হাইড্রোলাইসিস :
রিয়েক্টিভ ডাইং এর ক্ষত্রে সাধারনত এলকালাইন কন্ডিশনে রিয়েক্টিভ ডাই সেলুলোজ এর হাইড্রোক্সিল গ্রুপ এর সাথে রিয়েকশন করে কিন্তু ডাই লিকার বেশি ক্ষন রেখে দিলে এলাকালির কন্সেন্ট্রেশন কমে গেলে এটি ডাই টু ফাইবার রিয়েকশন ছাড়াও আরেকটি সেকেন্ডারি রিয়েকশন করে সেটি হলো ডাই টু পানির হাইড্রোক্সিল গ্রুপ রিয়েকশন টেক্সটাইল সাইন্স এর ভাষায় একে হাইড্রোলাইসিস বলে ।
হাইড্রোলাইসিস রিয়েকশন এক্সপেক্টেড প্রসেস না এটি ডাই মলিকিউল কে ডিয়েক্টিভেট করে যার ডাই মলিকিউল ফাইবার এর সাথে রিয়েকশন করে না।
হাইড্রোলাইসিস রিয়েকশনঃ
D-F + H-OH = Dye-F-OH
D-X + H+/OH- = Dye-OH +(H+X)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন