নীট ফেব্রিক টেস্টিং এর জন্য বায়ারদের স্টেন্ডার্ড টেস্টিং রিকোয়ারমেন্ট - Textile Lab | Textile Learning Blog


নীট ফেব্রিক টেস্টিং এর জন্য বায়ারদের স্টেন্ডার্ড টেস্টিং রিকোয়ারমেন্ট :


বায়ার হিসেবে এখানে Next, C&A, Tesco, Aldi, Mother care এর রিকোয়ারমেন্ট গুলির এভারেজ দেয়া হলো। টেস্ট রিকোয়ারমেন্ট গুলি মুলত নির্ভর করে বায়ার দের প্রডাক্ট কোয়ালিটি,  কন্টিনেন্ট, জেন্ডার, এনভায়রনমেন্ট এর উপরে তাই এক এক বায়ার এর রিকোয়ারমেন্ট এক এক রকম সবার এক নাও হতে পারে,  যেমন কিডস আইটেম এর সেলাইভা টেস্ট হয় কিন্তু এডাল্ট এর হয় না তাই এডাল্ট এর সেলাইভা টেস্ট এর চিন্তা বোকামি । মিডেল ইস্ট বা যেখানে সাগর নেই তাদের সি ওয়াটার ফাস্টনেস এর প্রয়োজন হয় না তাদের লাইট ফাস্টনেস এর প্রয়োজন হয় ।  তারপরো কাজের ক্ষত্রে স্টেন্ডার্ড রিকোয়ারমেন্ট জানা ভালো, জানলে কোয়ালিটি গুডস ম্যানুফেকচারিং সম্ভব।




১. ডাইমেনশনাল স্টেবিলিটি / শ্রিনংকেজঃ
ডাইমেনশনাল স্টেবিলিটি বায়ার মেইন রিকোয়ারমেন্ট গুলির মধ্যে একটি, আর এর রিকোয়ারমেন্ট কন্সট্রাকশন অনুযায়ী আলাদা আলাদা
SJ : Length -6% Width -6%
Rib : Length -6% Width -8%
Inter lock : Length -6% Width -8%
Pique : Length -6% Width -6%


এখানে বায়ারদের C&A  +2 % স্ট্রেস এলাও করে,  ইন্টার লক এর ক্ষত্রে Width এর ক্ষত্রে TESCO  -9% পর্যন্ত স্রিংকেজ এলাও করে,  Uniqlo এর স্রিংকেজ 0 to -10% এরা স্ট্রেস এলাও করে না।
C&A, Tesco,  Mother care স্ট্রেস এলাও করে।
সিংগেল জার্সির ক্ষত্রে মেক্সিমাম স্রিংকেজ -8% (Uniqlo) ,  -7% ( Mother Care) 
তবে কাজের ক্ষত্রে +/-5% হিসেব করে কাজ করতে হবে।



২. ফেব্রিক ওয়েট বা GSM এর রিকোয়ারমেন্টঃ
আমরা নরমাল স্টেন্ডার্ড জানি GSM +/-5% এলাও ফেক্টরিতে +/- 10%  পর্যন্ত ইনহাউস এর নিয়ম অনুযায়ী ডেলিভারি হয়।
GSM > 150 হলে +/- 5%
GSM < 150  হলে -3% /+8%

অর্থাৎ  160 GSM হলে 168,  157  টলারেন্স এর মধ্যে থাকবে।

৩. স্পাইরিলিটি / টুইস্টিংঃ
নরমাল স্টেন্ডার্ড 5% ( Next, C&A, Tesco)
তবে মাদার কেয়ার 5' Degree Angel পর্যন্ত তারা Accept করে  বাকি বায়ার রা % আকারে রেজাল্ট নেয়।

৪. রাবিং ফাস্টনেস, ক্রকিং ফাস্টনেসঃ
স্টেন্ডার্ড
Dry- Grade 4 
Wet - Light Color 3-4, Dark Color 2


৫. কালার ফাস্টনেসঃ 
WASH : 4
WATER: 3-4
ACID :3-4
ALKALI :3-4
SALIVA :5
LIGHT : 4-5
CROSS /STAINING : 4-5

এখানে Saliva( মুখের লালা)  টেস্ট কিডস ওয়ার এর ক্ষত্রে করা হয় আর এর রিকোয়ারমেন্ট অনেক হাই।
ক্রস স্টেইনিং এর রিকোয়ারমেন্ট হাই থাকে করন ক্রস স্টেইনিং এর অর্থ হলে এক কাপড় থেকে কালার কেটে অন্য কাপড়ে লাগা ,   এটা মোটেই গ্রহনযোগ্য নয় টলারেন্স সবার ক্ষত্রে 0

৬. পিলিং / ঘর্ষনে বা ফ্রিকশনে  গুটি ওঠাঃ
পিলিং দুই প্রকার কাপড়ে করা হয় ১০০% কটন,  ব্লেন্ড ফেব্রিক

টেস্টিং এর সময় এর মেশিন RPM /Cycle এর দুই ধরনের রিকোয়ারমেন্ট আছে যেমন 7200 (NEXT) 14400 (C&A) 
Standard Grade : 4 ( 7200 ) 2.5 ( 14400 ) 3 ( For Blend Fabrics )

  Uniqlo, Mother Care, Tesco শুধু ব্লেন্ড ফ্রেবিক এর ক্ষত্রে পিলিং এর রিপোর্ট চায়।

৭. ব্লাস্টিং স্ট্রেনথ / বাতাস এর চাপ সহ্য করার ক্ষমতাঃ
মেজারমেন্ট ইউনিট Kilo pascal- KP
হোল এর সাইজ 30 mm,  7.3cm (C&A)

300KP ( Uniqlo)  
250 KP (Next,Tesco)  
200KP (C&A)


৯. ফেলোলিক ইয়োলো স্টেটিংঃ
এই টেস্ট এর কারন কাপড় স্টোর করে রাখলে কাপড়ে ইয়োলো স্পট হয় কিনা তা দেখা

Color Chage Grade : 4  (C&A, Tesco)
এটি তেমন মেজর রিকোয়ারমেন্ট না তাই সব বায়ার রা এটা চায় না।

১০. প্রিন্টিং এর ডিউরাবিলিটিঃ 
এর স্টেন্ডার্ড নিয়ম নেই ইন হাউস এর নিয়ম অনুযায়ী 4-5 Time 40  Digree তে ওয়াস করে ভিজুয়ালি চেক করতে হয় এর স্টেন্ডার্ড নেই ভিজুয়ালি ভালো হলে ভালো।


১১. pH এর রিকোয়ারমেন্ট / কতোটুকু এসিডিক বা কতো টুকু এলকালাইনঃ

pH 4 - 7.5 অর্থাৎ এসিডিক টু নিউট্রাল থাকতে হবে।




নীট ফেব্রিক টেস্টিং এর জন্য বায়ারদের স্টেন্ডার্ড টেস্টিং রিকোয়ারমেন্ট



নীট ফেব্রিক টেস্টিং এর জন্য বায়ারদের স্টেন্ডার্ড টেস্টিং রিকোয়ারমেন্ট :


বায়ার হিসেবে এখানে Next, C&A, Tesco, Aldi, Mother care এর রিকোয়ারমেন্ট গুলির এভারেজ দেয়া হলো। টেস্ট রিকোয়ারমেন্ট গুলি মুলত নির্ভর করে বায়ার দের প্রডাক্ট কোয়ালিটি,  কন্টিনেন্ট, জেন্ডার, এনভায়রনমেন্ট এর উপরে তাই এক এক বায়ার এর রিকোয়ারমেন্ট এক এক রকম সবার এক নাও হতে পারে,  যেমন কিডস আইটেম এর সেলাইভা টেস্ট হয় কিন্তু এডাল্ট এর হয় না তাই এডাল্ট এর সেলাইভা টেস্ট এর চিন্তা বোকামি । মিডেল ইস্ট বা যেখানে সাগর নেই তাদের সি ওয়াটার ফাস্টনেস এর প্রয়োজন হয় না তাদের লাইট ফাস্টনেস এর প্রয়োজন হয় ।  তারপরো কাজের ক্ষত্রে স্টেন্ডার্ড রিকোয়ারমেন্ট জানা ভালো, জানলে কোয়ালিটি গুডস ম্যানুফেকচারিং সম্ভব।




১. ডাইমেনশনাল স্টেবিলিটি / শ্রিনংকেজঃ
ডাইমেনশনাল স্টেবিলিটি বায়ার মেইন রিকোয়ারমেন্ট গুলির মধ্যে একটি, আর এর রিকোয়ারমেন্ট কন্সট্রাকশন অনুযায়ী আলাদা আলাদা
SJ : Length -6% Width -6%
Rib : Length -6% Width -8%
Inter lock : Length -6% Width -8%
Pique : Length -6% Width -6%


এখানে বায়ারদের C&A  +2 % স্ট্রেস এলাও করে,  ইন্টার লক এর ক্ষত্রে Width এর ক্ষত্রে TESCO  -9% পর্যন্ত স্রিংকেজ এলাও করে,  Uniqlo এর স্রিংকেজ 0 to -10% এরা স্ট্রেস এলাও করে না।
C&A, Tesco,  Mother care স্ট্রেস এলাও করে।
সিংগেল জার্সির ক্ষত্রে মেক্সিমাম স্রিংকেজ -8% (Uniqlo) ,  -7% ( Mother Care) 
তবে কাজের ক্ষত্রে +/-5% হিসেব করে কাজ করতে হবে।



২. ফেব্রিক ওয়েট বা GSM এর রিকোয়ারমেন্টঃ
আমরা নরমাল স্টেন্ডার্ড জানি GSM +/-5% এলাও ফেক্টরিতে +/- 10%  পর্যন্ত ইনহাউস এর নিয়ম অনুযায়ী ডেলিভারি হয়।
GSM > 150 হলে +/- 5%
GSM < 150  হলে -3% /+8%

অর্থাৎ  160 GSM হলে 168,  157  টলারেন্স এর মধ্যে থাকবে।

৩. স্পাইরিলিটি / টুইস্টিংঃ
নরমাল স্টেন্ডার্ড 5% ( Next, C&A, Tesco)
তবে মাদার কেয়ার 5' Degree Angel পর্যন্ত তারা Accept করে  বাকি বায়ার রা % আকারে রেজাল্ট নেয়।

৪. রাবিং ফাস্টনেস, ক্রকিং ফাস্টনেসঃ
স্টেন্ডার্ড
Dry- Grade 4 
Wet - Light Color 3-4, Dark Color 2


৫. কালার ফাস্টনেসঃ 
WASH : 4
WATER: 3-4
ACID :3-4
ALKALI :3-4
SALIVA :5
LIGHT : 4-5
CROSS /STAINING : 4-5

এখানে Saliva( মুখের লালা)  টেস্ট কিডস ওয়ার এর ক্ষত্রে করা হয় আর এর রিকোয়ারমেন্ট অনেক হাই।
ক্রস স্টেইনিং এর রিকোয়ারমেন্ট হাই থাকে করন ক্রস স্টেইনিং এর অর্থ হলে এক কাপড় থেকে কালার কেটে অন্য কাপড়ে লাগা ,   এটা মোটেই গ্রহনযোগ্য নয় টলারেন্স সবার ক্ষত্রে 0

৬. পিলিং / ঘর্ষনে বা ফ্রিকশনে  গুটি ওঠাঃ
পিলিং দুই প্রকার কাপড়ে করা হয় ১০০% কটন,  ব্লেন্ড ফেব্রিক

টেস্টিং এর সময় এর মেশিন RPM /Cycle এর দুই ধরনের রিকোয়ারমেন্ট আছে যেমন 7200 (NEXT) 14400 (C&A) 
Standard Grade : 4 ( 7200 ) 2.5 ( 14400 ) 3 ( For Blend Fabrics )

  Uniqlo, Mother Care, Tesco শুধু ব্লেন্ড ফ্রেবিক এর ক্ষত্রে পিলিং এর রিপোর্ট চায়।

৭. ব্লাস্টিং স্ট্রেনথ / বাতাস এর চাপ সহ্য করার ক্ষমতাঃ
মেজারমেন্ট ইউনিট Kilo pascal- KP
হোল এর সাইজ 30 mm,  7.3cm (C&A)

300KP ( Uniqlo)  
250 KP (Next,Tesco)  
200KP (C&A)


৯. ফেলোলিক ইয়োলো স্টেটিংঃ
এই টেস্ট এর কারন কাপড় স্টোর করে রাখলে কাপড়ে ইয়োলো স্পট হয় কিনা তা দেখা

Color Chage Grade : 4  (C&A, Tesco)
এটি তেমন মেজর রিকোয়ারমেন্ট না তাই সব বায়ার রা এটা চায় না।

১০. প্রিন্টিং এর ডিউরাবিলিটিঃ 
এর স্টেন্ডার্ড নিয়ম নেই ইন হাউস এর নিয়ম অনুযায়ী 4-5 Time 40  Digree তে ওয়াস করে ভিজুয়ালি চেক করতে হয় এর স্টেন্ডার্ড নেই ভিজুয়ালি ভালো হলে ভালো।


১১. pH এর রিকোয়ারমেন্ট / কতোটুকু এসিডিক বা কতো টুকু এলকালাইনঃ

pH 4 - 7.5 অর্থাৎ এসিডিক টু নিউট্রাল থাকতে হবে।




কোন মন্তব্য নেই: