লাইক্রা আউট কি এবং এটি কি ভাবে দুর করা যায়। - Textile Lab | Textile Learning Blog
সমস্যা: লাইক্রা আউট

ফেক্টরির ভাষায় কাপড় এর ডায়া রিকোয়ারমেন্ট এর তুলনায় বেশি হলে বা বেশি করা হলে কাপড় এর স্ট্রেসিবিলিটি কমে যায় একে ফেক্টরির ভাষায় লাইক্রা আউট বলা হয়।

সলিউশন

১. লাইক্রা কাপড় হলে হিট সেট এর সময় কাপড় রিকোয়ারমেন্ট থেকে ২" প্লাস করে হিট সেট করতে হবে,  এর বেশি করা হলে কাপড় এর বাড়তি ডায়া ফিক্সিড হয়ে যাবে আর স্ট্রেসিবিলিটি কমে যাবে,  তবে এটা অনেকাংশ নির্ভর করে কাপড় এর ককন্সট্রাকশন আর লাইক্রা এর কোয়ালিটির উপর।

২.  স্ট্রেসিবিলিটি বাড়ানোর উপায় হলো কাপড় এর কম্পেকশন এর উপর,  তাই কাপড় কম্পেক্ট করে এবং সানফোরাজিং করে স্ট্রেসিবিলিটি বা ফেক্টরির ভাষায় লাইক্রা ফিরিয়ে আনা যায়।

৩. কাপড় ফিনিশিং এর সময় লাইক্রা হলে এর ডায়া কতো রেখে ফিনিশিং করবে এটি বলে দিতে হবে স্পেশালি।

৪. বায়ার লাইক্রা কাপড় এর বেসিক যে কোয়ালিটি টেস্ট করে তা হলো কাপড় এর স্ট্রেসিবিলিটি,  তাই স্ট্রেসিবিলিটি কম হলে বায়ার কাপড় এপ্রুভ করে না।

৫. স্ট্রেসিবিলিটি  GSM,  Shrinkage এর উপর প্রভাব ফেলে তাই এটি এনসিউর করা লাগবে।





লাইক্রা আউট কি এবং এটি কি ভাবে দুর করা যায়।

সমস্যা: লাইক্রা আউট

ফেক্টরির ভাষায় কাপড় এর ডায়া রিকোয়ারমেন্ট এর তুলনায় বেশি হলে বা বেশি করা হলে কাপড় এর স্ট্রেসিবিলিটি কমে যায় একে ফেক্টরির ভাষায় লাইক্রা আউট বলা হয়।

সলিউশন

১. লাইক্রা কাপড় হলে হিট সেট এর সময় কাপড় রিকোয়ারমেন্ট থেকে ২" প্লাস করে হিট সেট করতে হবে,  এর বেশি করা হলে কাপড় এর বাড়তি ডায়া ফিক্সিড হয়ে যাবে আর স্ট্রেসিবিলিটি কমে যাবে,  তবে এটা অনেকাংশ নির্ভর করে কাপড় এর ককন্সট্রাকশন আর লাইক্রা এর কোয়ালিটির উপর।

২.  স্ট্রেসিবিলিটি বাড়ানোর উপায় হলো কাপড় এর কম্পেকশন এর উপর,  তাই কাপড় কম্পেক্ট করে এবং সানফোরাজিং করে স্ট্রেসিবিলিটি বা ফেক্টরির ভাষায় লাইক্রা ফিরিয়ে আনা যায়।

৩. কাপড় ফিনিশিং এর সময় লাইক্রা হলে এর ডায়া কতো রেখে ফিনিশিং করবে এটি বলে দিতে হবে স্পেশালি।

৪. বায়ার লাইক্রা কাপড় এর বেসিক যে কোয়ালিটি টেস্ট করে তা হলো কাপড় এর স্ট্রেসিবিলিটি,  তাই স্ট্রেসিবিলিটি কম হলে বায়ার কাপড় এপ্রুভ করে না।

৫. স্ট্রেসিবিলিটি  GSM,  Shrinkage এর উপর প্রভাব ফেলে তাই এটি এনসিউর করা লাগবে।





কোন মন্তব্য নেই: