট টি করা ।



1 টি মন্তব্য:

Unknown বলেছেন...


আমি টেক্সটাইল এর একটা মাল্টিন্যাশনাল কোম্পানির ল্যাবে ল্যাব ম্যানেজমেন্ট ট্রেনি হিসাবে ৬ মাস যাবত জব করছি যদিও আমি পরিসংখ্যান সাবজেক্ট থেকে এমএসসি পাস করে এই সেক্টরে জব শুরু করেছি... আমি কি ভাবে আরো ভাল করতে পারি পরামর্শ চাই