Exhaust Dyeing এবং Continuous Dyeing এর তুলনা - Textile Lab | Textile Learning Blog
একজোস্ট এবং কন্টিনিউয়াস ডাইং এর তুলনা :

১. একজোস্ট মেথোডে নীট,  টেরি টাওয়াল,  গার্মেন্টস,  ইয়ার্ন ডাইং করার হয়,  কন্টিনিউয়াস মেথোডে ওভেন হোম টেক্সটাইল ডাইং করা হয়। ইয়ার্ন ডাইং এর শুধু ম্যাটেরিয়াল ফিক্সড।

২. একজোস্ট মেথোডে  সাবস্ট্রেট,  লিকার উভয় মুভেবল,  কন্টিনিউয়াস মেথোডে লিকার ফিক্সিড ম্যাটেরিয়াল মুভেবল।

৩. একজোস্ট এ প্রসেস টাইম কম,  কন্টিনিউয়াস এর প্রসেস টাইম বেশি।

৪. একজোস্ট মেথোড সিংগেল বাথ প্রসেস,  কন্টিনিউয়াস প্রসেস ডিফারেন্ট বাথ প্রসেস । মানে প্রতি প্রসেস এর জন্য আলাদা বাথ লাগে।

৫. একজোস্ট এর ক্যামিকেল এর পরিমান বেশি লাগে,  কন্টিনিউয়াস এ একজোস্ট এর তুলনায় কম লাগে।

৬. একজোস্ট এর কিছু বাড়াতি ক্যামিকেল লাগে যেমন এন্টিফোম,  এন্টি ক্রিজ,  সিকুইস্টারিং এজেন্ট, এই ক্যামিকেল গুলি কন্টিনিউয়াস এ লাগে না।

৭. কন্টিনিউয়াস এর সমস্যা হলো সেড লাইট হয়ে যাওয়া,  ক্রিজ,  লিস্টিং আর একজোস্ট এ রানিং সেড,  কালার স্পট,  ধাপ্পা,  আনইভেন সহ অনেক সমস্যা থাকে।

৮. একজোস্ট এ কালার এর কনজামশন কম,  কন্টিনিউয়াস এ অনেক কালার ওয়েস্ট হয়।

৯. একজোস্ট এর মেশিন এর নাম HTHP, Arrflow,Garments Wash, Garments Dyeing, Dip Dyeing machine, vartical ciar, Soft flow, Jet dyeing, hank dyeing,  Beam Dyeing.

১০.কন্টিনিউয়াস ডাইং মেশিন
CPB, Pad Steam,  Pad tharmosole

Exhaust Dyeing এবং Continuous Dyeing এর তুলনা

একজোস্ট এবং কন্টিনিউয়াস ডাইং এর তুলনা :

১. একজোস্ট মেথোডে নীট,  টেরি টাওয়াল,  গার্মেন্টস,  ইয়ার্ন ডাইং করার হয়,  কন্টিনিউয়াস মেথোডে ওভেন হোম টেক্সটাইল ডাইং করা হয়। ইয়ার্ন ডাইং এর শুধু ম্যাটেরিয়াল ফিক্সড।

২. একজোস্ট মেথোডে  সাবস্ট্রেট,  লিকার উভয় মুভেবল,  কন্টিনিউয়াস মেথোডে লিকার ফিক্সিড ম্যাটেরিয়াল মুভেবল।

৩. একজোস্ট এ প্রসেস টাইম কম,  কন্টিনিউয়াস এর প্রসেস টাইম বেশি।

৪. একজোস্ট মেথোড সিংগেল বাথ প্রসেস,  কন্টিনিউয়াস প্রসেস ডিফারেন্ট বাথ প্রসেস । মানে প্রতি প্রসেস এর জন্য আলাদা বাথ লাগে।

৫. একজোস্ট এর ক্যামিকেল এর পরিমান বেশি লাগে,  কন্টিনিউয়াস এ একজোস্ট এর তুলনায় কম লাগে।

৬. একজোস্ট এর কিছু বাড়াতি ক্যামিকেল লাগে যেমন এন্টিফোম,  এন্টি ক্রিজ,  সিকুইস্টারিং এজেন্ট, এই ক্যামিকেল গুলি কন্টিনিউয়াস এ লাগে না।

৭. কন্টিনিউয়াস এর সমস্যা হলো সেড লাইট হয়ে যাওয়া,  ক্রিজ,  লিস্টিং আর একজোস্ট এ রানিং সেড,  কালার স্পট,  ধাপ্পা,  আনইভেন সহ অনেক সমস্যা থাকে।

৮. একজোস্ট এ কালার এর কনজামশন কম,  কন্টিনিউয়াস এ অনেক কালার ওয়েস্ট হয়।

৯. একজোস্ট এর মেশিন এর নাম HTHP, Arrflow,Garments Wash, Garments Dyeing, Dip Dyeing machine, vartical ciar, Soft flow, Jet dyeing, hank dyeing,  Beam Dyeing.

১০.কন্টিনিউয়াস ডাইং মেশিন
CPB, Pad Steam,  Pad tharmosole

কোন মন্তব্য নেই: