Static Electricity কি ভাবে ফেব্রিক এর উপর প্রভাব ফেলে - Textile Lab | Textile Learning Blog
Static Electricity
Static Electricity টেক্সটাইল ম্যাটেরিয়ালস প্রসেসিং এ প্রায়শই বেশ জটিলতা সৃষ্টি করে- বিশেষ করে সিনথেটিক ফাইবার প্রসেসিং এর ক্ষেত্রে। ভিন্নধর্মী দুইটি বস্তু পরস্পরের সংস্পর্শে আসলে নিজেদের মধ্যে চার্জ আদান প্রদান করে আবার পৃথক হওয়ার সময় বেশীরভাগ চার্জই আগের জায়গায় ফিরে যায়। কিন্তু কিছু চার্জ বস্তুদুটির surface এ আঁটকে যায়। এখন বস্তুটির conductivity বেশী হলে চার্জগুলো আপনা আপনি remove হয়ে যায়। কিন্তু যদি বস্তুটি nonconductive হয় তখনই তাতে এই static charge জমা হয়। 



টেক্সটাইল ম্যাটেরিয়াল প্রসেসিং এ মূলত দুইটি সমস্যা সৃষ্টি করে-

১. মেশিন কম্পোনেন্ট এর সাথে ম্যাটেরিয়ালের আকর্ষন
২. একই ম্যাটেরিয়াল এর মধ্যে পরস্পর বিকর্ষন

প্রবলেমটা significant হতে পারে স্পিনিং এ স্লাইভার ক্যান থেকে withdrawl এর সময়। তখন দেখা যায় স্লাইভার ক্যান এর গায়ে আঁটকে যাচ্ছে। আবার একই ম্যাটেরিয়াল এর মধ্যে বিকর্ষণ এর করনে স্লাইভার ছিড়েও যেতে পারে।

এছাড়া ফেব্রিক  winding বা unwinding এর সময়ও এই static electricity প্রবলেম করে। কাপড় খুলতে চায় না কাপড় পেঁচিয়ে যায়।

আরো ভয়ংকর ব্যপার হলো static charge থেকে স্পার্কিং হয়ে আগুন ধরে যাওয়া। স্পিনিং এ এই সমস্যাটা খুবই বেশী দেখা যায়।

এছাড়া worker রা ম্যাটেরিয়াল স্পর্শ করে minor sock ও পেতে পারে।










সমাধান
এর সমাধান হলো ম্যাটেরিয়াল এর conductivity বাড়ানো যাতে চার্জগুলো আপনা আপনি conduct হয়ে চলে যায়। এটার জন্য সবচেয়ে সহজ সমাধান হলো ম্যাটেরিয়াল এর moisture content বাড়ানো। অর্থাৎ পুরো system এর RH বাড়িয়ে দেয়া। কিন্তু সবসময় RH বাড়ানো যায় না। রোলার ল্যাপিং, মেশিন রানিং এ প্রবলেম বা viscose এর ক্ষেত্রে strength decrease এর মতো সমস্যাগুলো ছাড়াও RH বাড়ানোটা সবসময় sufficient কাজ দেয় না। এজন্য softner অথবা antistatic agent ব্যবহার করা হয়।
এগুলো দুইভাবে কাজ করে।

প্রথমত লুব্রিকেন্ট এর মতো ফ্রিকশন কমিয়ে দেয় যার ফলে static charge কম generate হয়।
দ্বিতীয়ত conductivity বাড়িয়ে দিয়ে চার্জগুলো remove করে।
এছাড়াও Washing এ anionic surfactant এর charge কে নিউট্রাল করার জন্য acetic acid দিয়ে যে treat করা হয় এর কারনো কিন্তু এই static electricity। এছাড়াও dry weather এ carpet বা blanket এও static charge তৈরী হয়। এজন্য অনেক সময় অন্ধকারে হটাত আলো জ্বলতে দেখা যায় বা ‘পট’ ‘পট’ শব্দ শোনা যায়। এজন্য কার্পেটের এক কোনে একটি মেটাল রেখে দিলেই হলো।

আর একটা ব্যাপার ঘটে polyester বা nylon এর কাপড় গায়ের সাথে লেগে থাকা যেটাকে static cling বলা হয়। অনেক সময় এটি বেশ বিব্রতকর পরিস্থিতি তৈরী করে। এর একটি মজার সমাধান হলো কাপড়ের ভিতর একটি মেটাল ক্লিপ লুকিয়ে রাখা।





তথ্য:
আমরা সাধারনত ডাইং ফ্লোর  ফিনিশিং ওয়াসিং মেশিন গুলিতে এই সমস্যা অনুভব  করি।  সমস্যা হয় মুলত শকিং এবং ডাস্ট এর জন্য । এর জন্য আর্থিং এর ব্যাবস্থা করতে হয় যেমন ক্যাবল,  লাঠি,  মেটাল এংগেল, এছাড়া আমাদের মেশিন গুলির সামনে প্লেটার এর মধ্যে আর্থিং এর ব্যাবস্থা আছে যা ফেব্রিক থেকে চার্জ গ্রহন করে স্টেটিক ইলেক্ট্রিসিটি মিনিমাইজ ইউনিট এর সাহায্যে মিনিমাইজ করে দেয়।



Static Electricity কি ভাবে ফেব্রিক এর উপর প্রভাব ফেলে

Static Electricity
Static Electricity টেক্সটাইল ম্যাটেরিয়ালস প্রসেসিং এ প্রায়শই বেশ জটিলতা সৃষ্টি করে- বিশেষ করে সিনথেটিক ফাইবার প্রসেসিং এর ক্ষেত্রে। ভিন্নধর্মী দুইটি বস্তু পরস্পরের সংস্পর্শে আসলে নিজেদের মধ্যে চার্জ আদান প্রদান করে আবার পৃথক হওয়ার সময় বেশীরভাগ চার্জই আগের জায়গায় ফিরে যায়। কিন্তু কিছু চার্জ বস্তুদুটির surface এ আঁটকে যায়। এখন বস্তুটির conductivity বেশী হলে চার্জগুলো আপনা আপনি remove হয়ে যায়। কিন্তু যদি বস্তুটি nonconductive হয় তখনই তাতে এই static charge জমা হয়। 



টেক্সটাইল ম্যাটেরিয়াল প্রসেসিং এ মূলত দুইটি সমস্যা সৃষ্টি করে-

১. মেশিন কম্পোনেন্ট এর সাথে ম্যাটেরিয়ালের আকর্ষন
২. একই ম্যাটেরিয়াল এর মধ্যে পরস্পর বিকর্ষন

প্রবলেমটা significant হতে পারে স্পিনিং এ স্লাইভার ক্যান থেকে withdrawl এর সময়। তখন দেখা যায় স্লাইভার ক্যান এর গায়ে আঁটকে যাচ্ছে। আবার একই ম্যাটেরিয়াল এর মধ্যে বিকর্ষণ এর করনে স্লাইভার ছিড়েও যেতে পারে।

এছাড়া ফেব্রিক  winding বা unwinding এর সময়ও এই static electricity প্রবলেম করে। কাপড় খুলতে চায় না কাপড় পেঁচিয়ে যায়।

আরো ভয়ংকর ব্যপার হলো static charge থেকে স্পার্কিং হয়ে আগুন ধরে যাওয়া। স্পিনিং এ এই সমস্যাটা খুবই বেশী দেখা যায়।

এছাড়া worker রা ম্যাটেরিয়াল স্পর্শ করে minor sock ও পেতে পারে।










সমাধান
এর সমাধান হলো ম্যাটেরিয়াল এর conductivity বাড়ানো যাতে চার্জগুলো আপনা আপনি conduct হয়ে চলে যায়। এটার জন্য সবচেয়ে সহজ সমাধান হলো ম্যাটেরিয়াল এর moisture content বাড়ানো। অর্থাৎ পুরো system এর RH বাড়িয়ে দেয়া। কিন্তু সবসময় RH বাড়ানো যায় না। রোলার ল্যাপিং, মেশিন রানিং এ প্রবলেম বা viscose এর ক্ষেত্রে strength decrease এর মতো সমস্যাগুলো ছাড়াও RH বাড়ানোটা সবসময় sufficient কাজ দেয় না। এজন্য softner অথবা antistatic agent ব্যবহার করা হয়।
এগুলো দুইভাবে কাজ করে।

প্রথমত লুব্রিকেন্ট এর মতো ফ্রিকশন কমিয়ে দেয় যার ফলে static charge কম generate হয়।
দ্বিতীয়ত conductivity বাড়িয়ে দিয়ে চার্জগুলো remove করে।
এছাড়াও Washing এ anionic surfactant এর charge কে নিউট্রাল করার জন্য acetic acid দিয়ে যে treat করা হয় এর কারনো কিন্তু এই static electricity। এছাড়াও dry weather এ carpet বা blanket এও static charge তৈরী হয়। এজন্য অনেক সময় অন্ধকারে হটাত আলো জ্বলতে দেখা যায় বা ‘পট’ ‘পট’ শব্দ শোনা যায়। এজন্য কার্পেটের এক কোনে একটি মেটাল রেখে দিলেই হলো।

আর একটা ব্যাপার ঘটে polyester বা nylon এর কাপড় গায়ের সাথে লেগে থাকা যেটাকে static cling বলা হয়। অনেক সময় এটি বেশ বিব্রতকর পরিস্থিতি তৈরী করে। এর একটি মজার সমাধান হলো কাপড়ের ভিতর একটি মেটাল ক্লিপ লুকিয়ে রাখা।





তথ্য:
আমরা সাধারনত ডাইং ফ্লোর  ফিনিশিং ওয়াসিং মেশিন গুলিতে এই সমস্যা অনুভব  করি।  সমস্যা হয় মুলত শকিং এবং ডাস্ট এর জন্য । এর জন্য আর্থিং এর ব্যাবস্থা করতে হয় যেমন ক্যাবল,  লাঠি,  মেটাল এংগেল, এছাড়া আমাদের মেশিন গুলির সামনে প্লেটার এর মধ্যে আর্থিং এর ব্যাবস্থা আছে যা ফেব্রিক থেকে চার্জ গ্রহন করে স্টেটিক ইলেক্ট্রিসিটি মিনিমাইজ ইউনিট এর সাহায্যে মিনিমাইজ করে দেয়।



কোন মন্তব্য নেই: