টুইল কাপড় এর সেড চেক করার নিয়ম | Twill Fabrics - Textile Lab | Textile Learning Blog
টুইল কাপড় এর সেড

গতো আমাদের একটি কাপড় এর সেড কারেকশন এর জন্য আমাদের হাতে আসে কাপড়  সেইম সেড দুই স্টাইল এর জন্য।

প্রশ্ন হলো তাতে তো কোন অসুবিধে থাকার কথা না কিন্তু আমাদের ছিলো কাপড় টি সেইম কন্সট্রাকশন, সেইম সেড কিন্তু পার্থক্য ছিলো তার টুইল লাইনে
একটি S টুইল রাইট হেন্ড টুইল
অন্যটি Z টুইল লেফট হেন্ড টুইল 




বায়ার এর দেয়া সোয়াচ ছিলো S Twill. কিন্ত আমাদের কাপড় ছিলো Z Twill   তাই কাপড় সেড এক হওয়ার কথা নয়। S Z টোটাল একে অন্যের অপোজিট । ভিন্ন জিওমেট্রির কারনে এদের একই gpl এ এক এক রকম লাগবে।

আমাদের বলা হয়েছিলে সেড মিলিয়ে দেয়ার জন্য তাই কাপড় আমরা টের্গেট সেড এর সাথে দেখার জন্য STwill এর সাথে মিলিয়ে চেক করেছি,  এ ক্ষত্রে Z Twill কাপড় কে অনুভুমিক বা হরিজন্টাল করে দেয়েছি যেনো লাইন একই বরাবর থাকে।




টুইল কাপড় এর সেড চেক করার নিয়ম | Twill Fabrics

টুইল কাপড় এর সেড

গতো আমাদের একটি কাপড় এর সেড কারেকশন এর জন্য আমাদের হাতে আসে কাপড়  সেইম সেড দুই স্টাইল এর জন্য।

প্রশ্ন হলো তাতে তো কোন অসুবিধে থাকার কথা না কিন্তু আমাদের ছিলো কাপড় টি সেইম কন্সট্রাকশন, সেইম সেড কিন্তু পার্থক্য ছিলো তার টুইল লাইনে
একটি S টুইল রাইট হেন্ড টুইল
অন্যটি Z টুইল লেফট হেন্ড টুইল 




বায়ার এর দেয়া সোয়াচ ছিলো S Twill. কিন্ত আমাদের কাপড় ছিলো Z Twill   তাই কাপড় সেড এক হওয়ার কথা নয়। S Z টোটাল একে অন্যের অপোজিট । ভিন্ন জিওমেট্রির কারনে এদের একই gpl এ এক এক রকম লাগবে।

আমাদের বলা হয়েছিলে সেড মিলিয়ে দেয়ার জন্য তাই কাপড় আমরা টের্গেট সেড এর সাথে দেখার জন্য STwill এর সাথে মিলিয়ে চেক করেছি,  এ ক্ষত্রে Z Twill কাপড় কে অনুভুমিক বা হরিজন্টাল করে দেয়েছি যেনো লাইন একই বরাবর থাকে।




1 টি মন্তব্য:

Unknown বলেছেন...

তাহলে তো কাপড় s টুইল ই হলো ।যদি আনুভুমিক z টুইল দেন তবে কাপড় উলম্ভ ভাবে ধরলে তা ডান দিকে টুইল নির্দেশ করলো । যদি স্যার আর একটু বুঝিয়ে বলতেন? প্লিজ