কাপড় এর অয়েল স্পট এর সমস্যা কি ভাবে দুর করবেন - Textile Lab | Textile Learning Blog

কাপড় এর অয়েল স্পট : ডাইং এর উটকো ঝামেলা
ডাইং সেকশনে আমরা যখন কাপড় নেই উইভিং থেকে নেই তখন এক স্টাইল এর কাপড় অর্ডার কোয়ানটিটি অনুযায়ী একত্রে নেয়া হয়,  আর একটি অর্ডারে বিপরীতে ২-৪ কালার থাকে।  এদের কম্বো বলে।



যেমন:
ব্লাক
এনথ্রা
নেভি
হোয়াইট
ডাইং করার সময় কাপড় একটি প্লানিং অনুযায়ী ডাইং করা হয়, যেমন লাইট কালার গুলি আগে ডাইং করা হয় তার পর ডিপ কালার।  এর কারন লাইট কালার এর সেড নট ওকে হওয়ার,নস্ট  চান্স ৮০%,  এই কারনে আগের লাইট কালার ডাইং করে পরে ডিপ কালারে হাত দেয়া হয়।  লাইট থেকে ডিপ এ সহজে কনভার্ট করা যায়।

সমস্যা
আমাদের এই কাপড় হোয়াইট এর অর্ডার ছিলো,  আর আমরা এই স্টাইল শুরো করে ছিলাম হোয়াইট দিয়ে। সমস্যা দাড়ায় কাপড়ে RFD অবস্থায় কাপড়ে অয়েল এবং গ্রিজ স্পট ছিলো।

প্রতিকার
১. কাপড়টি ডিপ কালার এর জন্য রেখে দিতে হবে।

২. প্রথমে কাপড় ডিটারজেন্ট দিয়ে কড়া হট ওয়াস দিতে হবে,  যাতে স্পট সহনীয় পর্যায়ে চলে আসে।

৩. ডিটারজেন্ট এ কাজ না হলে ওয়েল রিমুভার ক্যামিকেল ব্যাবহার করতে হবে।

৪. কাস্টিক দিয়ে ওয়াস করতে হবে যাতে তেল গুলি কাস্টিক এর সাথে ইমালসিফিকেশন রিয়েকশন করে ওয়াটার সলিউবল হয়ে যায়।

নোট:
উপোরোল্লেখিত উপায় গুলি একের পর এক প্রয়োগ করতে হবে যাতে কাপড় এর ভেতরে স্পট চলে যায়,  সব শেষে কাজ না হলে একে ডিপ কালার এর জন্য রেখে দিতে হয়।


কাপড় এর অয়েল স্পট এর সমস্যা কি ভাবে দুর করবেন


কাপড় এর অয়েল স্পট : ডাইং এর উটকো ঝামেলা
ডাইং সেকশনে আমরা যখন কাপড় নেই উইভিং থেকে নেই তখন এক স্টাইল এর কাপড় অর্ডার কোয়ানটিটি অনুযায়ী একত্রে নেয়া হয়,  আর একটি অর্ডারে বিপরীতে ২-৪ কালার থাকে।  এদের কম্বো বলে।



যেমন:
ব্লাক
এনথ্রা
নেভি
হোয়াইট
ডাইং করার সময় কাপড় একটি প্লানিং অনুযায়ী ডাইং করা হয়, যেমন লাইট কালার গুলি আগে ডাইং করা হয় তার পর ডিপ কালার।  এর কারন লাইট কালার এর সেড নট ওকে হওয়ার,নস্ট  চান্স ৮০%,  এই কারনে আগের লাইট কালার ডাইং করে পরে ডিপ কালারে হাত দেয়া হয়।  লাইট থেকে ডিপ এ সহজে কনভার্ট করা যায়।

সমস্যা
আমাদের এই কাপড় হোয়াইট এর অর্ডার ছিলো,  আর আমরা এই স্টাইল শুরো করে ছিলাম হোয়াইট দিয়ে। সমস্যা দাড়ায় কাপড়ে RFD অবস্থায় কাপড়ে অয়েল এবং গ্রিজ স্পট ছিলো।

প্রতিকার
১. কাপড়টি ডিপ কালার এর জন্য রেখে দিতে হবে।

২. প্রথমে কাপড় ডিটারজেন্ট দিয়ে কড়া হট ওয়াস দিতে হবে,  যাতে স্পট সহনীয় পর্যায়ে চলে আসে।

৩. ডিটারজেন্ট এ কাজ না হলে ওয়েল রিমুভার ক্যামিকেল ব্যাবহার করতে হবে।

৪. কাস্টিক দিয়ে ওয়াস করতে হবে যাতে তেল গুলি কাস্টিক এর সাথে ইমালসিফিকেশন রিয়েকশন করে ওয়াটার সলিউবল হয়ে যায়।

নোট:
উপোরোল্লেখিত উপায় গুলি একের পর এক প্রয়োগ করতে হবে যাতে কাপড় এর ভেতরে স্পট চলে যায়,  সব শেষে কাজ না হলে একে ডিপ কালার এর জন্য রেখে দিতে হয়।


কোন মন্তব্য নেই: